Pages

Sunday, 14 August 2016

ব্যাংক এ চাকুরি করতে চাইলে জেনে নিন



Writer : Masudur Rahman
IBA MBA
Achievement Career Care

সরকারী এবং বে-সরকারী ব্যাংক মিলিয়ে আগামী এক বছরের মধ্যে প্রায় ১০০০০ (দশ হাজার ) জন চাকুরির সুযোগ পাবে। শুধুমাত্র যোগ্যরা-ই এই সুবর্ণ সুযোগ টিকে কাজে লাগাতে পারবে। গত কয়েক দশকে একসাথে এত বেশি সার্কুলার হয় নি। ব্যাংক এর চাকরির জনপ্রিয়তা (কিংবা মোটা বেতনের) সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতা। বেশিরভাগ মেধাবি ছাত্র-ছাত্রীরাই এখন তাদের পছন্দের তালিকায় 
বি সি এস পরীক্ষার পাশাপাশি ব্যাংক এর চাকুরি-কেই প্রধান টার্গেট হিসাবে ধরে নিচ্ছে। ব্যাংকেরচাকুরির শুরুতেই বিশাল অঙ্কের টাকা Salary এবং সাথে অন্যান্য সুযোগ সুবিধা এই চাকরিটিকে দিনে দিনে আরো আকর্ষনীয় করে তুলছে।
..................................................................................................
অনেকেই আবার সঠিক তথ্যের অভাবে হতাশায় হাবু ডুবু খাচ্ছে। আর পরামর্শ করছে তাদের সাথেই যে কিনা তার মতো অন্ধকারেই কাছে আছে।
...................................................................................................
সরকারি এবং বে-সরকারি এই দুই ধরনের ব্যাংক-এর প্রস্তুতিতে যেমন অনেকটা মিল রয়েছে ঠিক তেমনটাই আছে কিছুটা ভিন্নতা।
..................................................................................................
প্রস্তুতি নিবেন একসাথেই-ই কিন্তু ভিন্নতাটুকু-ও জেনে রাখবেন, তাতে করে সু নির্দিস্ট কোনো ব্যাংক এ চান্স পাওয়াটা আপনার জন্য সহজ হবে।
........................................................................................................
ব্যাংক এ চাকুরি করার জন্য যে ধরনের প্রিপারেশন নিতে হয়, যে যে বিষয় নিয়ে বেশি পড়তে হবে কিংবা কোনটা বাদ দিয়ে কোনটা পড়বেন ইত্যাদি নিয়ে একটি বিস্তারিত পোস্ট তৈরি করা শুরু করেছি। আর এই পোস্ট-টি তৈরি করার সময় ব্যাংক এ কর্মরত আমাদের শুভাকাঙ্ক্ষী বিজ্ঞজনদের মতামত নিয়েছি যাতে করে সু-নির্দিষ্ট তথ্য পেতে সহজ হয়।
যারা আমার এই কাজে সঠিক গাইডলাইন , পরামর্শ এবং তাদের মুল্যবান সময়টুকু দিয়ে সাহায্য করছেন তারা হচ্ছেনঃ
১. Rashed Nowab 
Assistant Vice President, National Bank Limited.
2.Jaynul Abedin
Assistant Vice President, Standard Bank Limited.
২. Abu Sayem
Deputy Director, Bangladesh Bank
3. Abu Zafar Rubel
Assistant Director, Bangladesh Bank
4. Shamsur Rahman,
Principal Officer at Southeast Bank Limited
5. Foyez Ahammod
Officer, Janata Bank 
6.Himel Himu
Probationary Officer, First Security Islami Bank
7.Shariful Islam Avro
Officer, bKash Limited.
8.Asaduzzaman Khan Pathan
Senior Officer, Sonali Bank Limited.
9.Masum Sarder
Officer, Dutch Bangla Bank Ltd.
10.Sravanti Majumder
Senior officer, UCBL
11.Mahmodul Hasan
Senior Territory Manager,Unilever Bangladesh Limited 
12. Milton Kumar Ghosh
Associate Manager, Eastern Bank Ltd 
13.Robin Chandra Paul (Management Trainee Officer (MTO) at Mercantile Bank Limited)
14.Azim Hossen (Assistant Executive Officer (AEO) at Janata Bank Limited)
15.Wahid Jewel
Executive Officer, Janata Bank Limited

No comments:

Post a Comment