Pages

Showing posts with label বিসিএস ভাইভা. Show all posts
Showing posts with label বিসিএস ভাইভা. Show all posts

Friday 4 October 2019

প্রাইমারী স্পেশাল: জেনে রাখুন কাজে আসবে

#প্রাইমারী স্পেশাল: জেনে রাখুন কাজে আসবে
....
১/ধাতু কয় প্রকার-৩
২/বাংলা উপসর্গ কয়টি- ২১
৩/তৎসম উপসর্গ কয়টি-২০
৪/ফারসি উপসর্গ কয়টি-১০
৫/সমাস কয় প্রকার-৬
৬/বহুব্রীহি সমাস কয় প্রকার-৮
৭/তৎপুরুষ সমাস কয় প্রকার-৯
৮/কর্মধারয় সমাস কয় প্রকার-৪
৯/বাংলা ভাষায় বচন কয় প্রকার- ২
১০/সংখ্যাবাচক শব্দ কয় প্রকার-৪
১১/বাংলা সন্ধি কয় প্রকার-২
১২/বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কয় প্রকার-৩
১৩/উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়-২
১৪/উষ্মধ্বনি কয়টি-৪( শ, স, ষ,হ)
১৫/যৌগিক স্বরজ্ঞাপক কয়টি-২ (ঔ,ঐ)
১৬/পরাশ্রয়ী বর্ণ কয়টি- ৩টি
১৭/স্পর্শধ্বনি কয়টি-২৫
১৮/বাংলাভাষায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা-৮
১৯/মাত্রহীন বর্ণের সংখ্যা-১০
২০/ পূর্ণমাত্রা- ৩২
২১/গঠন অনুসারে শব্দ কয় প্রকার-২
২২/অর্থ অনুসারে শব্দ কয় প্রকার-৩
২৩/উৎস অনুসারে শব্দ কয় প্রকার-৫
২৪/পদ প্রধানত কয় প্রকার-২ (সব্যয়, অব্যয়)
২৫/সব্যয় পদ কয় প্রকার-৪
২৬/ পদ মোট কয় প্রকার-৫
২৭/বিশেষ্য পদ কয় প্রকার-৬
২৮/বিশেষণ পদ কয় প্রকার-২
২৯/ভাব বিশেষণ কয় প্রকার-৪
৩০/বাংলা ভাষায় কয় প্রকার অব্যয় শব্দ আছে-৩
৩১/অব্যয় পদ কয় প্রকার-৪
৩২/অনুসর্গ অব্যয় কয় প্রকার-২
৩৩/ক্রিয়ার ভাব কয় প্রকার-৪
৩৪/ক্রিয়ার কাল কয় প্রকার-৩
৩৫/কারক কয় প্রকার-৬
৩৬/আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে-৩
৩৪/প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে -২টি ( উদ্দেশ্য , বিধেয়)
৩৫/গঠন অনুসারে বাক্য কয় প্রকার-৩
৩৬/আশ্রিত খন্ডবাক্য কয় প্রকার-৩
৩৭/ শব্দের ব্যবহার কয় ধরনের-২
৩৮/বাচ্য কয় প্রকার-৩
৩৯/উক্তি কয় প্রকার-২
৪০/যতি বা ছেদ চিহ্ন-১২ টি( নবম-দশম শ্রেণী)
৪১/ধাতুর গণ-২০টি
৪২/অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু-৫টি
৪৩/দ্বিরুক্ত শব্দ কয় প্রকার-৩

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা।

যোগ্যতা-
মানবিক বিভাগের জন্য HSC+SSC (7.00)
বানিজ্য HSC+SSC (7.50)
বিজ্ঞান (8.00)
বিশেষ দ্রষ্টব্য - এইচ এস সি পরিক্ষায় সকল সাবজেক্টে নুন্যতম ৩.০০ তথা B গ্রেড থাকতে হবে নতুবা আবেদন করা যাবে না।
আরো একটি লাইন সংযুক্ত করা হয়েছে যে
অর্থনীতিতে B গ্রেড ও গনিতে এ গ্রেড থাকতে হবে। তবে একটু অপেক্ষা করতে হবে যে আসলেই গনিতে এ গ্রেড এর নিচে আবেদন করা যাবে কি না। গনিতের রিকুয়ারমেন্ট কোনভাবে ই গ্রহনযোগ্য নয় কারণ D ইউনিট থেকে সাইন্স এর স্টুডেন্ট কখনো বিজ্ঞানের সাবজেক্ট পাবে না সুতরাং এ তথ্যটি হয়ত অন্য কিছু মিন করতেছে কাল ব্যাপারটি ক্লিয়ার করব।
প্রশ্ন প্যাটার্ন
এম সি কিউ ৭৫ মার্কস ৫০ মিনিট।
বাংলা-১৬*১.২৫-২০
ইংরেজী-১৬*১.২৫-২০
জিকে-৩৫
পাশ মার্ক - ৩০
এম সি কিউ তে পাশ না করলে লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হবে না।
লিখিত অংশ
বাংলা-১৫
ইংরেজী-১৫
জিকে(বিশ্লেষনধর্মী)-১৫
বিশ্লেষণ ধর্মীটা আবার কি?
কিছুই না মনে কর কোন একটা ঘটনার পটভুমি বা কারণ কিংবা যা ই হোক এগুলা নিয়া ২/৫ লাইন লিখতে বলা হবে।।
বি দ্র - সাধারণ জ্ঞানের MCQ অংশে মাধ্যমিক গনিত ও আইসিটি থেকে প্রশ্ন আসবে।
একদম ই চিন্তা করার কিছু নেই, আসলে এখন থেকে ই বিসিএস এর জন্য তোমাদের প্রস্তুত করতেছে ঢাবি 😀
খুব সহজ সহজ কিছু গনিত দিবে যা তোমরা SSC তে করে এসেছ। ঐ মৌলিক সংখ্যা, পুর্ন সংখ্যা,ল সা গু, গ সা গু, জোড় বিজোড় এগুলাই।
কেউ না পরলেও এগুলা পারবা।
আইসিটি নিয়া কি কারো সমস্যা হবে?
ভাই তুই কি HSC পাশ করছস?
বাকি দেখে লেখে পাশ করছ?
আইসিটি তে আহামরি কঠিন কিছু হবে না সুতরাং কমেন্ট এর ঝড় না তুলে বাংলা ইংরেজি GK পড়।
পাশ মার্ক আলাদা আলাদা( MCQ)
Bangla - 06
English -06
Gk-12
Total- 30 পেতে হবে MCQ অংশ।
লিখিত অংশে আলাদা পাশ নেই।
টোটাল ৪৫ এ ১২ পেতে হবে।
এবং সব কিছু মিলিয়ে ৪৮ পেলে D ইউনিটের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ।

বিসিএস+ব্যাংক প্রিলি প্রস্তুতি

বিসিএস+ব্যাংক প্রিলি প্রস্তুতি
শব্দের অর্থঃ
--------------
গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ,পড়া থাকলে যেকোন পরীক্ষায় কাজ দিবে:
১) সালতি-- ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ-- সন্ধ্যা
৩) কূপমণ্ডূক-- কুনোব্যাঙ
৪) আহব-- যুদ্ধ
৫) সওগাত-- উপহার
৬) হোমাগ্নি-- আগুন
৭) মুঢ়োতা-- কুসংস্কার
৮) বামেতর-- ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য--নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ--ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান-- বালিশ
২৬) অনীক-- সৈনিক
২৭) উপরোধ-- অনুরোধ
২৮) শুখো--অনাবৃষ্টি কিন্তু হাজা - অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক - নকলবাজ
৩০) শীকর -- বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ--লাল পদ্ম।
৩২) নীর--পানি কিন্তু নীড়--পাখির বাসা
৩৩) মক্ষিকা--মাছি।
৩৪) পাণি--হাত।
৩৫) ওদন - অন্ন, খাবার
৩৬) সমীরণ--বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা--কলা
৩৯) পনস-- কাঁঠাল
৪০) বুধ--জ্ঞানী
৪১) তাঞ্জাম--পালকি
৪২) আকাল -- দুর্ভিক্ষ।
৪৩) মার্জার -- বিড়াল।
৪৪) অভিনিবেশ -- মনোযোগ।
৪৫) নির্মোক -- সাপের খোলস।
৪৬) শ্বশ্রু - শাশুড়ি কিন্তু শ্মশ্রু --গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম - গতিশীল ।
৪৮) বহুব্রীহি - বহু ধান।
৪৯) অপলাপ - অস্বীকার
৫০) কিরীট - মুকুট কিন্তু কিরীটিনী - মুকুট ভূষিত।
৫১) কৌমুদি - জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ - এই রকম কিন্তু তাদৃশ - সে রকম।
৫৪) বারীন্দ্র - সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী - গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট-- মুরগী।
৫৯) বেসাতি - কেনা বেচা।
৬০) অরবিন্দ -- পদ্ম
৬১) মকর - সমুদ্র।
৬২) নীপবৃক্ষ - কদম গাছ।
৬৩) রসাল - আম।
৬৪) বারিধি - সমুদ্র।
৬৫) আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান - মাছ।
৬৭) ওয়াগণ - মালগাড়ি।
৬৮) আরক্ত - লালচে।
৬৯) বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট - দাঙ্গা।
৭১) আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার-- আপ্যায়ন।
৭৩) বহিত্র - নৌকা।
৭৪) দামিনী - বিদ্যুৎ।
৭৫) জলধি - সমুদ্র।
৭৬) বিবর্ধন - উত্তেজনা।
৭৭) বিরাগী - উদাসীন।
৭৮) বীচী - তরঙ্গ।
৭৯) খপোত - উড়োজাহাজ।
৮০) রাতুল - লাল।
৮১) উর্ণনাভ - মাকড়সা।
৮২) নির্বন্ধ - বিধান।
৮৩) শম্বর - হরিণ।
৮৪) গোকুল - গরু জাতি।
৮৫) মকমক - ব্যাঙের ডাক।
৮৬) পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
৮৭) অভিধান- শব্দার্থ।
৮৮) গবাক্ষ - জানালা।
৮৯) মার্তন্ড - সূর্য।
৯০) অনল--আগুন কিন্তু অনিল--বাতাস
৯১) পাবক-- আগুন কিন্তু পবন অর্থ--বাতাস
৯২) ক্ষণদা--রাত কিন্তু ক্ষণপ্রভা-- বিদ্যুৎ
৯৩) নিশা--রাত কিন্তু নিশাকর/নিশাকান্ত-- চাঁদ
৯৪) রজনী--রাত কিন্তু রজনীকান্ত-- চাঁদ
৯৫) মৃণাল--পদ্ম কিন্তু মৃগাঙ্ক-- চাঁদ
৯৬) কুমুদ--পদ্ম কিন্তু কুমুদনাথ--চাঁদ
৯৭) ভবন--ঘর কিন্তু ভূবন-- পৃথিবী
৯৮) ভূ--পৃথিবী কিন্তু ভূধর--পাহাড়
৯৯) মহী-- পৃথিবী কিন্তু মহীধর-- পাহাড়
১০০) কল্লোল--ঢেউ কিন্তু কল্লোলিনী--নদী

সাম্প্রতিক সাধারণ জ্ঞান -সেপ্টেম্বর পর্যন্ত আপডেট

🎯সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( সেপ্টেম্বর পর্যন্ত আপডেট )
✳️ ভ্যাটিকানের ল্যাম্প অব পিস পুরস্কার পেয়েছেন ➯ ড. মুহাম্মদ ইউনুস
✳️ বাংলাদেশে বর্তমানে গড় স্বাক্ষরতার হার ➯৭৩.৯% [সর্বশেষ হিসাব ২০১৯ অনুযায়ী (২০১৮ সালে সাক্ষরতার হার ছিল ➯'৭২.৯%')।]
✳️ বর্তমান মন্ত্রিসভার সদস্য ➯ ৪৮ জন; পূর্ণমন্ত্রী ➯২৬ জন; এবং নারীমন্ত্রী ➯ ৫ জন।
✳️ মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনা খেতাব দেয়া হয় -- ৩২২ জন ( ২ সেপ্টম্বর ২০১৯ পর্যন্ত) Raisul Islam Hridoy
✳️ ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে "Friend of the world বা বিশ্ব বন্ধু" হিসেবে আখ্যা দেন কে? ➯ আনোয়ারুল করিম চৌধুরী
✳️ বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? ➯ ২৪টি(২৪তম ভোলাগঞ্জ)(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
✳️ ২০১৯ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদক এর নামকরণ করা হয় --- শেখ জামাল জাতীয় ক্রীড়া পদক
✳️ নেপালের প্রথম স্যাটেলাইটের নাম NepaliSat-1 (উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯)।
✳️ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ উদ্বোধনী ভেন্যু ওভাল (৩০ মে ২০১৯); ফাইনাল ভেন্যু লর্ডস (১৪ জুলাই ২০১৯)
✳️ মাথাপিছু আয় (প্রক্ষেপণ)ঃ ২,১৭৩ ডলার
✳️ মোট ব্যাংকের সংখ্যা ৬৪টি (৫৯টি তফসিলী ও ৫টি অ-তফসিলী)
✳️ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা ২৪টি (সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট)
✳️ বর্তমানে ভারতের মোট রাজ্য ২৮টি
✳️ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) সদস্য ৭২টি। Raisul Islam Hridoy
✳️ কমনওয়েলথ চেয়ারপারসন বরিস জনসন
✳️ সর্বশেষ থানা- হাতিরঝিল, ঢাকা (৬৫০তম)
✳️ ২০১৯ সালে "OIC City of Tourism" ঘোষণা করা হয়- ঢাকাকে
✳️ দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম- সাইদা খানম
✳️ "সগ্রাম" ও "প্রত্যাশা"- বাংলাদেশের নৌবাহিনির দুটি যুদ্ধজাহাজ
✳️ বিশ্বের প্রথম "কল্যাণ" বাজেট পেশ করেন- নিউজিল্যান্ড
✳️ "The Cell Door, Robben Island" চিত্রকর্মটি আঁকা- নেলসন ম্যান্ডেলার
✳️ ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)
✳️ ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ICC'র থিম সং এর শিরোনাম- Stand By
✳️ সম্প্রতি সন্ধান পাওয়া "ফিকল ঝরনা" অবস্থিত- কমলগঞ্জ, মৌলভীবাজার Raisul Islam Hridoy
✳️ নতুন অর্থনৈতিক আঞ্চলিক জোট "SEACO (South East Asian CO-Operation)এর সদস্য দেশ- ৫টি
✳️ ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন- জোখা আলহারথি (ওমান)
✳️ "International Year of Plant Health" ঘোষিত হয়- ২০২০ সাল
✳️ ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী? ➯ গাঙচিল
✳️ বৈশ্বিক রপ্তানি ও আমদানিতে বাংলাদেশ কততম? ➯ রপ্তানিতে ৪২ ও আমদানিতে ৩০তম(বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ১১৬)
✳️ বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে "চট্টগ্রাম বন্দরের"অবস্থান বিশ্বে কততম? ➯ ৬৪তম
✳️ বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চাল কোনটি? ➯ আমাজন (পৃথিবীর ফুসফুস বলা হয়।পৃথিবীর মোট অক্সিজেনের ২০% পাওয়া যায়। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন) Raisul Islam Hridoy
✳️ "জম্মু ও কাশ্মীর"রাজ্য পুনর্গঠন আইন-২০১৯ কবে কার্যক্রর হবে? ➯ ৩১ অক্টোবর ২০১৯ (জম্মু ও কাশ্মীর এবং নাদাখ' দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়)
✳️ "জম্মু ও কাশ্মীরেরর" বিধানসভার সদস্য সংখ্যা কত হবে? ➯ ১০৭ জন। (৩১ অক্টোবর ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারাবে) Raisul Islam Hridoy
✳️ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে? ➯ প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়ের অধীন)
✳️ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে? ➯ ২১টি (মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে ১৯টি)
✳️ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে? ➯ রাসেল ডমিঙ্গো;দক্ষিণ আফ্রিকা
✳️ মোংলা বন্দরের পূর্ব নাম কী? ➯ চালনা বন্দর
✳️ ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি? ➯ চাকমা ভাষা
✳️ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ? ➯ তাইওয়ান ➯ নোট রমজান
✳️ কোন দেশে"তিন তালাক" নিষিদ্ধ? ➯ ভারতে
✳️ ৩১ অক্টোবর ২০১৯ এর পরে ভারতের রাজ্য সংখ্যা হবে? ➯ ২৮টি (কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি)
✳️ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র) Raisul Islam Hridoy
✳️ বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ যুক্তরাষ্ট্র
✳️ বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম? ➯ চতুর্থ
✳️ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন(আমদানিতে যুক্তরাষ্ট্র)
✳️ পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ➯ দ্বিতীয়
✳️ ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫(ক) ধারা বাতিল করা হয় কবে? ➯ ৫ আগস্ট ২০১৯
✳️ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি বাতিল করে কবে? ➯ ২ আগস্ট ২০১৯
✳️ সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে? ➯ আবদুল্লাহ হামদোক
✳️ বিশ্ব "মশা"দিবস কবে? ➯ ২০ আগস্টে
✳️ "স্বপ্ন পানসি" কার কাব্যগ্রন্থ? ➯ মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ১৯ আগস্টে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেন। Raisul Islam Hridoy
✳️ "উত্তর পুরুষ(১৯৭৭),বঙ থেকে বাংলা(১৯৭৮) উপন্যাসের লেখক কে? ➯ রিজিয়া রহমান(২৮ ডিসেম্বর ১৯৩৯-১৬ আগস্ট ২০১৯)
✳️ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "ভারতরত্ন"পান কে? ➯ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ।
✳️ হিজরি সন প্রবর্তন করেন কে? ➯ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর(রা)। প্রবর্তন করেন ৬৩৮ খ্রিস্টাব্দে এবং গণনা শুরু হয় ১৬ জুলাই ৬২২ সালে।১হিজরি= ৩৫৪/৩৫৫ দিন।

বঙ্গবন্ধুর_উপাধিসমূহ

...
#উপাধি: বঙ্গবন্ধু
উপাধি দেন: তোফায়েল আহমেদ
তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
স্থান: তৎকালীন সোহরাওয়ার্দি উদ্যান
(বর্তমানে রেসকোর্স ময়দান)
.
#উপাধি: জাতির জনক
উপাধি দেন: আ.স.ম. আব্দুর রব
তারিখ: ৩ মার্চ, ১৯৭১
স্থান: পল্টন ময়দান
.
#উপাধি: Poet of Politics (রাজনীতির কবি)
উপাধি দেয়: 'নিউজ উইক' ম্যাগাজিন (এপ্রিল, ১৯৭১)
উপাধি দেয়া সাংবাদিকের নামঃ লোরেন জেঙ্কিস
.
#উপাধি: বিশ্ববন্ধু
উপাধি দেয়: বিশ্ব শান্তি পরিষদ
তারিখ: ২৩ মে, ১৯৭৩ (জুলিও কুরি পুরস্কার নেয়ার সময়)
.
#সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ
২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম
সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান।
#১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্ব
বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ডস অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন বৈশ্বিক কূটনীতিকেরা। জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে এ আখ্যা দেওয়া হয়।

যারা সাম্প্রতিক নিয়ে চিন্তিত তাদের জন্য

বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও ভূগোল, এই তিন বিষয় কে সাধারণ জ্ঞান বলা যায়। সাধারণ জ্ঞানের দুটো অংশ থাকে, একটি স্থায়ী অংশ আর অন্যটি অস্থায়ী বা পরিবর্তনশীল বা সাম্প্রতিক অংশ। বিগত বছরগুলোর বিসিএস প্রিলির প্রশ্ন এনালাইসিস করে বলা যায়, স্থায়ী অংশ থেকে প্রিলিমিনারিতে ৯০% প্রশ্ন আসে আর সাম্প্রতিক অংশ থেকে ১০%। অর্থাৎ এই তিন বিষয়ে প্রিলিতে মোট ৬০ মার্কস এর মধ্যে ৫৪ মার্কস থাকবে স্থায়ী অংশ থেকে আর ৬ মার্কস থাকবে সাম্প্রতিক থেকে। স্থায়ী অংশ বলতে বুঝায় যেটি আর পরিবর্তন হবে না, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা জাতিসংঘের ইতিহাস। এগুলো পরবর্তী ১০০ বছর পরেও একিভাবে পড়তে হবে। এই অংশের সুবিধা হলো একি তথ্য আজীবনের জন্য। যেহেতু এই অংশে কষ্ট কম, মার্কস বেশি, তাই এই অংশে বেশি জোর দিতে হবে। সাম্প্রতিক অংশ থেকে মাত্র ৬ মার্কস, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, কিছু দিন পর পর আবার তথ্য হালনাগাদ করতে হয়। কাজেই এই অংশ থেকে একটু বেছে বেছে পরতে হবে। মাসিক সাম্প্রতিক পত্রিকা গুলোতে যে পরিমাণ তথ্য দেয়, তা আত্মস্থ করতেই মাসের ১০ দিন চলে যায়। আমি যে থিওরি মানি তা হলো "তুলনামূলক কম পড়ে কিভাবে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করা যায়"। সাম্প্রতিক অংশ থেকে এমন তথ্য গুলো পড়তে হবে, যার প্রাসঙ্গিকতা নূন্যতম ৬ মাস থাকবে। যেমন ৩৮ প্রিলির আগে কৃত্রিম বুদ্ধি সম্পন্ন রোবট সোফিয়া বাংলাদেশে এসেছিল, ঐ বিসিএস এ নিয়ে প্রশ্ন আসে নি, আর জীবনে আসবেও না। ধরো এ মাসে সংসদে ৫ টা বিল পাস হয়েছে, তারিখ সহ মুখস্ত করলে,( মনে থাকবে না নিশ্চিত) কিন্তু ৬ মাস পরের পরীক্ষায় হয়তো একটা বিলের প্রাসঙ্গিকতা থাকবে, কাজেই ঐ একটাই শুধু পড়তে হবে। কাজেই সাম্প্রতিক থেকে পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান, সর্বশেষ বৈঠক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো গুরুত্বপূর্ণ ব্যাক্তির প্রস্থান, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এমন কোনো ঘটনা, খেলাধূলায় বিশেষ কৃতিত্ব এসব। কোন ঘটনা যদি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে বা সরকারের লস প্রজেক্ট, নিশ্চিত থাকো, সেটা কখনো পরীক্ষায় আসবে না। একটা কথা মাথায় রাখতে হবে সাম্প্রতিক পড়ার সময়, সেটা হলো যা পড়ছি তার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা কতটুকু? আগে স্থায়ী অংশ শেষ করো তারপর সাম্প্রতিক নিয়ে চিন্তা করো। কোনো একটা নির্দিষ্ট পরীক্ষা কে টার্গেট করে তিন মাস সাম্প্রতিক এর উপর নজর দিলেই হবে ইনশাআল্লাহ। তবে প্রতিদিন একবার অবশ্যই দৈনিক পত্রিকায় চোখ বুলিয়ে নিতে হবে। সবার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

Wednesday 9 January 2019

চাকরির পড়াশুনায় ভাল করার ১০টি কৌশল

চাকরির পড়াশুনায় ভাল করার ১০টি কৌশল :

১। প্রতিদিন একটি নির্ধারিত সময় ধরে পড়াতে হবে। যেমন ৪ঘন্টা/৫ঘন্টা/বেশি। যে করেই হোক কমপক্ষে নির্ধারিত সময়টুকু প্রতিদিন পড়তে হবে।
.
২। নির্ধারিত সময় ঠিক রাখার জন্য প্রয়োজনে যাত্রাপথেও পড়তে হবে। যেমন: বাসে, ট্রেনে...ইত্যাদি। প্রতিদিন নির্ধারিত সময়ের টার্গেট শেষ করে অতিরিক্ত সময় পড়ার চেষ্টা করতে হবে।
.
৩। একনাগাড়ে বেশিক্ষণ একই সাবজেক্ট পড়াশোনা না করাই ভাল। একই সাবজেক্ট সর্বোচ্চ ২ঘণ্টা পড়তে পারেন, এরপর সাবজেক্ট পরিবর্তন করুন। সাবজেক্ট পরিবর্তন করলে,পড়ায় গতি আসে এবং মনে সন্তুষ্টি আসে।
.
৪। বইয়ের পড়াশুনায় নিবিড় মনোনিবেশ করতে হবে। সাবজেক্ট পরিবর্তন করার ফাঁকেফাঁকে যদি ইচ্ছা হয় নির্দিষ্ট সময়ের জন্য ফেইসবুকের স্টাডি গ্রুপে ঢুকতে পারেন। তবে ফেইসবুক স্ক্রল করে ভিডিও দেখা কিংবা আজেবাজে খবর পড়া থেকে অবশ্যই বিরত থাকবেন।
.
৫। সাবজেক্টভিত্তিক ছোট ছোট লক্ষ্য তৈরী করলে ভাল হয়।যেমন: কোনো একটি সাবজেক্ট এর কোনো একটি অধ্যায় কত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছেন তা আগে থেকেই লক্ষ্য স্থির করে নেয়া। এতে পড়ায় গতি আসে।
.
৬। মুখস্থ নয়, বুঝে বুঝে পড়তে হবে। অনেকেই আছেন কোনো একটি বিষয় না বুঝেই অন্ধের মতো মুখস্থ করে ফেলেন। এতে পরীক্ষা দিতে গিয়ে মনে করতে পারেন না এবং পরীক্ষায় দিয়ে আসতে পারেন না। তাই বুঝে পড়তে হবে।
.
৭। বিভিন্ন সোর্স থেকে পড়তে হবে। বুঝে বুঝে পড়ার একটি চমৎকার উপায় হচ্ছে একই টপিক বিভিন্ন সোর্স থেকে পড়া। এই ক্ষেত্রে ইন্টারনেট দারুণ ভুমিকা রাখে। ইন্টারনেটে সার্চ দিয়ে প্রায় অধিকাংশ তথ্যই পাওয়া যায়।
.
৮। কারো সাথে শেয়ার করে পড়তে পারেন। এতে ভুল তথ্য পড়া থেকে মুক্তি লাভ করা যায়। পড়া শেয়ার করার ক্ষেত্রে ফেইসবুকের স্টাডি গ্রুপগুলো ভাল স্থান।
স্টাডি গ্রুপে লেখা শেয়ার করলে, গ্রুপের সদস্যগণ কমেন্ট করে ভুল ধরিয়ে দেয়।
.
৯। আপনার থেকে ছোটো কাউকে শেখাতে পারেন।এতে একটা বিষয় আপনার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে। আশেপাশে কেউ না থাকলে, ফেইসবুকের স্টাডি গ্রুপের মাধ্যমে অন্যদেরকে শিখাতে পারেন।
.
১০। মোবাইল ফোন যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। প্রিয় মানুষ যেমন: মা-বাবার সাথে একটি নির্ধারিত সময়ে ফোন করবেন (তবে জরুরি বিষয়ে যেকোনো সময়)। 

Thursday 12 July 2018

আসছে ৪০তম বিসিএস, নেওয়া হবে ২ হাজার


একটি বিশেষ বিসিএসের পর এবার আসছে ৪০তম বিসিএস। এটি সাধারণ বিসিএস হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, খসড়া চূড়ান্ত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসি মনে করছে, এই বিসিএসেও আবেদন তিন লাখ ছাড়িয়ে যেতে পারে।
পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ আগস্ট এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা নেওয়ার পরই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪০তম বিসিএসের জন্য তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় ২ হাজার ক্যাডার নিয়োগের শূন্য পদ পেয়েছে। সেই তালিকা তারা পিএসসিতে পাঠিয়ে দিয়েছে। এখন পিএসসি সেটির ওপর নির্ভর করে ৪০তম বিসিএস পরীক্ষার আয়োজন করবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭৫ জন, পররাষ্ট্রে ২৫, ইকোনমিক ক্যাডারে ৪৫, কর ক্যাডারে ২৪ জন, অডিটে ২২, শিক্ষায় দুই শতাধিক, আনসারে ১২। এ ছাড়া দীর্ঘদিন পর কাস্টমস ক্যাডারে ৩২ জন ক্যাডার নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় দুই হাজার। এ সংখ্যা আরও বাড়তে পারে।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘আমরা ৪০তম বিসিএস নিয়ে কাজ করছি। এখন ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। এই পরীক্ষা শেষ হলে আমরা ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে ও পত্রিকায় প্রকাশ করব।’
মোহাম্মদ সাদিক বলেন, সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসেও লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।
পিএসসি সূত্র জানায়, আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। পিএসসি মনে করছে, সরকারি চাকরি, বিশেষ করে বিসিএসের ক্ষেত্রে তরুণদের আগ্রহ আগের থেকে বেড়েছে। তাই ৩৮তম বিসিএসে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। ৩৮তম বিসিএসের মতোই ৪০তম বিসিএসেও আবেদন তিন লাখ ছাড়িয়ে যেতে পারে।
বিসিএসে আবেদন বেশি হওয়ার কারণ জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরিতে বেতন বেড়েছে বলে এর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই আবেদনও বেশি জমা পড়ছে।’ 

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। এ বছরের ২৫ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
এ ছাড়া ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩৯তম বিসিএসে প্রায় ৪০ হাজার প্রার্থী আবেদন করেছেন। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে

Saturday 5 May 2018

Clause নিয়ে ভাবনা , আর না আর না । Clause নিয়ে চিন্তার দিন শেষ।

Clause নিয়ে ভাবনা , আর না আর না । Clause নিয়ে চিন্তার দিন শেষ।
.
Clause & phrase identification
৩৬তমতে ১টি, ৩৭তমতে এসেছিল ২ টি, ৩৮ তমতে ১ টি। গাইডবই বা প্রচলিত নিয়মে উত্তর করতে সময় লাগে অনেক। খুব সহজে তারাতারি clause নির্ণয়ের জন্য বের করেছিলাম একটা সহজ পন্থা। ৩৭ তম ও ৩৮তম বিসিএস প্রিলির আগে পোস্ট করেছিলাম,৩৯/৪০ এ যদি কারো কাজে লাগে।
মাত্র তিনটা ধাপ ধারবাহিক ভাবে এপ্লাই করুন আর ইংরেজি clause নির্ভুলভাবে ২০-৩০ সেকেন্ডে নির্ণয় করুন।
স্টেপ১:
পরীক্ষায় আসা Underlined clause এর ভিতরে যা ইচ্ছে থাকুক,আঙ্গুল দিয়ে বন্ধ করে ফেলুন।এবার বাকি অংশ পড়ুন। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হচ্ছে কি? যদি হয় অর্থাৎ underlined clause ছাড়াই বাক্য অর্থপূর্ণ হচ্ছে তখন বুঝবেন Underlined clause টি ছিল Adverb clause.
e.g.
a)"As he is ill" he cannot walk fast.
b)I shall go "where he lives"
এখানে ইনভার্টেড কমার Clause টি adverbial clause।
স্টেপ ২:
প্রদত্ত প্রশ্নটি উপরের নিয়মের মধ্য না পড়লে অর্থাৎ বাকি অংশ দিয়ে কোন অর্থপূর্ণ বাক্য যদি না হয় তাহলে Underline-কৃত Clause-এর ঠিক সামনের word টি দেখুন।যদি underlined clause এর ঠিক সামনের word টি যদি Noun হয় তবে clause টি অবশ্যই Adjective clause হবে। আর যদি verb হয় স্টেপ ৩ তে যেতে হবে।
e.g.
a)This is the place "where I was born"(adj. clause)
স্টেপ ৩:
underlined clause টির সামনের Word টি verb হলে সম্পূর্ণ clause টি বাদ দিয়ে সেখানে "IT" বসিয়ে এবার বাক্য পড়ুন।It সহ নতুন বাক্যটি অর্থপূর্ণ পেলে clause টি noun clause।(এছাড়া adjective এর পর clause থাকলে সেটিও noun clause,)আর It দ্বারাও অর্থপূর্ণ নাহলে অর্থাৎ মনের ভাব প্রকাশ না পেলে clause টি Adverb clause.
e.g.
a)I know "that he was passed".(noun clause).
b)We read "that we may learn"((noun clause)
মোদ্দাকথাঃ
Clause identification এ clause এর ভিতরের অংশ পড়তে গেলে সময় লাগবে,জটিল হবে ভুল করতে পারেন।clause এর সামনে বা পরের Word দেখুন সহজ হয়ে যাবে।
এবার বই দেখুন আর প্র্যাকটিস করুন।
Phrase আরেকদিন হবে।

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়
তিন সরাও
তার মানে শ,ষ,স,র,ও,রেফ এগুলোর পরে অবশ্যই বিসর্গ সন্ধি হবে।
যেমন- অাবিষ্কার=অাবিঃ+কার
ষ অাছে তাই বিসর্গ সন্ধি হবে
ব্যাকরণের যেকোনো টপিকস্ বুঝতে অসুবিধা হলে কমেন্ট এ জানাবেন
যুগান্তকারী টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে
জ্ঞান যত সম্ভব শেয়ার করুণ, অাপনার বেড়ে যাবে ততগুণ যতগুণ শেয়ার করবেন
গুড লাক অল

Sunday 11 March 2018

বিশ্ব জনসংখ্যা আদমশুমারি

🐸বিশ্ব জনসংখ্যা প্রকল্পের আওতায় ২৮ ডিসেম্বর ২০১৭ যুক্তরাষ্ট্রের আদমশুমারি অফিস ২০১৮ সালের শুরুতে বিশ্বের ১০ জনবহুল দেশের নাম প্রকাশ করে। তালিকা অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা ৭৪৪,৯৬,৪৩,৮৫৩ জন।বিশ্বের শীর্ষ জনবহুল দেশ: 
Image result for population
🔮দেশ---------         -জনসংখ্যা (জন)
১। চীন-------           ১৩৮,৪৬,৮৮,৯৮৬
২।ভারত-----       ১২৯,৬৮,৩৪,০৪২
৩।যুক্তরাষ্ট্র --      ৩২,৯২,৫৬,৪৬৫
৪।ইন্দোনেশিয়া ---     ২৬,২৭,৮৭,৪০৩
৫।ব্রাজিল ---২০,৮৮,৪৬,৮৯২
৬।পাকিস্তান --২০,৭৮,৬২,৫১৮
৭।নাইজেরিয়া -- ১৯,৫৩,০০,৩৪৩
৮।বাংলাদেশ-- ১৫,৯৪,৫৩,০০১
৯।রাশিয়া ------ ১৪,২১,২২,৭৭৬
১০।জাপান----১২,৬১,৬৮,১৫৬ জন

Saturday 4 November 2017

সিরিয়াসলি যারা বিসিএস ক্যাডার হতে চান তাদের উদ্দেশ্য

সিরিয়াসলি যারা বিসিএস ক্যাডার হতে চান তাদের উদ্দেশ্য:
আপনি মানলেও সত্য, না মানলেও সত্য যে, প্রেম-পিরিতি বড়ই প্যারাদায়ক। এই প্যারা সর্বোচ্চ পর্যায়েই পৌঁছাবে আপনার বিসিএস প্রস্তুতির সময়। প্যারাময় আর সার্বক্ষণিক অস্থিরতার এই প্রেম-পিরিতির জটিল সম্পর্ককে টিকিয়ে রেখে প্রস্তুতি নিতে পারবেন হয়তো, কিন্তু, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোটা বহু কষ্টের হবে, অনেকের জন্য অসম্ভব হয়ে যাবে।
পার্থিব একটা নিয়মই হলো, ভালো লক্ষ্যে পৌঁছাতে গেলে তার মূল পরীক্ষাসহ পারিপার্শ্বিক আরো অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অধিকাংশ মানুষই পারিপার্শ্বিক পরীক্ষার দ্বন্দ্বে মূল পরীক্ষায় অকৃতকার্য হয়।
বিসিএসের ক্ষেত্রেও প্রিলি-রিটেন-ভাইভার পাশাপাশি বাস্তব জীবনের অনেক পারিপার্শ্বিক পরীক্ষা আসবে।
সেই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক পরীক্ষা হচ্ছে প্রেম-পিরিতি ঘটিত সম্পর্ককেন্দ্রিক জটিলতা!
অন্যসব জটিলতাকে আপনার ঐকান্তিক চেষ্টায় কাটিয়ে উঠতে পারলেও প্রেম-পিরিতির ঝামেলাটা সহজে কাটাতে পারবেন না। আপনি নিশ্চিত চরম ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কারণ, এখানে দুটি জীবনসহ দুটি পরিবার জড়িত থাকে। মানসিক অস্থিরতা নিয়ে আর যাই-ই হোন না কেন বিসিএস ক্যাডার হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে।
আমার দেখা অসংখ্য ছাত্র-ছাত্রী চরম মেধাবী এবং ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও ক্যাডার হতে পারেনি। পরীক্ষার রাতেও আমি অনেককে ফোনে ঝগড়া করতে দেখেছি চরম উত্তেজিত অবস্থায়। ওরা পারেনি।
বিষয়টা একটু ভাবুন। একান্ত ব্যক্তিগত বিষয়ে সবাই সেনসিটিভ হয়।
যাহোক, সমাধানের ব্যাপারে দুটো কথা বলি।
#সমাধান_এক: কোনোভাবে সম্ভব হলে সম্পর্কটির আপাতত ইতি টানুন। আপনার ভালবাসার মানুষটি আপনার জন্য নির্ধারিত হলে জীবনসঙ্গী হিসেবে যেকোনভাবেই দিনশেষে তাকেই পাবেন।
সম্পর্কের ইতি টানায় কিছুদিন খারাপ লাগলেও সময় সব ঘা শুকিয়ে দেবে।
#সমাধান_দুই: বিসিএস ক্যান্ডিডেটরা অনার্স-মাস্টার্স শেষ করা জনশক্তি, বিয়ের বয়স সবারই হয়েছে! কোনোভাবে সম্ভব হলে ভালবাসার মানুষটিকে বিয়ে করে ফেলুন। তাতে দায়িত্বের চাপে, কিছু করার তাড়নায় আপনার পেছনে রকেটের মতো আগুন জ্বলবে। আল্লাহ্ চাইলে আপনি অন্যদের চেয়ে অল্প সময়েই গন্তব্যে পৌঁছাবেন ইনশা-আল্লাহ্।
এক্ষেত্রে আপনি হয়তো সমাজের তিরস্কারের কথা ভাববেন। ঘাবড়াবেন না। সমাজের কথা ভেবে আপনি কখনো আপনার সিদ্ধান্তে পিছপা হবেন না। এই সমাজ আপনাকে শুধু টেনে নিচে নামানোর চেষ্টা করবে, কখনো ঠেলে উপরে উঠাবে না। আর সমাজ একটা আপেক্ষিক বিষয়। যে সমাজ আজ আপনার নিন্দায় মত্ত থাকবে, ঐ সমাজই আপনার সফলতায় হৈ চৈ শুরু করবে, আপনাকে নিয়ে গর্ব করবে।
আপনাকে নিয়ে তিরস্কার-নিন্দা-সমালোচনাই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে যদি চ্যালেঞ্জটা নিতে পারেন।
আর একটা কথা। জীবন শুধু বিসিএস ক্যাডার হওয়াতেই সীমাবদ্ধ নয়। এর আরো অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। নিজের মন-প্রাণ উজাড় করে ভালবাসার মানুষটিকে হারিয়ে ফেললে অনেক প্রভাবশালী বিসিএস ক্যাডার হয়েও জীবনটা আপনার পানসে হয়ে যাবে!
জীবন আপনার, সিদ্ধান্তও আপনার।
আমার কথাগুলোর সাথে আপনার দ্বিমত থাকা স্বাভাবিক। আর সবার জীবনের ঘটনাপ্রবাহও এক না।
সব প্রেম-পিরিতিও এক না। আমি এরকম অসংখ্য সফলতা-ব্যর্থতা খুব কাছে পর্যবেক্ষণ করেছি। অনেকে তাদের জীবনের ঘটনা আমার কাছে শেয়ার করে সমাধানের ব্যাপারে পরামর্শ চেয়েছে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
অনেকের সমস্যা এতো জটিল হয়েছে যে, তা সমাধান করে তার লক্ষ্যে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময় আর হাতে নাই। তাই সময় থাকতে জেগে উঠুন, ভাবুন, আপনার জীবনের নিয়ন্ত্রণ কিছুটা হলেও আপনার হাতে নিয়ে নিন।
আর একটি কথা। অনেকে বলবেন, যা হবার তা হবে, সবই আল্লাহ্'র হাতে!
ভাই, সবই আল্লাহ্'র হাতে থাকলে আর হাশর-কেয়ামত-বিচার-মিযান-পুলসিরাত-জান্নাত-জাহান্নামের ব্যাপার থাকতো না। পৃথিবীতে মানুষ তার কাজ-কর্ম-মতামতের জন্য কিছুটা স্বাধীন বলেই আখিরাতে মানুষের বিচার-আচার হবে।
যাহোক, আমার ক্ষুদ্রজ্ঞানে অনেক কথা বললাম। আপনাদের জানাশোনার কাছে আমি কিছুই না।
ভুল হলে ক্ষমা করবেন।
আপনাদের শুভকামনায়-
কৃষিবিদ ইমরান আহমদ
৩৬তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

Saturday 9 September 2017

সাধারন জ্ঞান টেকনিক

সাধারন জ্ঞান টেকনিক( নিরক্ষর মুক্ত বাংলাদেশের জেলা কয়টি ও কি কি) By Rain's Education World part-1


Saturday 5 August 2017

Success doesn't come automatically.- পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।

পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।
প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই, বেচে থাকাটা
মূল্যহীন হয়ে যাওয়া নয়। এক দরজা থেকে ফিরিয়ে
দেয়ার মানেই, সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ,
জীবনের খেলায় কেউ দু-চার দিনে অল-আউট হয় না।
লাইফের টিভি সিরিয়াল, আট-দশটা এপিসোড হয়েই
বন্ধ হয়ে যায় না। এক সাবজেক্ট বা এক
সেমিস্টারের রেজাল্ট দিয়ে অনার্স-মাস্টার্সের
ওভারঅল সিজিপিএ নির্ধারিত হয় না।
.
তোমার ব্যর্থতার মানে, তোমার ভুল শুধরানোর
সুযোগ। তোমার পিছিয়ে পড়ার মানে, স্কিল
ডেভেলপ করতে উদ্বুদ্ধ করা। তোমাকে ধোঁকা
দেয়ার মানে, বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ
দেয়া। পরীক্ষায় বাম্বু খাওয়ার মানে, পড়ালেখার
ব্যাপারে সিরিয়াস হতে সতর্ক করে দেয়া। চাকরির
ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার মানে, পরের
ইন্টারভিউর জন্য ১০গুন ভালো প্রিপারেশন নিতে
ইঙ্গিত দেয়া।
কোদাল খুঁজে না পাওয়ার মানে, একটু বেশি কষ্ট
করে ছুরি বা গাছের ডাল দিয়েও মাটি খোঁড়ার
ডেডিকেশন আছে কিনা যাচাই করা। উঠানের গাছ
মরে যাওয়ার মানে, খালের পাড়ে-নদীর ধারে চারা
লাগাতে উৎসাহ দেয়া।
.
জীবনে ধোঁকা খাওয়া, বোকা হওয়া- সমস্যা না।
পরীক্ষার লাড্ডু পাওয়া, ছ্যাঁকা খাওয়াও- সমস্যা
না। সমস্যা হচ্ছে- সাময়িক ব্যর্থতা দেখে দমে
যাওয়া। আশানুরূপ ফল না দেখে, রাস্তা ছেড়ে
দেওয়া। ক্লান্ত হয়ে লক্ষ্য ভুলে যাওয়া। দৌড়ে যে
প্রথম হচ্ছে তার সাথে নিজেকে তুলনা করে হতাশ
হয়ো না। বরং তুমি দৌড়ে ২০তম হইলে তোমার
কম্পিটিশন হবে ১৯তম এর সাথে। তাকে পিছনে
ফেলাতে পারলে ১৮তম এর সাথে টেক্কা দিবে।
এইভাবে এক এক করে সামনে এগুতে পারলে, যখন
প্রথম তিন-চার জনে আসবে তখন ১ম জনের সাথে
নিজেকে তুলনা করবে।
.
শুনো, তোমার বাসায়, পকেটের টাকায়, মনের
জানালায় হাজারটা সমস্যা থাকতে পারে। রাতের
গরমে, ছারপোকার কামড়ে তোমার জীবন অতিষ্ঠ
হয়ে উঠতে পারে। তোমার বন্ধুদের প্রেমিকাসহ
ফুচকা খাওয়ার ছবি দেখে তোমার অন্তর হাহাকার
করে উঠতে পারে। তবে আজকের দিনটা চলে গেলে,
ক্যালেন্ডারের পাতাটা উল্টে গেলে, পাওয়া-না
পাওয়ার হিসেব কিন্তু লেখা হয়ে যাবে। জীবন
বেশি উপভোগ করতে গিয়ে, অনুশোচনা করো না।
এক্সট্রা মজা নিতে গিয়ে, এক্সট্রা সাজা জুটিয়ে
ফেলো না। আনন্দ আর ইফোর্ট এর মধ্যে ব্যালেন্স
রাখো। একদিন রিলাক্স করে, আড্ডা মেরে, ছয়দিন
ফুল স্পিডে কাজ করার এনার্জি সঞ্চয় করো। লেগে
থাকো। দেখবে, শত শত লাত্থি উষ্ঠা খেয়েও ঠিকই
ঘুরে দাড়িয়ে গেছ।
Best of Luck.

৩৮তম বি সি এস প্রিপারেশন

বাংলা_সাহিত্য


ভাষা অান্দোলন ভিত্তিক নাটক,ছোটগল্প, উপন্যাস *নাটক
কবর=মুনীর চৌধুরী*ছোটগল্পএকুশের গল্প=জহির রায়হান*উপন্যাসঅারেক ফাল্গুন=জহির রায়হানঅার্তনাদ=শওকত ওসমাননিরন্তর ঘণ্টাধ্বনি =সেলিনা হোসেন*সম্পাদিত গ্রন্থএকুশে ফেব্রুয়ারি =হাসান হাফিজুর রহমান*কবিতাকাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি=মাহবুব-উল-অালম চৌধুরী*চলচ্চিএজীবন থেকে নেওয়াlet there be light জহির রায়হানx

বিষয় :- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি। [400টি স্পেশাল এমসিকিউ] পর্ব :- 01 [আজ 00--50 পর্যন্ত] টাটকা মুখস্থ করে রাখবেন সবাই।

মো সাহেদুর রহমান সাহেদ ।
১. তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২. ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩. বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই-
ইনফরমেশন
৪. তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫. তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে
যুক্ত – তথ্য প্রযুক্তি
৬. ICT in Education Program প্রকাশ করে –
UNESCO
৭. কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮. তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে –
কম্পিউটার
৯. কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০. মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২. সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
১৩. Radio Communication System এ ব্রডকাস্টিং –
৩ ধরণের
১৪. PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫. দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭. ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮. ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯. ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০. ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১. NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২. ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯
সালে
২৪. ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায়
৫কোটি ২২লাখ (৩২%)
২৬. ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়
১৯৬৯-১৯৮৩
২৭. টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮. “Global Village” ও “The Medium is the
Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান
(১৯১১-১৯৮০)
২৯. The Gutenberg : The Making Typographic
Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০. Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪
সালে
৩১. বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান
প্রদান
৩২. বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩. কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণম
ূলক কাজ করা যায়
৩৪. বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার –
ওয়েবসাইট
৩৫. EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬. অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে
বলে – অফিস অটোমেশন
৩৭. IT+Entertainment = Xbox
৩৮. IT+Telecommunication = iPod
৩৯. IT+Consumer Electronics= Vaio
৪০. কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের
কম্পিউটারে
৪১. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা
হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২. রোবটের উপাদান- Power System, Actuator,
Sensor, Manipulation
৪৩. PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪. খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায়
শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫. নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা
ল্যারি
৪৬. মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭. চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮. MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource
Planning
৪৯. UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০. GPS এর পূর্ণরুপ – Global Positioning System
ধন্যবাদ সবাইকে
মো সাহেদুর রহমান সাহেদ।

About Bangladesh

# বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত ?
উ: ১৬০২ মার্কিন ডলার ।
# বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার কত?
উ: ১২.১ % । দারিদ্র্যের হার -- ২৩.৫ % ।
# জিডিপিতে প্রবৃদ্ধির হার কত ?
উ: ৭.২৪ % ।
# মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান কত ?
উ: ১৩৯ তম ।
# বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ?
উ: ১.৩৭ % । মোট জনসংখ্যা - ১৬.১৭ কোটি ।
# বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার কত ?
উ: ৬২.৭ % ।
# বাংলাদেশে মোট কতটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে ?
উ: ৩৮ টি ।
# বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত ?
উ: ৭০.৯ বছর । পুরুষের ৬৯.৪ বছর এবং নারীদের ৭২ বছর ।
# ২০১৬ - ১৭ অর্থবছরে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ?
উ: ৩৯৬.৮৮ লক্ষ মেঃটন ।
# দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার কত ?
উ: ১.৮১ % ।
# দেশে ডাক্তার প্রতি জনসংখ্যা কত ?
উ: ২৬২৮ জন ।
# বাংলাদেশে কয়টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে ?
--- ৭৬ টি । সরকারি - ৫৬ টি এবং বেসরকারি ২০ টি ।
# দেশে বর্তমানে গড় মুদ্রাস্ফীতির হার কত ?
উ: ৫.৫ % ।
# বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ?
উ: ৩২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার ।
# বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স কত ?
উ: ৯১৯৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার ।
# ২০১৬- ১৭ অর্থবছরে দেশে রপ্তানি আয় হয়েছে কত ?
উ: ২৫৯৪৬.০২ মিলিয়ন মার্কিন ডলার ।
# ২০১৬ - ১৭ অর্থবছরে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে কত ?
উ: ২,৩৩২ মিলিয়ন মার্কিন ডলার ।
# জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে মোট কত টাকা বরাদ্দ রাখা হয়েছে ?
উ: ৩,১০০ কোটি টাকা ।
# বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার কত ?
উ: ১৯,৫৬,০৫৬ কোটি টাকা ।
# বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত ?
উ: ১৪.৭৯ % ।
# সেবা খাতের অবদান - ৫২.৭৩ %
# শিল্প খাতের অবদান - ৩২.৪৮ % ।
# ২০১৬-১৭ অর্বথছরে দেশে মোট বিনিয়োগ হয়েছে কত কোটি টাকা ?
উ: ৫,৯২,০৭৪ কোটি টাকা ।
# দেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ?
উ: ৮০ ভাগ ।
# দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত ?
উ: ১৩,১৭৯ মেগাওয়াট ।
# বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কতটি ?
উ: ২৭ টি ।
# দেশে মোট প্রকৃত গ্যাসের উৎপাদন কত ?
উ: ১৪.৩৮ ট্রিলিয়ন ঘনফুট । উত্তোলনযোগ্য - ১২.৭৪ ট্রিলিয়ন ঘনফুট ।
# বাংলাদেশে মোট জ্বালানি তেলের মজুদ রয়েছে ?
উ: ১২.২১ লক্ষ মেট্রিক টন ।