Pages

Showing posts with label বাংলাদেশ বিষয়াবলী. Show all posts
Showing posts with label বাংলাদেশ বিষয়াবলী. Show all posts

Friday 4 October 2019

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
১.জনসংখ্যা (২০১৮, প্রাক্কলিত)-১৬৩.৭ মিলিয়ন
২. জনসংখ্যা বৃদ্ধির হার,২০১৭- ১.৩৭%
৩. পুরুষ-মহিলা অনুপাত,২০১৭- ১০০.২
৪.জনসংখ্যার ঘনত্ব/বর্গ কিমি - ১১০৩ জন
৫. স্থূল জন্মহার (১০০০ জনে) - ১৮.৫
৬.স্থূল মৃত্যুহার (১০০০ জনে) - ৫.১
৭. এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার (১০০০ জনে)- ২৪
৮. প্রত্যাষিত গড় আয়ুষ্কাল, ২০১৭ - ৭২ বছর
(পুরুষ - ৭০.৬, মহিলা - ৭৩.৫)
৯. ডাক্তার ও জনসংখ্যার অনুপাত - ১ঃ ১৭২৪
১০. স্বাক্ষরতার হার - ৭২.৩%
(পুরুষ- ৭৪.৩, মহিলা- ৭০.২)
১১. দারিদ্র্যের হার - ২১.৮% ১২. চরম দারিদ্র্যের হার- ১১.৩%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়(মা: ডলারে)- ১৯০৯
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি(মা: ডলারে)- ১৮২৭
১৫. স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার -৮.১৩
১৬. মোট শ্রমশক্তির শতকরা হারঃ
(ক) কৃষি-৪০.৬
(খ) শিল্প - ২০.৪
(গ) সেবা- ৩৯
১৭. মূল্যস্ফীতি গড়(জুলাই-মার্চ,২০১৯)­- ৫.৪৪
১৮. মোট ব্যাংকের সংখ্যা- ৫৯ ক. রাষ্ট্র মালিকানাধীন - ৬ খ. বিশেষায়িত- ৩
গ. বেসরকারি- ৪১
ঘ. বৈদেশিক-৯
ঙ. আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত) -৩৪
১৯.খাত সমূহের অবদানঃ
ক. কৃষি- ১৩.৬০*
খ. শিল্প- ৩৫.১৪
গ. সেবা- ৫১.২৬

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা।

যোগ্যতা-
মানবিক বিভাগের জন্য HSC+SSC (7.00)
বানিজ্য HSC+SSC (7.50)
বিজ্ঞান (8.00)
বিশেষ দ্রষ্টব্য - এইচ এস সি পরিক্ষায় সকল সাবজেক্টে নুন্যতম ৩.০০ তথা B গ্রেড থাকতে হবে নতুবা আবেদন করা যাবে না।
আরো একটি লাইন সংযুক্ত করা হয়েছে যে
অর্থনীতিতে B গ্রেড ও গনিতে এ গ্রেড থাকতে হবে। তবে একটু অপেক্ষা করতে হবে যে আসলেই গনিতে এ গ্রেড এর নিচে আবেদন করা যাবে কি না। গনিতের রিকুয়ারমেন্ট কোনভাবে ই গ্রহনযোগ্য নয় কারণ D ইউনিট থেকে সাইন্স এর স্টুডেন্ট কখনো বিজ্ঞানের সাবজেক্ট পাবে না সুতরাং এ তথ্যটি হয়ত অন্য কিছু মিন করতেছে কাল ব্যাপারটি ক্লিয়ার করব।
প্রশ্ন প্যাটার্ন
এম সি কিউ ৭৫ মার্কস ৫০ মিনিট।
বাংলা-১৬*১.২৫-২০
ইংরেজী-১৬*১.২৫-২০
জিকে-৩৫
পাশ মার্ক - ৩০
এম সি কিউ তে পাশ না করলে লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হবে না।
লিখিত অংশ
বাংলা-১৫
ইংরেজী-১৫
জিকে(বিশ্লেষনধর্মী)-১৫
বিশ্লেষণ ধর্মীটা আবার কি?
কিছুই না মনে কর কোন একটা ঘটনার পটভুমি বা কারণ কিংবা যা ই হোক এগুলা নিয়া ২/৫ লাইন লিখতে বলা হবে।।
বি দ্র - সাধারণ জ্ঞানের MCQ অংশে মাধ্যমিক গনিত ও আইসিটি থেকে প্রশ্ন আসবে।
একদম ই চিন্তা করার কিছু নেই, আসলে এখন থেকে ই বিসিএস এর জন্য তোমাদের প্রস্তুত করতেছে ঢাবি 😀
খুব সহজ সহজ কিছু গনিত দিবে যা তোমরা SSC তে করে এসেছ। ঐ মৌলিক সংখ্যা, পুর্ন সংখ্যা,ল সা গু, গ সা গু, জোড় বিজোড় এগুলাই।
কেউ না পরলেও এগুলা পারবা।
আইসিটি নিয়া কি কারো সমস্যা হবে?
ভাই তুই কি HSC পাশ করছস?
বাকি দেখে লেখে পাশ করছ?
আইসিটি তে আহামরি কঠিন কিছু হবে না সুতরাং কমেন্ট এর ঝড় না তুলে বাংলা ইংরেজি GK পড়।
পাশ মার্ক আলাদা আলাদা( MCQ)
Bangla - 06
English -06
Gk-12
Total- 30 পেতে হবে MCQ অংশ।
লিখিত অংশে আলাদা পাশ নেই।
টোটাল ৪৫ এ ১২ পেতে হবে।
এবং সব কিছু মিলিয়ে ৪৮ পেলে D ইউনিটের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান -সেপ্টেম্বর পর্যন্ত আপডেট

🎯সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( সেপ্টেম্বর পর্যন্ত আপডেট )
✳️ ভ্যাটিকানের ল্যাম্প অব পিস পুরস্কার পেয়েছেন ➯ ড. মুহাম্মদ ইউনুস
✳️ বাংলাদেশে বর্তমানে গড় স্বাক্ষরতার হার ➯৭৩.৯% [সর্বশেষ হিসাব ২০১৯ অনুযায়ী (২০১৮ সালে সাক্ষরতার হার ছিল ➯'৭২.৯%')।]
✳️ বর্তমান মন্ত্রিসভার সদস্য ➯ ৪৮ জন; পূর্ণমন্ত্রী ➯২৬ জন; এবং নারীমন্ত্রী ➯ ৫ জন।
✳️ মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনা খেতাব দেয়া হয় -- ৩২২ জন ( ২ সেপ্টম্বর ২০১৯ পর্যন্ত) Raisul Islam Hridoy
✳️ ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে "Friend of the world বা বিশ্ব বন্ধু" হিসেবে আখ্যা দেন কে? ➯ আনোয়ারুল করিম চৌধুরী
✳️ বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? ➯ ২৪টি(২৪তম ভোলাগঞ্জ)(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
✳️ ২০১৯ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদক এর নামকরণ করা হয় --- শেখ জামাল জাতীয় ক্রীড়া পদক
✳️ নেপালের প্রথম স্যাটেলাইটের নাম NepaliSat-1 (উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯)।
✳️ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ উদ্বোধনী ভেন্যু ওভাল (৩০ মে ২০১৯); ফাইনাল ভেন্যু লর্ডস (১৪ জুলাই ২০১৯)
✳️ মাথাপিছু আয় (প্রক্ষেপণ)ঃ ২,১৭৩ ডলার
✳️ মোট ব্যাংকের সংখ্যা ৬৪টি (৫৯টি তফসিলী ও ৫টি অ-তফসিলী)
✳️ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা ২৪টি (সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট)
✳️ বর্তমানে ভারতের মোট রাজ্য ২৮টি
✳️ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) সদস্য ৭২টি। Raisul Islam Hridoy
✳️ কমনওয়েলথ চেয়ারপারসন বরিস জনসন
✳️ সর্বশেষ থানা- হাতিরঝিল, ঢাকা (৬৫০তম)
✳️ ২০১৯ সালে "OIC City of Tourism" ঘোষণা করা হয়- ঢাকাকে
✳️ দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম- সাইদা খানম
✳️ "সগ্রাম" ও "প্রত্যাশা"- বাংলাদেশের নৌবাহিনির দুটি যুদ্ধজাহাজ
✳️ বিশ্বের প্রথম "কল্যাণ" বাজেট পেশ করেন- নিউজিল্যান্ড
✳️ "The Cell Door, Robben Island" চিত্রকর্মটি আঁকা- নেলসন ম্যান্ডেলার
✳️ ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)
✳️ ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ICC'র থিম সং এর শিরোনাম- Stand By
✳️ সম্প্রতি সন্ধান পাওয়া "ফিকল ঝরনা" অবস্থিত- কমলগঞ্জ, মৌলভীবাজার Raisul Islam Hridoy
✳️ নতুন অর্থনৈতিক আঞ্চলিক জোট "SEACO (South East Asian CO-Operation)এর সদস্য দেশ- ৫টি
✳️ ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন- জোখা আলহারথি (ওমান)
✳️ "International Year of Plant Health" ঘোষিত হয়- ২০২০ সাল
✳️ ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী? ➯ গাঙচিল
✳️ বৈশ্বিক রপ্তানি ও আমদানিতে বাংলাদেশ কততম? ➯ রপ্তানিতে ৪২ ও আমদানিতে ৩০তম(বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ১১৬)
✳️ বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে "চট্টগ্রাম বন্দরের"অবস্থান বিশ্বে কততম? ➯ ৬৪তম
✳️ বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চাল কোনটি? ➯ আমাজন (পৃথিবীর ফুসফুস বলা হয়।পৃথিবীর মোট অক্সিজেনের ২০% পাওয়া যায়। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন) Raisul Islam Hridoy
✳️ "জম্মু ও কাশ্মীর"রাজ্য পুনর্গঠন আইন-২০১৯ কবে কার্যক্রর হবে? ➯ ৩১ অক্টোবর ২০১৯ (জম্মু ও কাশ্মীর এবং নাদাখ' দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়)
✳️ "জম্মু ও কাশ্মীরেরর" বিধানসভার সদস্য সংখ্যা কত হবে? ➯ ১০৭ জন। (৩১ অক্টোবর ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারাবে) Raisul Islam Hridoy
✳️ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে? ➯ প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়ের অধীন)
✳️ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে? ➯ ২১টি (মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে ১৯টি)
✳️ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে? ➯ রাসেল ডমিঙ্গো;দক্ষিণ আফ্রিকা
✳️ মোংলা বন্দরের পূর্ব নাম কী? ➯ চালনা বন্দর
✳️ ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি? ➯ চাকমা ভাষা
✳️ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ? ➯ তাইওয়ান ➯ নোট রমজান
✳️ কোন দেশে"তিন তালাক" নিষিদ্ধ? ➯ ভারতে
✳️ ৩১ অক্টোবর ২০১৯ এর পরে ভারতের রাজ্য সংখ্যা হবে? ➯ ২৮টি (কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি)
✳️ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র) Raisul Islam Hridoy
✳️ বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ যুক্তরাষ্ট্র
✳️ বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম? ➯ চতুর্থ
✳️ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন(আমদানিতে যুক্তরাষ্ট্র)
✳️ পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ➯ দ্বিতীয়
✳️ ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫(ক) ধারা বাতিল করা হয় কবে? ➯ ৫ আগস্ট ২০১৯
✳️ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি বাতিল করে কবে? ➯ ২ আগস্ট ২০১৯
✳️ সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে? ➯ আবদুল্লাহ হামদোক
✳️ বিশ্ব "মশা"দিবস কবে? ➯ ২০ আগস্টে
✳️ "স্বপ্ন পানসি" কার কাব্যগ্রন্থ? ➯ মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ১৯ আগস্টে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেন। Raisul Islam Hridoy
✳️ "উত্তর পুরুষ(১৯৭৭),বঙ থেকে বাংলা(১৯৭৮) উপন্যাসের লেখক কে? ➯ রিজিয়া রহমান(২৮ ডিসেম্বর ১৯৩৯-১৬ আগস্ট ২০১৯)
✳️ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "ভারতরত্ন"পান কে? ➯ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ।
✳️ হিজরি সন প্রবর্তন করেন কে? ➯ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর(রা)। প্রবর্তন করেন ৬৩৮ খ্রিস্টাব্দে এবং গণনা শুরু হয় ১৬ জুলাই ৬২২ সালে।১হিজরি= ৩৫৪/৩৫৫ দিন।

Saturday 5 May 2018

# বিভিন্ন # পরিমাপক #যন্ত্র -

# বিভিন্ন # পরিমাপক #যন্ত্র -
১. উচ্চতা পরিমাপক যন্ত্র - অলটিমিটার;
২. সমুদ্রের গভীরতা নির্ণয়াক যন্ত্র -
ফ্যাদোমিটার;
৩. ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র -
সিসমোগ্রাফ;
৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক
মাপার যন্ত্র - রিক্টার স্কেল;
৫. উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র
- ওডোমিটার;
৬. দিক নির্ণয়ন যন্ত্র - কম্পাস;
৭. সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক যন্ত্র -
সেক্সট্যান্ট;
৮. শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র - অডিও
মিটার;
৯. হৃৎপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র -
কার্ডিওগ্রাফ;
১০. বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র -
ব্যারোমিটার;
১১. গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র -
ম্যানোমিটার;
১২. বায়ুর গতিবেগ নির্ণয়াক যন্ত্র -
ব্যারোমিটার;
১৩. সূক্ষ সময় পরিমাপক যন্ত্র -
ক্রনোমিটার;
১৪. তাপ পরিমাপক যন্ত্র -
থার্মোমিটার;
১৫. বৃষ্টি পরিমাপক যন্ত্র - রেনগেজ;
১৬. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র -
ল্যাকটোমিটার;
১৬. মানবদেহের রক্তচাপ নির্ণয়াক যন্ত্র
- স্ফিগমোম্যানোমিটার;
১৮. উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র -
ক্রেসকোগ্রাফ
১৯. বায়ুর আদ্রতা নির্ণয়ক যন্ত্র -
হাইগ্রোমিটার;
২০. বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক
যন্ত্র - এ্যারোমিটার;
২১. উড়োজাহাজের বা মোটরগাড়ির
গতি নির্ণয়াক যন্ত্র - ট্যাকোমিটার।

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়
তিন সরাও
তার মানে শ,ষ,স,র,ও,রেফ এগুলোর পরে অবশ্যই বিসর্গ সন্ধি হবে।
যেমন- অাবিষ্কার=অাবিঃ+কার
ষ অাছে তাই বিসর্গ সন্ধি হবে
ব্যাকরণের যেকোনো টপিকস্ বুঝতে অসুবিধা হলে কমেন্ট এ জানাবেন
যুগান্তকারী টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে
জ্ঞান যত সম্ভব শেয়ার করুণ, অাপনার বেড়ে যাবে ততগুণ যতগুণ শেয়ার করবেন
গুড লাক অল

Friday 7 April 2017

বাংলাদেশের জাতীয় দিবস সমূহ



বাংলাদেশের জাতীয় দিবসসমূহ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো (১৯৯৯ সালে)
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম পালিত হয়- ২০০০ সালে
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে- ১৮৮টি দেশ
গুরুত্বপূর্ণ দিবসসমূহ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১০ জানুয়ারি
শহীদ আসাদ দিবস
২০ জানুয়ারি
জনসংখ্যা দিবস
২ ফেব্রুয়ারি
শহীদ দিবস/আন্তঃ মাতৃভাষা দিবস
২১ ফেব্রুয়ারি
জাতীয় পতাকা দিবস
২ মার্চ
রাষ্ট্রভাষা দিবস
১১ মার্চ
শিশু দিবস
১৭ মার্চ
ছয়দফা দিবস
২৩ মার্চ
কালোরাত্রি দিবস
২৫ মার্চ
স্বাধীনতা দিবস/জাতীয় দিবস
২৬ মার্চ
প্রতিবন্ধী দিবস
৫ এপ্রিল
মুজিবনগর দিবস
১৭ এপ্রিল
পলাশী দিবস
২৩ এপ্রিল
পরিবেশ দিবস
৫ জুন
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
১ জুলাই
জাতীয় শোক দিবস
১৫ আগস্ট
আয়কর দিবস
১৫ সেপ্টেম্বর
জেলহত্যা দিবস
৩ নভেম্বর
সংবিধান দিবস
৪ নভেম্বর
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস
৭ নভেম্বর
শহীদ নূর হোসেন দিবস
১০ নভেম্বর
মুক্তিযোদ্ধা দিবস
১ ডিসেম্বর
স্বৈরাচার পতন দিবস
৬ ডিসেম্বর
বেগম রোকেয়া দিবস
৯ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস
১৪ ডিসেম্বর
বিজয় দিবস
১৬ ডিসেম্বর