Pages

Showing posts with label বিসিএস পড়াশোনা. Show all posts
Showing posts with label বিসিএস পড়াশোনা. Show all posts

Friday 4 October 2019

প্রাইমারী স্পেশাল: জেনে রাখুন কাজে আসবে

#প্রাইমারী স্পেশাল: জেনে রাখুন কাজে আসবে
....
১/ধাতু কয় প্রকার-৩
২/বাংলা উপসর্গ কয়টি- ২১
৩/তৎসম উপসর্গ কয়টি-২০
৪/ফারসি উপসর্গ কয়টি-১০
৫/সমাস কয় প্রকার-৬
৬/বহুব্রীহি সমাস কয় প্রকার-৮
৭/তৎপুরুষ সমাস কয় প্রকার-৯
৮/কর্মধারয় সমাস কয় প্রকার-৪
৯/বাংলা ভাষায় বচন কয় প্রকার- ২
১০/সংখ্যাবাচক শব্দ কয় প্রকার-৪
১১/বাংলা সন্ধি কয় প্রকার-২
১২/বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কয় প্রকার-৩
১৩/উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়-২
১৪/উষ্মধ্বনি কয়টি-৪( শ, স, ষ,হ)
১৫/যৌগিক স্বরজ্ঞাপক কয়টি-২ (ঔ,ঐ)
১৬/পরাশ্রয়ী বর্ণ কয়টি- ৩টি
১৭/স্পর্শধ্বনি কয়টি-২৫
১৮/বাংলাভাষায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা-৮
১৯/মাত্রহীন বর্ণের সংখ্যা-১০
২০/ পূর্ণমাত্রা- ৩২
২১/গঠন অনুসারে শব্দ কয় প্রকার-২
২২/অর্থ অনুসারে শব্দ কয় প্রকার-৩
২৩/উৎস অনুসারে শব্দ কয় প্রকার-৫
২৪/পদ প্রধানত কয় প্রকার-২ (সব্যয়, অব্যয়)
২৫/সব্যয় পদ কয় প্রকার-৪
২৬/ পদ মোট কয় প্রকার-৫
২৭/বিশেষ্য পদ কয় প্রকার-৬
২৮/বিশেষণ পদ কয় প্রকার-২
২৯/ভাব বিশেষণ কয় প্রকার-৪
৩০/বাংলা ভাষায় কয় প্রকার অব্যয় শব্দ আছে-৩
৩১/অব্যয় পদ কয় প্রকার-৪
৩২/অনুসর্গ অব্যয় কয় প্রকার-২
৩৩/ক্রিয়ার ভাব কয় প্রকার-৪
৩৪/ক্রিয়ার কাল কয় প্রকার-৩
৩৫/কারক কয় প্রকার-৬
৩৬/আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে-৩
৩৪/প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে -২টি ( উদ্দেশ্য , বিধেয়)
৩৫/গঠন অনুসারে বাক্য কয় প্রকার-৩
৩৬/আশ্রিত খন্ডবাক্য কয় প্রকার-৩
৩৭/ শব্দের ব্যবহার কয় ধরনের-২
৩৮/বাচ্য কয় প্রকার-৩
৩৯/উক্তি কয় প্রকার-২
৪০/যতি বা ছেদ চিহ্ন-১২ টি( নবম-দশম শ্রেণী)
৪১/ধাতুর গণ-২০টি
৪২/অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু-৫টি
৪৩/দ্বিরুক্ত শব্দ কয় প্রকার-৩

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ সমাধান (৩১/০৫/২০১৯) সেটকোড: ৪১৭৪

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ সমাধান (৩১/০৫/২০১৯) সেটকোড: ৪১৭৪
১। As the sun......was shining
২। অঘারাম খাঁটি বাংলা উপসর্গ।
৩। তাসের ঘর অর্থ ক্ষণস্থায়ী
৪। ১৯৭০ এর নির্বাচনে আসন ১৬৯ টি।
৫। মাত্রাহীন ১০ টি
৬। He was hanged for murder.
৭। কুসুম+ইত
৮। have you ever been to Coxes Bazar?
৯। ইইউ এর সদস্য ২৮
১০। ফিনল্যান্ড
১১। সমীচীন
১২। যুক্তরাষ্ট্র
১৩।১০৭
১৪। রবি+ইন্দ্র
১৫। i have a boat made of wood, past participle phrase?
১৬। ১২xy
১৭। পার্থক্য ৩৯
১৮। ছয় দফা ৫ ফেব্রু,১৯৬৬
১৯। Lexicographer
২০। নিত্য সমাস -দেশান্তর
২১।পুত্রের বয়স ৩০
২২। Responsible for
২৩। Antonym of unwitting is intentional
২৪। খাবার লবণ Nacl
২৫। অলীক এর বিপরীত সত্য
২৬। 4*5*0*7*1= 0
২৭। দিন যায় কথা..... উত্তরঃ অতিবাহিত
২৮। The professor........ Ans. access
২৯। Direct speech, He said, "he did the work".
৩০। বেলা অবেলা কালবেলার লেখক জীবনানন্দ দাশ
৩১। অর্থমন্ত্রী এম মনসুর আলী।
৩২। Plural of Fez is Fezes
৩৩। অতিভুজ ৫
৩৪।পানি ২ লিটার
৩৫। Treasurer island by Stevenson
৩৬। পানির স্ফুটনাঙ্ক ১০০°c
৩৭। poet of politics বঙ্গবন্ধু
৩৮। Phosphates..... Ans: Need to be added
৩৯। পাকিস্তানের বর্বরতার ছবি.... উত্তর ঃ সাইমন ড্রিং
৪০। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ ১৫০, ১০০। উত্তরঃ ১৯৮০০
৪১। ষোড়শ........ উত্তরঃ ষট্ +দশ
৪২। বিরাম চিহ্নের অপর নাম ছেদ চিহ্ন
৪৩। একটি শ্রেণির প্রতি বেঞ্চ.... ৬০
৪৪। রুপপুর পাবনা জেলায়
৪৫। Voice: By whom is this mess being created?
৪৬। Mr. Atique.... Ans. Would
৪৭। ৪০ এর পূরক কোণ ৫০
৪৮। অধিবেশন আহবান, মহামান্য রাষ্ট্রপতি
৪৯। Amenable to
৫০। x^2 +7x+p...... -60,0
৫১। পলাশী....২৩ জুন
৫২। The Feminine of Ram is Ewe
৫৩। জোয়ার ভাটায় চাঁদের আকর্ষণ
৫৪। x^3-y^3 = 4
৫৫। ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক....উত্তর, ১৩ বছর
৫৬। কোণের অনুপাত ১ঃ২ঃ৩, উত্তর, সমকোণী
৫৭। পাটের জীবন রহস্য...মাকসুদুল আলম
৫৮। ০,১,২,৩.... বিয়োগফল ২১৮৭
৫৯। x:y =8:3
৬০।. Pural is Bureaux
৬১। শুদ্ধ বানান আসক্তি
৬২। Correct spelling is irresistible
৬৩। Countable form is Laugh
৬৪। উদ্ভিদ খাদ্য.... সালোকসংশ্লেষণ
৬৫। ২,৪,৭
৬৬। ইতিহাস রচনা... ঐতিহাসিক
৬৭। বৃত্তের ক্ষেত্রফল ১৬... উত্তর : ব্যাসার্ধ ৪ মিটার
৬৮। কিরণ এর সমার্থক নয় রবি
৬৯। সমুদ্রসীমা নেই... নেপাল
৭০। অক্ষির সমীপে... সমক্ষ
৭১। ঢাবি, ১৯২১
৭২। ভাষার মূল উপকরণ বাক্য
৭৩। বাহু ৪,৫,৩, উত্তর, ক্ষেত্রফল ৬
৭৪। চাকা ৩৬০ ডিগ্রি
৭৫। হাট-বাজার, সমার্থে দ্বন্দ
৭৬। স্কাউট ব্যাডেন পাওয়েল
৭৭। বিরোধিতা চীন ও যুক্তরাষ্ট্র
৭৮। supersede
৭৯।শুদ্ধ: আমার বড় দুরবস্থা
৮০। আমি, আমরা, ব্যাক্তিবাচক

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
১.জনসংখ্যা (২০১৮, প্রাক্কলিত)-১৬৩.৭ মিলিয়ন
২. জনসংখ্যা বৃদ্ধির হার,২০১৭- ১.৩৭%
৩. পুরুষ-মহিলা অনুপাত,২০১৭- ১০০.২
৪.জনসংখ্যার ঘনত্ব/বর্গ কিমি - ১১০৩ জন
৫. স্থূল জন্মহার (১০০০ জনে) - ১৮.৫
৬.স্থূল মৃত্যুহার (১০০০ জনে) - ৫.১
৭. এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার (১০০০ জনে)- ২৪
৮. প্রত্যাষিত গড় আয়ুষ্কাল, ২০১৭ - ৭২ বছর
(পুরুষ - ৭০.৬, মহিলা - ৭৩.৫)
৯. ডাক্তার ও জনসংখ্যার অনুপাত - ১ঃ ১৭২৪
১০. স্বাক্ষরতার হার - ৭২.৩%
(পুরুষ- ৭৪.৩, মহিলা- ৭০.২)
১১. দারিদ্র্যের হার - ২১.৮% ১২. চরম দারিদ্র্যের হার- ১১.৩%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়(মা: ডলারে)- ১৯০৯
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি(মা: ডলারে)- ১৮২৭
১৫. স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার -৮.১৩
১৬. মোট শ্রমশক্তির শতকরা হারঃ
(ক) কৃষি-৪০.৬
(খ) শিল্প - ২০.৪
(গ) সেবা- ৩৯
১৭. মূল্যস্ফীতি গড়(জুলাই-মার্চ,২০১৯)­- ৫.৪৪
১৮. মোট ব্যাংকের সংখ্যা- ৫৯ ক. রাষ্ট্র মালিকানাধীন - ৬ খ. বিশেষায়িত- ৩
গ. বেসরকারি- ৪১
ঘ. বৈদেশিক-৯
ঙ. আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত) -৩৪
১৯.খাত সমূহের অবদানঃ
ক. কৃষি- ১৩.৬০*
খ. শিল্প- ৩৫.১৪
গ. সেবা- ৫১.২৬

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা।

যোগ্যতা-
মানবিক বিভাগের জন্য HSC+SSC (7.00)
বানিজ্য HSC+SSC (7.50)
বিজ্ঞান (8.00)
বিশেষ দ্রষ্টব্য - এইচ এস সি পরিক্ষায় সকল সাবজেক্টে নুন্যতম ৩.০০ তথা B গ্রেড থাকতে হবে নতুবা আবেদন করা যাবে না।
আরো একটি লাইন সংযুক্ত করা হয়েছে যে
অর্থনীতিতে B গ্রেড ও গনিতে এ গ্রেড থাকতে হবে। তবে একটু অপেক্ষা করতে হবে যে আসলেই গনিতে এ গ্রেড এর নিচে আবেদন করা যাবে কি না। গনিতের রিকুয়ারমেন্ট কোনভাবে ই গ্রহনযোগ্য নয় কারণ D ইউনিট থেকে সাইন্স এর স্টুডেন্ট কখনো বিজ্ঞানের সাবজেক্ট পাবে না সুতরাং এ তথ্যটি হয়ত অন্য কিছু মিন করতেছে কাল ব্যাপারটি ক্লিয়ার করব।
প্রশ্ন প্যাটার্ন
এম সি কিউ ৭৫ মার্কস ৫০ মিনিট।
বাংলা-১৬*১.২৫-২০
ইংরেজী-১৬*১.২৫-২০
জিকে-৩৫
পাশ মার্ক - ৩০
এম সি কিউ তে পাশ না করলে লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হবে না।
লিখিত অংশ
বাংলা-১৫
ইংরেজী-১৫
জিকে(বিশ্লেষনধর্মী)-১৫
বিশ্লেষণ ধর্মীটা আবার কি?
কিছুই না মনে কর কোন একটা ঘটনার পটভুমি বা কারণ কিংবা যা ই হোক এগুলা নিয়া ২/৫ লাইন লিখতে বলা হবে।।
বি দ্র - সাধারণ জ্ঞানের MCQ অংশে মাধ্যমিক গনিত ও আইসিটি থেকে প্রশ্ন আসবে।
একদম ই চিন্তা করার কিছু নেই, আসলে এখন থেকে ই বিসিএস এর জন্য তোমাদের প্রস্তুত করতেছে ঢাবি 😀
খুব সহজ সহজ কিছু গনিত দিবে যা তোমরা SSC তে করে এসেছ। ঐ মৌলিক সংখ্যা, পুর্ন সংখ্যা,ল সা গু, গ সা গু, জোড় বিজোড় এগুলাই।
কেউ না পরলেও এগুলা পারবা।
আইসিটি নিয়া কি কারো সমস্যা হবে?
ভাই তুই কি HSC পাশ করছস?
বাকি দেখে লেখে পাশ করছ?
আইসিটি তে আহামরি কঠিন কিছু হবে না সুতরাং কমেন্ট এর ঝড় না তুলে বাংলা ইংরেজি GK পড়।
পাশ মার্ক আলাদা আলাদা( MCQ)
Bangla - 06
English -06
Gk-12
Total- 30 পেতে হবে MCQ অংশ।
লিখিত অংশে আলাদা পাশ নেই।
টোটাল ৪৫ এ ১২ পেতে হবে।
এবং সব কিছু মিলিয়ে ৪৮ পেলে D ইউনিটের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ।

বিসিএস+ব্যাংক প্রিলি প্রস্তুতি

বিসিএস+ব্যাংক প্রিলি প্রস্তুতি
শব্দের অর্থঃ
--------------
গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ,পড়া থাকলে যেকোন পরীক্ষায় কাজ দিবে:
১) সালতি-- ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ-- সন্ধ্যা
৩) কূপমণ্ডূক-- কুনোব্যাঙ
৪) আহব-- যুদ্ধ
৫) সওগাত-- উপহার
৬) হোমাগ্নি-- আগুন
৭) মুঢ়োতা-- কুসংস্কার
৮) বামেতর-- ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য--নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ--ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান-- বালিশ
২৬) অনীক-- সৈনিক
২৭) উপরোধ-- অনুরোধ
২৮) শুখো--অনাবৃষ্টি কিন্তু হাজা - অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক - নকলবাজ
৩০) শীকর -- বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ--লাল পদ্ম।
৩২) নীর--পানি কিন্তু নীড়--পাখির বাসা
৩৩) মক্ষিকা--মাছি।
৩৪) পাণি--হাত।
৩৫) ওদন - অন্ন, খাবার
৩৬) সমীরণ--বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা--কলা
৩৯) পনস-- কাঁঠাল
৪০) বুধ--জ্ঞানী
৪১) তাঞ্জাম--পালকি
৪২) আকাল -- দুর্ভিক্ষ।
৪৩) মার্জার -- বিড়াল।
৪৪) অভিনিবেশ -- মনোযোগ।
৪৫) নির্মোক -- সাপের খোলস।
৪৬) শ্বশ্রু - শাশুড়ি কিন্তু শ্মশ্রু --গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম - গতিশীল ।
৪৮) বহুব্রীহি - বহু ধান।
৪৯) অপলাপ - অস্বীকার
৫০) কিরীট - মুকুট কিন্তু কিরীটিনী - মুকুট ভূষিত।
৫১) কৌমুদি - জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ - এই রকম কিন্তু তাদৃশ - সে রকম।
৫৪) বারীন্দ্র - সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী - গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট-- মুরগী।
৫৯) বেসাতি - কেনা বেচা।
৬০) অরবিন্দ -- পদ্ম
৬১) মকর - সমুদ্র।
৬২) নীপবৃক্ষ - কদম গাছ।
৬৩) রসাল - আম।
৬৪) বারিধি - সমুদ্র।
৬৫) আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান - মাছ।
৬৭) ওয়াগণ - মালগাড়ি।
৬৮) আরক্ত - লালচে।
৬৯) বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট - দাঙ্গা।
৭১) আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার-- আপ্যায়ন।
৭৩) বহিত্র - নৌকা।
৭৪) দামিনী - বিদ্যুৎ।
৭৫) জলধি - সমুদ্র।
৭৬) বিবর্ধন - উত্তেজনা।
৭৭) বিরাগী - উদাসীন।
৭৮) বীচী - তরঙ্গ।
৭৯) খপোত - উড়োজাহাজ।
৮০) রাতুল - লাল।
৮১) উর্ণনাভ - মাকড়সা।
৮২) নির্বন্ধ - বিধান।
৮৩) শম্বর - হরিণ।
৮৪) গোকুল - গরু জাতি।
৮৫) মকমক - ব্যাঙের ডাক।
৮৬) পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
৮৭) অভিধান- শব্দার্থ।
৮৮) গবাক্ষ - জানালা।
৮৯) মার্তন্ড - সূর্য।
৯০) অনল--আগুন কিন্তু অনিল--বাতাস
৯১) পাবক-- আগুন কিন্তু পবন অর্থ--বাতাস
৯২) ক্ষণদা--রাত কিন্তু ক্ষণপ্রভা-- বিদ্যুৎ
৯৩) নিশা--রাত কিন্তু নিশাকর/নিশাকান্ত-- চাঁদ
৯৪) রজনী--রাত কিন্তু রজনীকান্ত-- চাঁদ
৯৫) মৃণাল--পদ্ম কিন্তু মৃগাঙ্ক-- চাঁদ
৯৬) কুমুদ--পদ্ম কিন্তু কুমুদনাথ--চাঁদ
৯৭) ভবন--ঘর কিন্তু ভূবন-- পৃথিবী
৯৮) ভূ--পৃথিবী কিন্তু ভূধর--পাহাড়
৯৯) মহী-- পৃথিবী কিন্তু মহীধর-- পাহাড়
১০০) কল্লোল--ঢেউ কিন্তু কল্লোলিনী--নদী

সাম্প্রতিক সাধারণ জ্ঞান -সেপ্টেম্বর পর্যন্ত আপডেট

🎯সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( সেপ্টেম্বর পর্যন্ত আপডেট )
✳️ ভ্যাটিকানের ল্যাম্প অব পিস পুরস্কার পেয়েছেন ➯ ড. মুহাম্মদ ইউনুস
✳️ বাংলাদেশে বর্তমানে গড় স্বাক্ষরতার হার ➯৭৩.৯% [সর্বশেষ হিসাব ২০১৯ অনুযায়ী (২০১৮ সালে সাক্ষরতার হার ছিল ➯'৭২.৯%')।]
✳️ বর্তমান মন্ত্রিসভার সদস্য ➯ ৪৮ জন; পূর্ণমন্ত্রী ➯২৬ জন; এবং নারীমন্ত্রী ➯ ৫ জন।
✳️ মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনা খেতাব দেয়া হয় -- ৩২২ জন ( ২ সেপ্টম্বর ২০১৯ পর্যন্ত) Raisul Islam Hridoy
✳️ ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে "Friend of the world বা বিশ্ব বন্ধু" হিসেবে আখ্যা দেন কে? ➯ আনোয়ারুল করিম চৌধুরী
✳️ বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? ➯ ২৪টি(২৪তম ভোলাগঞ্জ)(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
✳️ ২০১৯ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদক এর নামকরণ করা হয় --- শেখ জামাল জাতীয় ক্রীড়া পদক
✳️ নেপালের প্রথম স্যাটেলাইটের নাম NepaliSat-1 (উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯)।
✳️ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ উদ্বোধনী ভেন্যু ওভাল (৩০ মে ২০১৯); ফাইনাল ভেন্যু লর্ডস (১৪ জুলাই ২০১৯)
✳️ মাথাপিছু আয় (প্রক্ষেপণ)ঃ ২,১৭৩ ডলার
✳️ মোট ব্যাংকের সংখ্যা ৬৪টি (৫৯টি তফসিলী ও ৫টি অ-তফসিলী)
✳️ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা ২৪টি (সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট)
✳️ বর্তমানে ভারতের মোট রাজ্য ২৮টি
✳️ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) সদস্য ৭২টি। Raisul Islam Hridoy
✳️ কমনওয়েলথ চেয়ারপারসন বরিস জনসন
✳️ সর্বশেষ থানা- হাতিরঝিল, ঢাকা (৬৫০তম)
✳️ ২০১৯ সালে "OIC City of Tourism" ঘোষণা করা হয়- ঢাকাকে
✳️ দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম- সাইদা খানম
✳️ "সগ্রাম" ও "প্রত্যাশা"- বাংলাদেশের নৌবাহিনির দুটি যুদ্ধজাহাজ
✳️ বিশ্বের প্রথম "কল্যাণ" বাজেট পেশ করেন- নিউজিল্যান্ড
✳️ "The Cell Door, Robben Island" চিত্রকর্মটি আঁকা- নেলসন ম্যান্ডেলার
✳️ ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)
✳️ ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ICC'র থিম সং এর শিরোনাম- Stand By
✳️ সম্প্রতি সন্ধান পাওয়া "ফিকল ঝরনা" অবস্থিত- কমলগঞ্জ, মৌলভীবাজার Raisul Islam Hridoy
✳️ নতুন অর্থনৈতিক আঞ্চলিক জোট "SEACO (South East Asian CO-Operation)এর সদস্য দেশ- ৫টি
✳️ ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন- জোখা আলহারথি (ওমান)
✳️ "International Year of Plant Health" ঘোষিত হয়- ২০২০ সাল
✳️ ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী? ➯ গাঙচিল
✳️ বৈশ্বিক রপ্তানি ও আমদানিতে বাংলাদেশ কততম? ➯ রপ্তানিতে ৪২ ও আমদানিতে ৩০তম(বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ১১৬)
✳️ বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে "চট্টগ্রাম বন্দরের"অবস্থান বিশ্বে কততম? ➯ ৬৪তম
✳️ বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চাল কোনটি? ➯ আমাজন (পৃথিবীর ফুসফুস বলা হয়।পৃথিবীর মোট অক্সিজেনের ২০% পাওয়া যায়। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন) Raisul Islam Hridoy
✳️ "জম্মু ও কাশ্মীর"রাজ্য পুনর্গঠন আইন-২০১৯ কবে কার্যক্রর হবে? ➯ ৩১ অক্টোবর ২০১৯ (জম্মু ও কাশ্মীর এবং নাদাখ' দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়)
✳️ "জম্মু ও কাশ্মীরেরর" বিধানসভার সদস্য সংখ্যা কত হবে? ➯ ১০৭ জন। (৩১ অক্টোবর ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারাবে) Raisul Islam Hridoy
✳️ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে? ➯ প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়ের অধীন)
✳️ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে? ➯ ২১টি (মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে ১৯টি)
✳️ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে? ➯ রাসেল ডমিঙ্গো;দক্ষিণ আফ্রিকা
✳️ মোংলা বন্দরের পূর্ব নাম কী? ➯ চালনা বন্দর
✳️ ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি? ➯ চাকমা ভাষা
✳️ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ? ➯ তাইওয়ান ➯ নোট রমজান
✳️ কোন দেশে"তিন তালাক" নিষিদ্ধ? ➯ ভারতে
✳️ ৩১ অক্টোবর ২০১৯ এর পরে ভারতের রাজ্য সংখ্যা হবে? ➯ ২৮টি (কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি)
✳️ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র) Raisul Islam Hridoy
✳️ বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ যুক্তরাষ্ট্র
✳️ বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম? ➯ চতুর্থ
✳️ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন(আমদানিতে যুক্তরাষ্ট্র)
✳️ পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ➯ দ্বিতীয়
✳️ ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫(ক) ধারা বাতিল করা হয় কবে? ➯ ৫ আগস্ট ২০১৯
✳️ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি বাতিল করে কবে? ➯ ২ আগস্ট ২০১৯
✳️ সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে? ➯ আবদুল্লাহ হামদোক
✳️ বিশ্ব "মশা"দিবস কবে? ➯ ২০ আগস্টে
✳️ "স্বপ্ন পানসি" কার কাব্যগ্রন্থ? ➯ মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ১৯ আগস্টে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেন। Raisul Islam Hridoy
✳️ "উত্তর পুরুষ(১৯৭৭),বঙ থেকে বাংলা(১৯৭৮) উপন্যাসের লেখক কে? ➯ রিজিয়া রহমান(২৮ ডিসেম্বর ১৯৩৯-১৬ আগস্ট ২০১৯)
✳️ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "ভারতরত্ন"পান কে? ➯ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ।
✳️ হিজরি সন প্রবর্তন করেন কে? ➯ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর(রা)। প্রবর্তন করেন ৬৩৮ খ্রিস্টাব্দে এবং গণনা শুরু হয় ১৬ জুলাই ৬২২ সালে।১হিজরি= ৩৫৪/৩৫৫ দিন।

বঙ্গবন্ধুর_উপাধিসমূহ

...
#উপাধি: বঙ্গবন্ধু
উপাধি দেন: তোফায়েল আহমেদ
তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
স্থান: তৎকালীন সোহরাওয়ার্দি উদ্যান
(বর্তমানে রেসকোর্স ময়দান)
.
#উপাধি: জাতির জনক
উপাধি দেন: আ.স.ম. আব্দুর রব
তারিখ: ৩ মার্চ, ১৯৭১
স্থান: পল্টন ময়দান
.
#উপাধি: Poet of Politics (রাজনীতির কবি)
উপাধি দেয়: 'নিউজ উইক' ম্যাগাজিন (এপ্রিল, ১৯৭১)
উপাধি দেয়া সাংবাদিকের নামঃ লোরেন জেঙ্কিস
.
#উপাধি: বিশ্ববন্ধু
উপাধি দেয়: বিশ্ব শান্তি পরিষদ
তারিখ: ২৩ মে, ১৯৭৩ (জুলিও কুরি পুরস্কার নেয়ার সময়)
.
#সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ
২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম
সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান।
#১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্ব
বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্রেন্ডস অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন বৈশ্বিক কূটনীতিকেরা। জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে এ আখ্যা দেওয়া হয়।

যারা সাম্প্রতিক নিয়ে চিন্তিত তাদের জন্য

বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও ভূগোল, এই তিন বিষয় কে সাধারণ জ্ঞান বলা যায়। সাধারণ জ্ঞানের দুটো অংশ থাকে, একটি স্থায়ী অংশ আর অন্যটি অস্থায়ী বা পরিবর্তনশীল বা সাম্প্রতিক অংশ। বিগত বছরগুলোর বিসিএস প্রিলির প্রশ্ন এনালাইসিস করে বলা যায়, স্থায়ী অংশ থেকে প্রিলিমিনারিতে ৯০% প্রশ্ন আসে আর সাম্প্রতিক অংশ থেকে ১০%। অর্থাৎ এই তিন বিষয়ে প্রিলিতে মোট ৬০ মার্কস এর মধ্যে ৫৪ মার্কস থাকবে স্থায়ী অংশ থেকে আর ৬ মার্কস থাকবে সাম্প্রতিক থেকে। স্থায়ী অংশ বলতে বুঝায় যেটি আর পরিবর্তন হবে না, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা জাতিসংঘের ইতিহাস। এগুলো পরবর্তী ১০০ বছর পরেও একিভাবে পড়তে হবে। এই অংশের সুবিধা হলো একি তথ্য আজীবনের জন্য। যেহেতু এই অংশে কষ্ট কম, মার্কস বেশি, তাই এই অংশে বেশি জোর দিতে হবে। সাম্প্রতিক অংশ থেকে মাত্র ৬ মার্কস, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, কিছু দিন পর পর আবার তথ্য হালনাগাদ করতে হয়। কাজেই এই অংশ থেকে একটু বেছে বেছে পরতে হবে। মাসিক সাম্প্রতিক পত্রিকা গুলোতে যে পরিমাণ তথ্য দেয়, তা আত্মস্থ করতেই মাসের ১০ দিন চলে যায়। আমি যে থিওরি মানি তা হলো "তুলনামূলক কম পড়ে কিভাবে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করা যায়"। সাম্প্রতিক অংশ থেকে এমন তথ্য গুলো পড়তে হবে, যার প্রাসঙ্গিকতা নূন্যতম ৬ মাস থাকবে। যেমন ৩৮ প্রিলির আগে কৃত্রিম বুদ্ধি সম্পন্ন রোবট সোফিয়া বাংলাদেশে এসেছিল, ঐ বিসিএস এ নিয়ে প্রশ্ন আসে নি, আর জীবনে আসবেও না। ধরো এ মাসে সংসদে ৫ টা বিল পাস হয়েছে, তারিখ সহ মুখস্ত করলে,( মনে থাকবে না নিশ্চিত) কিন্তু ৬ মাস পরের পরীক্ষায় হয়তো একটা বিলের প্রাসঙ্গিকতা থাকবে, কাজেই ঐ একটাই শুধু পড়তে হবে। কাজেই সাম্প্রতিক থেকে পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান, সর্বশেষ বৈঠক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো গুরুত্বপূর্ণ ব্যাক্তির প্রস্থান, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এমন কোনো ঘটনা, খেলাধূলায় বিশেষ কৃতিত্ব এসব। কোন ঘটনা যদি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে বা সরকারের লস প্রজেক্ট, নিশ্চিত থাকো, সেটা কখনো পরীক্ষায় আসবে না। একটা কথা মাথায় রাখতে হবে সাম্প্রতিক পড়ার সময়, সেটা হলো যা পড়ছি তার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা কতটুকু? আগে স্থায়ী অংশ শেষ করো তারপর সাম্প্রতিক নিয়ে চিন্তা করো। কোনো একটা নির্দিষ্ট পরীক্ষা কে টার্গেট করে তিন মাস সাম্প্রতিক এর উপর নজর দিলেই হবে ইনশাআল্লাহ। তবে প্রতিদিন একবার অবশ্যই দৈনিক পত্রিকায় চোখ বুলিয়ে নিতে হবে। সবার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

Wednesday 3 April 2019

একজন অ্যাডভোকেট/বিচারক/ব্যারিস্টার, হবেন কীভাবে বা আইন পেশায় ক্যারিয়ার গড়তে কি করতে হবে?

একজন অ্যাডভোকেট/বিচারক/ব্যারিস্টার, হবেন কীভাবে বা আইন পেশায় ক্যারিয়ার গড়তে কি করতে হবে?

♛ বাংলাদেশে যতগুলো আত্মনির্ভরকেন্দ্রিক পেশা রয়েছে তার মধ্যে আইন পেশা হল সবার পরিচিত একটি গুরুত্বপূর্ণ পেশা। এ পেশায় এসে আপনি যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, তেমনি সমাজে সবার কাছে নিজেকে উপস্থাপন করার সুযোগ পাবেন। আপনিও পারেন আইন পেশায় এসে সফল ক্যারিয়ার গড়তে। সে জন্য কি কি করতে হবে কোথায় ভর্তি হবে এবং এ পেশায় আর্থিক সুবিধা কি?এ নিয়ে আলোচনা করতেছি:-
(১)অ্যাডভোকেট হতে হলে বা আইন পেশায় ঢুকতে হলে:-
✿প্রথমে আপনাকে এইচএসসি পাসের পর যে কোনো সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হতে হবে। এখানে আপনাকে চার বছরমেয়াদি এলএলবি অনার্স সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি ইচ্ছা করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আর বাংলাদেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের জন্য এলএলবি অনার্স কোর্স চালু আছে। এখানে পড়তে হলে প্রতিষ্ঠানভেদে খরচ পড়বে ৩ থেকে ৫ লাখ টাকা।
✿✿এছাড়া আপনি চার বছর মেয়াদি এলএলবি না করেও আইন পেশায় আসতে পারেন। এ জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে অনার্স বা ডিগ্রি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের অধীনে যে কোনো ল’ কলেজে দু’বছর এলএলবি (পাস) কোর্স করতে হবে। এখানে আপনার খরচ পড়বে বিশ থেকে পঁচিশ হাজার টাকা। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়া যায়।এখানে খরচ ৮০হাজার থেকে ১লাখ টাকা পড়বে
✿✿✿আপনাকে এলএলবি অনার্স শেষে বার কাউন্সিল সনদ গ্রহণ করে সিএমএম জজকোর্ট, হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের জন্য আলাদা আলাদা বারের সনদ গ্রহণ করতে হবে। সনদ পাওয়ার জন্য প্রথমে বার কাউন্সিলের ফরমে আবেদন করতে হবে। এরপর তিন ধাপে তথা এমসিকিউ,লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
✿✿✿✿আইনজীবী হতে চাইলে এলএলবি বা এলএলবি(অনার্স) অথবা এলএলএম পাশ করেই বাংলাদেশ বার কাউন্সল থেকে সনদপ্রাপ্ত হয়ে যে কোন আইনজীবী সমিতির সদস্য হয়ে সরাসরি আইনজীবী হয়ে যেতে পারেন।
(২)বিচারক হতে হলে:-
✿এলএলবি অনার্স ও এলএলবি (পাস) কোর্সের পর জেএসসি অর্থাৎ জুডিসিয়াল সার্ভিস কমিশন ও সহকারী জজ নিয়োগ পরীক্ষা দিতে পারবেন।
(৩)ব্যারিস্টারি ডিগ্রি নিতে হলে:-
✿আইন পেশায় উচ্চতর ডিগ্রি নেয়ার জন্য আপনি বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় অথবা আন্তর্জাতিক সংস্থা যেমন- সার্ক, কমনওয়েলথ, আইডিবি, ব্রিটিশ কাউন্সিল, আগাঁখান মেমোরিয়াল ট্রাস্ট থেকে স্কলারশিপ নিয়ে লন্ডনে ব্রিটিশ কাউন্সিলে বার-এট-ল অর্থাৎ ব্যারিস্টারি করতে পারবেন। ব্যারিস্টারি করতে হলে আপনাকে লন্ডন বার কাউন্সিলের সনদ নিতে হবে। স্কলারশিপের জন্য আপনাকে জাতীয় অথবা আন্তর্জাতিক স্কলারশিপ বৃত্তি অফিসে যোগাযোগ করতে হবে।
♛♛আয়-রোজগার:-
✿জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বা সহকারী জজ পদে নিয়োগ পেলে সর্বোচ্চ সম্মান, বিবিধ সুবিধা সহ মোটা অংকের মাইনে তো আছেই।
আইনজীবী হলে আয়-রোজগারের বিষয়টি অভিজ্ঞতা, ব্যক্তিগত দক্ষতা, সামাজিক যোগাযোগ ও মামলার ধরনের ওপর নির্ভর করে। এ ব্যাপারে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঈনউদ্দীন ফারুকী জানান, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের আইনজীবীদের মাসিক আয় মামলার ধরন অনুযায়ী ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। আইন পেশায় সদ্য যোগদানকারী আইনজীবী আবুল কাশেম জানান, একজন নতুন আইনজীবী সাধারণত ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করে থাকেন।
♛♛♛আরও চাকরির সুবিধা:-
✿একজন আইনজীবী আইন পেশার পাশাপাশি যে কোনো কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, যে কোনো ব্যাংকের নিজস্ব আইনজীবী অথবা জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার আইন উপদেষ্টা হিসেবে চাকরি করতে পারেন। আইন কমিশনেও চাকরির সুযোগ আছে। এখানে আয় ও সম্মান উভয়টি ভালো মানের। এ ব্যাপারে বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দিলরুবা সরমিন জানান, বর্তমানে ব্যাংক, বীমা ছাড়াও বিভিন্ন মার্কেট ও বিউটি পার্লারসহ ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানে লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ দেয়া হচ্ছে। এতে একজন আইনজীবীর কাজের পরিধি সম্প্রসারিত হচ্ছে। বাড়ছে আয়ের ক্ষেত্র
সুতরাং অন্যান্য পেশার চেয়ে আইন পেশা অনেক লাভজনক ও সম্মানজনক। আইন পেশায় গড়ুন আপনার স্বপ্নের সফল ক্যারিয়ার॥
[[[ হয়তো অনেক তথ্য অসম্পূর্ন; আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে তা সুধরে দিবেন। ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুকে ‘আমার লক্ষ্য’ সম্পর্কে বলুন। ]]]
************************* একটু লক্ষ্য করুন*******************************************
আমাদের পোস্টের অনেক কন্টেন্ট বিভিন্ন ওয়েব সাইট, ব্লগ অথবা অন্যান্য উৎস হতে সংগ্রহ করা। আমাদের উদ্দেশ্য সকলের উপকার করা।
আমার লক্ষ্যের কোন ব্যাবসায়িক উদ্দেশ্য নেই। এটি একটি অলাভজনক সংগঠন। শুধুমাত্র আপনাদের উৎসাহই আমাদের কাজের প্রেরণা।
এই পেইজের প্রত্যেকটি পোস্ট নিয়মিত আপনাদের ফেসবুক ওয়ালে দেখতে চান?
কষ্ট করে নিয়মিত পোস্টগুলোতে লাইক/কমেন্ট/শেয়ার দিয়ে পেইজের সাথে এক্টিভ থাকুন। আর তা নাহলে,ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনারা পেইজের পরের পোস্টগুলো আর দেখতে পারবেন না,আপনাদের ফেসবুক ওয়ালে!
এক্সপার্টস দের মূল্যবান উপদেশ সর্বোপরি সকলের সুচিন্তিত পরামর্শ প্রত্যাশা করছি।
এডমিন

Wednesday 9 January 2019

চাকরির পড়াশুনায় ভাল করার ১০টি কৌশল

চাকরির পড়াশুনায় ভাল করার ১০টি কৌশল :

১। প্রতিদিন একটি নির্ধারিত সময় ধরে পড়াতে হবে। যেমন ৪ঘন্টা/৫ঘন্টা/বেশি। যে করেই হোক কমপক্ষে নির্ধারিত সময়টুকু প্রতিদিন পড়তে হবে।
.
২। নির্ধারিত সময় ঠিক রাখার জন্য প্রয়োজনে যাত্রাপথেও পড়তে হবে। যেমন: বাসে, ট্রেনে...ইত্যাদি। প্রতিদিন নির্ধারিত সময়ের টার্গেট শেষ করে অতিরিক্ত সময় পড়ার চেষ্টা করতে হবে।
.
৩। একনাগাড়ে বেশিক্ষণ একই সাবজেক্ট পড়াশোনা না করাই ভাল। একই সাবজেক্ট সর্বোচ্চ ২ঘণ্টা পড়তে পারেন, এরপর সাবজেক্ট পরিবর্তন করুন। সাবজেক্ট পরিবর্তন করলে,পড়ায় গতি আসে এবং মনে সন্তুষ্টি আসে।
.
৪। বইয়ের পড়াশুনায় নিবিড় মনোনিবেশ করতে হবে। সাবজেক্ট পরিবর্তন করার ফাঁকেফাঁকে যদি ইচ্ছা হয় নির্দিষ্ট সময়ের জন্য ফেইসবুকের স্টাডি গ্রুপে ঢুকতে পারেন। তবে ফেইসবুক স্ক্রল করে ভিডিও দেখা কিংবা আজেবাজে খবর পড়া থেকে অবশ্যই বিরত থাকবেন।
.
৫। সাবজেক্টভিত্তিক ছোট ছোট লক্ষ্য তৈরী করলে ভাল হয়।যেমন: কোনো একটি সাবজেক্ট এর কোনো একটি অধ্যায় কত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছেন তা আগে থেকেই লক্ষ্য স্থির করে নেয়া। এতে পড়ায় গতি আসে।
.
৬। মুখস্থ নয়, বুঝে বুঝে পড়তে হবে। অনেকেই আছেন কোনো একটি বিষয় না বুঝেই অন্ধের মতো মুখস্থ করে ফেলেন। এতে পরীক্ষা দিতে গিয়ে মনে করতে পারেন না এবং পরীক্ষায় দিয়ে আসতে পারেন না। তাই বুঝে পড়তে হবে।
.
৭। বিভিন্ন সোর্স থেকে পড়তে হবে। বুঝে বুঝে পড়ার একটি চমৎকার উপায় হচ্ছে একই টপিক বিভিন্ন সোর্স থেকে পড়া। এই ক্ষেত্রে ইন্টারনেট দারুণ ভুমিকা রাখে। ইন্টারনেটে সার্চ দিয়ে প্রায় অধিকাংশ তথ্যই পাওয়া যায়।
.
৮। কারো সাথে শেয়ার করে পড়তে পারেন। এতে ভুল তথ্য পড়া থেকে মুক্তি লাভ করা যায়। পড়া শেয়ার করার ক্ষেত্রে ফেইসবুকের স্টাডি গ্রুপগুলো ভাল স্থান।
স্টাডি গ্রুপে লেখা শেয়ার করলে, গ্রুপের সদস্যগণ কমেন্ট করে ভুল ধরিয়ে দেয়।
.
৯। আপনার থেকে ছোটো কাউকে শেখাতে পারেন।এতে একটা বিষয় আপনার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে। আশেপাশে কেউ না থাকলে, ফেইসবুকের স্টাডি গ্রুপের মাধ্যমে অন্যদেরকে শিখাতে পারেন।
.
১০। মোবাইল ফোন যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। প্রিয় মানুষ যেমন: মা-বাবার সাথে একটি নির্ধারিত সময়ে ফোন করবেন (তবে জরুরি বিষয়ে যেকোনো সময়)। 

Thursday 12 July 2018

আসছে ৪০তম বিসিএস, নেওয়া হবে ২ হাজার


একটি বিশেষ বিসিএসের পর এবার আসছে ৪০তম বিসিএস। এটি সাধারণ বিসিএস হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, খসড়া চূড়ান্ত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসি মনে করছে, এই বিসিএসেও আবেদন তিন লাখ ছাড়িয়ে যেতে পারে।
পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ আগস্ট এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা নেওয়ার পরই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪০তম বিসিএসের জন্য তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় ২ হাজার ক্যাডার নিয়োগের শূন্য পদ পেয়েছে। সেই তালিকা তারা পিএসসিতে পাঠিয়ে দিয়েছে। এখন পিএসসি সেটির ওপর নির্ভর করে ৪০তম বিসিএস পরীক্ষার আয়োজন করবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭৫ জন, পররাষ্ট্রে ২৫, ইকোনমিক ক্যাডারে ৪৫, কর ক্যাডারে ২৪ জন, অডিটে ২২, শিক্ষায় দুই শতাধিক, আনসারে ১২। এ ছাড়া দীর্ঘদিন পর কাস্টমস ক্যাডারে ৩২ জন ক্যাডার নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা প্রায় দুই হাজার। এ সংখ্যা আরও বাড়তে পারে।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘আমরা ৪০তম বিসিএস নিয়ে কাজ করছি। এখন ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ৩ আগস্ট ৩৯তম বিসিএসের পরীক্ষা নেব এবং ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। এই পরীক্ষা শেষ হলে আমরা ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে ও পত্রিকায় প্রকাশ করব।’
মোহাম্মদ সাদিক বলেন, সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসেও লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।
পিএসসি সূত্র জানায়, আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। পিএসসি মনে করছে, সরকারি চাকরি, বিশেষ করে বিসিএসের ক্ষেত্রে তরুণদের আগ্রহ আগের থেকে বেড়েছে। তাই ৩৮তম বিসিএসে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। ৩৮তম বিসিএসের মতোই ৪০তম বিসিএসেও আবেদন তিন লাখ ছাড়িয়ে যেতে পারে।
বিসিএসে আবেদন বেশি হওয়ার কারণ জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরিতে বেতন বেড়েছে বলে এর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই আবেদনও বেশি জমা পড়ছে।’ 

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। এ বছরের ২৫ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে ১৬ হাজার ২৮৬ জন ৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
এ ছাড়া ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩৯তম বিসিএসে প্রায় ৪০ হাজার প্রার্থী আবেদন করেছেন। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে

Saturday 5 May 2018

মনে রাখার ১০০ টি বিশেষ টেকনিক যে সকল দেশের মূদ্রার নাম "ডলার" সেগুলা মনে রাখার উপায়ঃ

মনে রাখার ১০০ টি বিশেষ টেকনিক
যে সকল দেশের মূদ্রার নাম "ডলার" সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিক ১ঃ-(গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★গ- গায়ান
★নি- নিউজিল্যান্ড
★মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ঝি- জিম্বাবুয়ে
★জা-জামাইকা
★H- হংক
★S- সিংগাপুর
★C- কানাডা
★B- বেলিজ
★B- ব্রুনাই
★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★গেল-গ্রানাডা।
মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল
টেকনিকঃঃ-2
[ সুমি তুই আজ ওই বাম
সিলিকা র
কুলে ]
★সু - সুদান/সৌদিআরব
★মি - মিশর
★তু - তুরস্ক/তিউনিসিয়া
★ই - ইরাক/ইসরাইল
★আ - আলজেরিয়া, আরব আমিরাত
★জ - জর্ডান
★ও - ওমান
★ই - ইরান/ইয়েমেন
★বা - বাহরাইন
★ম - মরক্কো
★সি - সিরিয়া
★লি - লিবিয়া
★কা - কাতার
★কু - কুয়েত
★লে - লেবানন
পারমাণবিক সাবমেরিন
আছেঃ৬টি
টেকনিকঃ ঃ-4 (UNR BF CI)(উনার BF
চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত
জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ -5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি - সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ - জয়পুরহাট
★৪। চু - চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা - লালমনিরহাট
★৭। গা - গাইবান্ধা
GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়
সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6["ওমা সৌদি বেয়াইন
আমারে
কাতুকুতু"দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7[চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও
লেবুতে ভেজাল নাই। সৌদি,
আমারে, কাতু'কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা,
আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ]
[(নিপা'ই MTV
FILM BS(ভালোবাসে)]
★N-Nepal,
★I-Iran,
★P-Pakistan,
★A-Afganistan,
★I-India.
★M-Malaysia,
★T-Thailand,
★V-Vietnam,
★F-Filipine,
★I-Indonesia,
★L-Laos,
★M-Mayanmar,
★B-Bangladesh,
★S-Srilanka,
পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,
ইরান। আরব
উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব এশিয়ার
দেশগুলোঃ
টেকনিকঃ10 ঃ[ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-11ঃ
[তাজাকোচিফিম।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 ঃ[ “ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
FOUR EMERGING TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [“ সিতাদহ ”]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 ঃ [“ আমি অমেত্রি মনা
”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ - বন্ধনির ভিতর সংশ্লিষ্ট
প্রদেশের
রাজধানি)
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15ঃ [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 ঃ [“ মা বাপ নাই তুমিই”
সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
ASEAN ভুক্ত ১০টি দেশঃ
টেকনিকঃ-18 ঃ[ “ MTV এর FILM
দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ - বন্ধনির
ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানি )
বিভিন্ন (Golden Cresent)
মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19"আপাই’’
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত
৩টি দেশ।“
★টেকনিক:-20 "নেভাবা”
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
(Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক:-21"মাথাল”
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
""Golden Village"""
বাংলাদেশের কুষ্টিয়া জেলার
২৬টি গাজা
উৎপাদনকারী অঞ্চল..
বিজ্ঞানীদের মধ্যে কার পর কে
এসেছে
টেকনিকঃ-22 (SPAA)(স্পা পানির
নাম মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender
(আলেকজান্ডার)
মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে
এসেছে
★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-­
জ্বর-সাড়িল,ঔষধে)
বাবার=বাবর।
হয়েছিল=হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সাড়িল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
যে সব রাষ্ট্রের আইন সভার নাম
"কংগ্রেস"-
টেকনিকঃ-24
(কলি BBA পড়তে নেপাল থেকে
চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ
টেকনিকঃ
-----------------------------
টেকনিক-25
জাপানি শব্দঃ
"[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে
খেলে হারিকেনসহ রিক্সায়
করে হাসনাহেনা ফুল নিয়ে
প্যাগোডায় যায়, সুনামির ভয়ে
সামপানে চড়ে হারিকিরি করে "]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান,
হারিকিরি )
------------------------------
------------------------------
টেকনিক-26
গুজরাটি শব্দঃ
[" গুজরাটিরা হরতাল এর দিন কোন
জয়ন্তী হলে
খদ্দর পরে "]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর
পরে।)
------------------------------
------------------------------
টেকনিক-27
[" এক তুর্কি উজবুক দারোগা তোপের
বসে তার
কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল
যদি জঙ্গলে
গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ
কাটতে পার তবে
আমার বাবুর্চি তোমাদের চকমক
কোর্মা রেধে খাওয়াবে"]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ,
কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল,
চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক,
কোর্মা ।)
-----------------------------------
-----------------------------------
টেকনিক-28
[" ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও
কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ
নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে
প্রবেশ করে না "]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,
ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,
ক্যাফে, ডিপো)
------------------------------
------------------------------
টেকনিক- 29
[" ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও
টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে "]
(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও
টেক্কা,তাস, তুরুপ
মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক:30 (আসল)
★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল
টেকনিক ৩০
>>>>>>>>
উপমহাদেশে নোবেল বিজয়ীদের
নাম মনে রাখার টেকনিক
ছন্দ : রবী রমনকে বলল খোরানা আর
সালাম তেরেসার সাথে কি করে।
জবাবে অমর্ত্য সেন হেসে বলল সবই
ভাই ইউনুছ জানে।
১। রবীন্দ্র নাথ ঠাকুর - সাহিত্যে
(১৯১৩),
২। চন্দ্রশেখর ভেঙ্গটরমন - পদার্থে
(-১৯৩০ ),
৩। হরগোবিন্দ খোরানা-চিকিৎসায়
-১৯৬৮,
৪। আব্দুস সালাম - পদার্থে - ১৯৭৯,
৫। মাদার তেরেসা - -শান্তিতে
(১৯৭৯),
৬। অমর্ত্য সেন - -অর্থনীতিতে-১৯৯৮,
৭। ড .মো: ইউনুছ - -শান্তিতে-২০০৬।
>>>>>>>>>>
টেকনিক ৩১
>>>>>>>>>>
রবিঠাকুরের ১২ টি উপন্যাস -
'' # করুণা '' করে আমাকে
'' # বউ ঠাকুরানীর হাটে '' পৌঁছে দিও, সেখানে হয়ত
'' # রাজর্ষি '' কে খুঁজে পাব, আগামী মাসে তার সাথে আমার
বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত
'' # নৌকাডুবি ''র ফলে তার সাথে আমার সমস্ত
'' # যোগাযোগ '' বন্ধ হয়ে যায়,আমি এখন তার
'' # চোখের বালি'', আমার
'' # দুইবোন '' আর ভাই
'' # গোরা ''কে অনেক খুঁজেছি - পাইনি,অবশেষে জীবনের
'' # চার অধ্যায়'' পেরিয়ে
'' # চতুরঙ্গে ''র কষাঘাতে ''
# মালঞ্চে ''বসে লিখছি
'' # শেষের কবিতা"
>>>>>>>>>
টেকনিক৩২
>>>>>>>>>
জন্ম ------মৃত্যু
¤ রবীন্দ্রনাথ= ১৮৬১-১৯৪১
¤ নজরুল= ১৮৯৯-১৯৭৬
¤ জীবনানন্দ= ১৮৯৯-১৯৫৪
¤ শরৎচন্দ্র= ১৮৭৬-১৯৩৮
¤ মানিক= ১৯০৮-১৯৫৬
¤ ওয়ালীউল্লাহ= ১৯২২-১৯৭১
¤ আখতারুজ্জামান=১৯৪৩-১৯৯৭
¤ শওকত= ১৯১৭-১৯৯৮
¤ ঈশ্বরচন্দ্র= ১৮২০-১৮৯১
¤ মাইকেল= ১৮২৪-১৮৭৩
¤ বঙ্কিমচন্দ্র= ১৮৩৮-১৮৯৪
¤ জসীমউদ্দীন= ১৯০৩-১৯৭৬
¤ শহীদুল্লাহ= ১৮৮৫-১৯৬৯
¤ হুমায়ূন= ১৯৪৮-২০১২
¤ রোকেয়া= ১৮৮০-১৯৩২
¤ শামসুর= ১৯২৯-২০০৬
¤ তারাশঙ্কর=১৮৯৮-১৯৭১
>>>>>>>>>>>
টেকনিক৩৩
>>>>>>>>>>
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এবং কি ভাবে আছে।
এই টা মনে রাখার একটা কোড আছে যা হচ্ছেঃ ৪৪২২৩ ২২৩২১
এখানে ১-১০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ২, ৩, ৫, ৭,
১০-২০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ১১, ১৩, ১৭, ১৯
২০-৩০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ২৩, ২৯,
৩০-৪০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৩১, ৩৭
৪০-৫০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৪১, ৪৩, ৪৭
২য় অংশঃ ৫০-৬০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলো ঃ ৫৩, ৫৯
৬০-৭০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৬১, ৬৭
৭০-৮০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৭১, ৭৩, ৭৯
৮০-৯০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৮৩, ৮৯
৯০-১০০ এর মাঝে আছে= ১ টি সংখ্যা গুলোঃ ৯৭
এই টা তো গেলো ১থেকে ১০০ পর্যন্ত তার থেকে বড় হলে কি করবেন ১২৩৭৮৩ এই সংখ্যা হলে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি সংখ্যা গুলো যোগ করবেন যেমন ১+২+৩+৭+৮+৩=২৪ এখন এই টা কে ভাগ করেন যদি নিঃশেষে ভাগ হয় তা হলে এইটা মৌলিক সংখ্যা না।
+++++++++
টেকনিক৩৪
>>>>>>>>>
জাতিসংঘের বিভিন্ন সংস্থা মনে রাখার টেকনিক ৤
# টেকনিক :- জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W ও শেষে O আছে, ওই গুলোর সদর দপ্তর ‘জেনেভা’।
যেমন:::::—
* WTO => জেনেভা ।
* WHO => জেনেভা ।
* WMO => জেনেভা ।
* WIPO => জেনেভা ।
.
Extra::::::::
* ILO=> জেনেভা।
* FAO=> রোম।
* IMCO=> লন্ডন।
* IMO=> লন্ডন।
* ICAO=> মন্ট্রিল।
* UNESCO=> প্যারিস।
* NATO=> ব্রাসেলস।
* UNIDO=> ভিয়েনা।
.
** অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর ‘ওয়াশিংটন ডিসি’।
** খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ‘রোম’। (WFP, FAO )
>>>>>>>>
টেকনিক৩৫
^^^^^^^^^^^^
জসীম উদ্দীনের কাব্য, নাটক এবং উপন্যাস সহজে মনে রাখার উপায়**
নাটকঃ
পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মেয়ে
উপন্যাস:
বোবা কাহিনী
কাব্যঃ
হলুদ বরনীর দেশে হাসু ,ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়েরমাঝির জন্য কাঁদতে লাগল
হলুদ বরনী, জলে লেখন
হাসু, নকশী কাথার মাঠ
ডালিম কুমার, কাফনের মিছিল
সখিনা, সোজন বাদিয়ার ঘাঁট
সূচয়নী, রাখালীর মা
ভয়াবহ সেই দিনগুলোতে, রঙ্গিলা নায়ের মাঝি
এক পয়সার বাশি, মা যে জননী কাদে
ধানক্ষেত
বালুচর
মাটির কান্না
>>>>>>>>>
টেকনিক৩৬
>>>>>>>>>
মুনীর চৌধুরীর- অনুবাদকৃত নাটক ও স্বরচিত নাটক মনে রাখার সহজ উপায়**
মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা।
অনুবাদ নাটকঃ
মুখরা রমনী বশীকরন
রুপার কৌটা
কেউ কিছু বলতে পারেনা
নাটকঃ
রক্তাক্ত প্রান্তর
চিঠি
দন্ডকারন্য
কবর
>>>>>>>
টেকনিক৩৭
>>>>>>>>>
**ফররুখআহমদ-এর রচনা সহজে মনে রাখার উপায়**
কাব্যঃ
সাত সাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাই এর জন্য পাখির বাসা বানাল
সাত সাগরের মাঝি
সিরাজুম মুনীরা
মুহূর্তের কবিতা
হাতেম তাই
নৌফেল ও হাতেম
পাখির বাসা
দরিয়া, শেষ রাত্রি, লাশ – সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্গত
>>>>>>>>>>>
টেকনিক৩৮
>>>>>>>>>>
**নবীন চন্দ্র সেন এর রচনা সহজে মনে রাখার উপায়**
পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল
পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য
কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস – ত্রয়ী মহাকাব্য
অবকাশ রঞ্জিনী- কাব্য
>>>>>>>>>>>
টেকনিক৩৯
>>>>>>>>>
**ইসমাইল হোসেন সিরাজীর রচনা মনে রাখার সহজ উপায়**
উপন্যাস,কাব্য ও মহাকাব্য
রানুর ফিতা
উপন্যাসঃ
রা – রায় নন্দিনী
নুর-নুরউদ্দিন
ফি- ফিরোজা বেগম
তা – তারাবাঈ
কাব্য ও মহাকাব্য
নব-উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল
কাব্যঃ
নবউদ্দীপনা
উচ্ছ্বাস
অনল প্রবাহ
ভ্রমণ কাহিনীঃ তুরস্ক ভ্রমন
মহাকাব্যঃ স্পেন বিজয়
>>>>>>>>>
টেকনিক৪০
>>>>>>>>>
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প ও উপন্যাস সহজে মনে রাখার উপায়**
গল্প
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী, মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশূন্য
গল্পঃ ছবি ,বিলাসী ,পরেশ , সতী , মহেশ ,মন্দির ,মামলার ফল , বিন্দুর ছেলে , মেজদিদি
উপন্যাসঃ
অরক্ষনীয় গৃহের ছবি দেখে কাশীনাথ শ্রীকান্তকে বললেন “চরিত্রহীন দেবদাস পশুর সমান”
চ– চরিত্রহীন
দেব- দেবদাস, দেনাপাওনা
দাস – বিপ্রদাশ
প-পরিনীতা
শু-পন্ডিত মশাই
র- পথের দাবী
স- পল্লী সমাজ
মা- রামের সুমতি
ন –চন্দ্রনাথ
>>>>>>>>>>
টেকনিক ৪১
>>>>>>>>>
দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক মনে রাখার সহজ উপায়**
নাটকঃ ক –সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে
ক – কল্কি অবতার
সি –সিংহল বিজয়
সাবনুর- বঙ্গনারী
সা- সাজাহান
নূর-নূরজাহান
প্রায় – প্রায়চিত্ত
জন্ম – পূনর্জন্ম
প্রতাপ -প্রতাপ সিংহ
চন্দ্র –চন্দ্রগুপ্ত
দাস –দূর্গাদাস
আনন্দ – আনন্দ বিদায়
>>>>>>>>>>
টেকনিক৪২
>>>>>>>>>
দীনবন্ধু মিত্র রচিত নাটক ও প্রহসন সহজে মনে রাখার উপায়
নাটক ও প্রহসনঃ নবীন জামাই
কমল সধবার একাদশীতে
লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে একবুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
প্রহসনঃ বিয়ে পাগলা বুড়ো ,
সধবার একাদশী
নাটক –জামাই বারিক
লীলাবতী
নবীন তপস্বিনী
কমলে কাহিনী
নীল দর্পণ
নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১মগ্রন্থ ।
মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১সালে। নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন
>>>>>>>>>>
টেকনিক৪৩
>>>>>>>>>
গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক ও
পৌরনিক নাটক
সহজে মনে রাখার উপায়***
ঐতিহাসিক ও পৌরণিক নাটক
ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন
পান্ডবকে বধ করে অ -
জানা বনবাসে সীতাকে হরণ করলেন
ছত্রপতি শিবাজী
মী – মীরজাফর
সি –সিরাজদ্দৌলা
লে- লক্ষণবধ
-রাবনবধ
-পান্ডব গৌরব
-অভিমন্যু বধ ও সীতা হরণ – পৌরণিক
-জনা
*******
টেকনিক ৪৪
---------------------------
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন
সেক্টরে যুদ্ধ
করেছেন- আপনি কি জানেন?????
জানা না থাকলে টেকনিক দেখুন----
#
ছন্দ :- আজ
হাজারো মোম এর নূর
জ্বলে ।
# সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮
(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭
হাজার
এর সাথে মিল রেখে উপরের
সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১
কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০), মো=
মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন
সেক্টরে যুদ্ধ
করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)
************
টেকনিক৪৫
************
বাংলাদেশের ৬৪টি জেলার নাম মনে রাখার কৌশল
রাজশাহী বিভাগঃ
“চাপাবাজ নাসির”
#চাপাইনবাবগঞ্জ #পাবনা # বগুড়া
#জয়পুরহাট #নওগা #নাটোর # সিরাজগঞ্জ
#রাজশাহী
খুলনা বিভাগঃ
“মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়্যা যশোরের ডাঙ্গয় ফেলে”
#মাগুড়া #মেহেরপুর #ঝিনাইদাহ
#সাতক্ষীরা # বাগেরহাট #খুলনা #কুষ্টিয়া
#নড়াইল #যশোর # চুয়াডাঙ্গা
রংপুর বিভাগঃ
“পঞ্চ ঠাকুর লাল নীল রং এর কুড়িটি গাই দিল”
#পঞ্চগড় # ঠাকুরগাঁও #লালমনিরহাট
#নীলফামারী # রংপুর #কুড়িগ্রাম
#গাইবান্ধা #দিনাজপুর
বরিশাল বিভাগঃ
“পপির ২(বর) ঝাল ভালোবাসে”
#পটুয়াখালী # পিরোজপুর #বরগুনা #বরিশাল #ঝালকাঠী #ভোলা
ময়মনসিংহ বিভাগঃ
“নেত্রকোনার জাম শেরা”
#নেত্রকোনা #জামালপুর #ময়মনসিংহ #শেরপুর
সিলেট বিভাগঃ
“মৌলভীর হবিগঞ্জে সুনাম ছিল”
#মৌলভীবাজার #হবিগঞ্জ #সুনামগঞ্জ #সিলেট
চট্টগ্রাম বিভাগঃ
“ব্রাহ্মণ কুমিল্লার লক্ষীকে চাঁদে নেয় ফিরনী চকবার খায়”
#ব্রাহ্মণবাড়িয়া #কুমিল্লা #লক্ষীপুর #চাঁদপুর #নোয়খালী #ফেনী #চট্টগ্রাম #কক্সবাজার #বান্দরবান #রাঙ্গামাটি #খাগরাছড়ি
ঢাকা বিভাগঃ
“কিগো শরিফের মামু রানা গাজীর টাকাই সিন্ধুকে”
#কিশোরগঞ্জ #গোপালগঞ্জ #শরিয়তপুর #ফরিদপুর #মাদারীপুর #মানিকগঞ্জ #মুন্সিগঞ্জ #রাজবাড়ি #নারায়ণগঞ্জ #গাজীপুর #ঢাকা #টাঙ্গাইল #নরসিংদী
*************
#টেকনিক নং--৪৬
______________
১।পদ্মা>> হিমালয় পর্বতের গঙ্গেত্রী হিমবাহ
ছন্দ>>>#হিমালয় পর্বতে #পদ্মা মাছ।
______________
২।যমুনা>>> তিব্বতের মানস সরোবর হ্রদ
মুনা তিব্বত ঘামাচি পাউডার পছন্দ করে।
______________
৩।ব্রহ্মপুত্র>>>> তিব্বতের মানস সরোবর হ্রদ
ব্রাহ্মণের পুত্রের বয়স বয়স #তিন #মাস
____________
৪।মেঘনা >> আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড়
#মেঘনা নামের মেয়েটি এখন #লুসাই পাহাড়ে।
______________
৫।কর্ণফুলী>> আসামের লুসাই পাহাড়ের লংলেহ
#কানে ফুল দুলেহ
______________
৬।সাঙ্গু >> আরাকান পর্বত
#আমেরিকানদের #সাঙ হল।
______________
৭।করতোয়া>> >>>>>>>> সিকিমের পার্বত্য অঞ্চল ।
#করত #আ#সি কি করির পারিস।
______________
নাফ>> আরাকান
#আরে কানে #ফনা
______________
৮।হালদা>> খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ।
এবার হালখাতা বাদ
______________
৯।মাতামুহুরী>>> লামার মইভার পর্বত
>>লামার মা মহুরী
______________
১০।ফেনী>>>পার্বত্য ত্রিপুরা পাহাড়
পর্বতের উপরে(=ত্রিপুরা) ফেনায়িত(=ফেনী) পাহাড়
______________
#টেকনিক---৪৭
তিস্তা সিকিম থেকে #লাল, #নীল, #রং হয়ে বাংলাদেশে এসেছে।
ব্যাখ্যা :- তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে #লালমনিরহাট,
#নীলফামারী এবং
#রংপুরের ভিতর