Pages

Showing posts with label ব্যাংক জব. Show all posts
Showing posts with label ব্যাংক জব. Show all posts

Friday 4 October 2019

প্রাইমারী স্পেশাল: জেনে রাখুন কাজে আসবে

#প্রাইমারী স্পেশাল: জেনে রাখুন কাজে আসবে
....
১/ধাতু কয় প্রকার-৩
২/বাংলা উপসর্গ কয়টি- ২১
৩/তৎসম উপসর্গ কয়টি-২০
৪/ফারসি উপসর্গ কয়টি-১০
৫/সমাস কয় প্রকার-৬
৬/বহুব্রীহি সমাস কয় প্রকার-৮
৭/তৎপুরুষ সমাস কয় প্রকার-৯
৮/কর্মধারয় সমাস কয় প্রকার-৪
৯/বাংলা ভাষায় বচন কয় প্রকার- ২
১০/সংখ্যাবাচক শব্দ কয় প্রকার-৪
১১/বাংলা সন্ধি কয় প্রকার-২
১২/বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কয় প্রকার-৩
১৩/উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়-২
১৪/উষ্মধ্বনি কয়টি-৪( শ, স, ষ,হ)
১৫/যৌগিক স্বরজ্ঞাপক কয়টি-২ (ঔ,ঐ)
১৬/পরাশ্রয়ী বর্ণ কয়টি- ৩টি
১৭/স্পর্শধ্বনি কয়টি-২৫
১৮/বাংলাভাষায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা-৮
১৯/মাত্রহীন বর্ণের সংখ্যা-১০
২০/ পূর্ণমাত্রা- ৩২
২১/গঠন অনুসারে শব্দ কয় প্রকার-২
২২/অর্থ অনুসারে শব্দ কয় প্রকার-৩
২৩/উৎস অনুসারে শব্দ কয় প্রকার-৫
২৪/পদ প্রধানত কয় প্রকার-২ (সব্যয়, অব্যয়)
২৫/সব্যয় পদ কয় প্রকার-৪
২৬/ পদ মোট কয় প্রকার-৫
২৭/বিশেষ্য পদ কয় প্রকার-৬
২৮/বিশেষণ পদ কয় প্রকার-২
২৯/ভাব বিশেষণ কয় প্রকার-৪
৩০/বাংলা ভাষায় কয় প্রকার অব্যয় শব্দ আছে-৩
৩১/অব্যয় পদ কয় প্রকার-৪
৩২/অনুসর্গ অব্যয় কয় প্রকার-২
৩৩/ক্রিয়ার ভাব কয় প্রকার-৪
৩৪/ক্রিয়ার কাল কয় প্রকার-৩
৩৫/কারক কয় প্রকার-৬
৩৬/আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে-৩
৩৪/প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে -২টি ( উদ্দেশ্য , বিধেয়)
৩৫/গঠন অনুসারে বাক্য কয় প্রকার-৩
৩৬/আশ্রিত খন্ডবাক্য কয় প্রকার-৩
৩৭/ শব্দের ব্যবহার কয় ধরনের-২
৩৮/বাচ্য কয় প্রকার-৩
৩৯/উক্তি কয় প্রকার-২
৪০/যতি বা ছেদ চিহ্ন-১২ টি( নবম-দশম শ্রেণী)
৪১/ধাতুর গণ-২০টি
৪২/অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু-৫টি
৪৩/দ্বিরুক্ত শব্দ কয় প্রকার-৩

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা।

যোগ্যতা-
মানবিক বিভাগের জন্য HSC+SSC (7.00)
বানিজ্য HSC+SSC (7.50)
বিজ্ঞান (8.00)
বিশেষ দ্রষ্টব্য - এইচ এস সি পরিক্ষায় সকল সাবজেক্টে নুন্যতম ৩.০০ তথা B গ্রেড থাকতে হবে নতুবা আবেদন করা যাবে না।
আরো একটি লাইন সংযুক্ত করা হয়েছে যে
অর্থনীতিতে B গ্রেড ও গনিতে এ গ্রেড থাকতে হবে। তবে একটু অপেক্ষা করতে হবে যে আসলেই গনিতে এ গ্রেড এর নিচে আবেদন করা যাবে কি না। গনিতের রিকুয়ারমেন্ট কোনভাবে ই গ্রহনযোগ্য নয় কারণ D ইউনিট থেকে সাইন্স এর স্টুডেন্ট কখনো বিজ্ঞানের সাবজেক্ট পাবে না সুতরাং এ তথ্যটি হয়ত অন্য কিছু মিন করতেছে কাল ব্যাপারটি ক্লিয়ার করব।
প্রশ্ন প্যাটার্ন
এম সি কিউ ৭৫ মার্কস ৫০ মিনিট।
বাংলা-১৬*১.২৫-২০
ইংরেজী-১৬*১.২৫-২০
জিকে-৩৫
পাশ মার্ক - ৩০
এম সি কিউ তে পাশ না করলে লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হবে না।
লিখিত অংশ
বাংলা-১৫
ইংরেজী-১৫
জিকে(বিশ্লেষনধর্মী)-১৫
বিশ্লেষণ ধর্মীটা আবার কি?
কিছুই না মনে কর কোন একটা ঘটনার পটভুমি বা কারণ কিংবা যা ই হোক এগুলা নিয়া ২/৫ লাইন লিখতে বলা হবে।।
বি দ্র - সাধারণ জ্ঞানের MCQ অংশে মাধ্যমিক গনিত ও আইসিটি থেকে প্রশ্ন আসবে।
একদম ই চিন্তা করার কিছু নেই, আসলে এখন থেকে ই বিসিএস এর জন্য তোমাদের প্রস্তুত করতেছে ঢাবি 😀
খুব সহজ সহজ কিছু গনিত দিবে যা তোমরা SSC তে করে এসেছ। ঐ মৌলিক সংখ্যা, পুর্ন সংখ্যা,ল সা গু, গ সা গু, জোড় বিজোড় এগুলাই।
কেউ না পরলেও এগুলা পারবা।
আইসিটি নিয়া কি কারো সমস্যা হবে?
ভাই তুই কি HSC পাশ করছস?
বাকি দেখে লেখে পাশ করছ?
আইসিটি তে আহামরি কঠিন কিছু হবে না সুতরাং কমেন্ট এর ঝড় না তুলে বাংলা ইংরেজি GK পড়।
পাশ মার্ক আলাদা আলাদা( MCQ)
Bangla - 06
English -06
Gk-12
Total- 30 পেতে হবে MCQ অংশ।
লিখিত অংশে আলাদা পাশ নেই।
টোটাল ৪৫ এ ১২ পেতে হবে।
এবং সব কিছু মিলিয়ে ৪৮ পেলে D ইউনিটের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ।

কারেন্ট অ্যাফের্য়াস -মে/১৯

কারেন্ট অ্যাফের্য়াস -মে/১৯
১| বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত?
®___৭৭১.৫০ কোটি
®___বৃদ্ধির হার ১.১%
®___সার্কভুক্ত আফগানিস্তানে বৃদ্ধির হার ২.৮%
®___সার্কে কম বৃদ্ধির হার শ্রীলংকায় ০.৪%
০২| ২০১৯ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
®___নরওয়ে
®___বাংলাদেশ ১৫০তম
®___সর্বনিম্নে তুর্কিমেনিস্তান
০৩| বৈশ্বিক ই-কমার্স বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি?
®___যুক্তরাষ্ট্র
০৪| ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশ কততম?
®___৯ম।
০৫| "সাগরকন্যা"নামে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
®___১৮ কিলোমিটার
০৬| "National Thowheed Jamath (NTJ) কোন দেশভিত্তিক জিহাদী গ্রুপ?
®___শ্রীলংকার
®___২০১৪ সালে কাট্টাকুড়ি মুসলিম অধ্যুষিত শহরে কার্যক্রম চালু করে
০৭| দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনির প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
®___কুয়াকাটা,পটুয়াখালীতে।
০৮| ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্মিত দেশের প্রথম স্বয়ংক্রিয় আন্ডার ওটায়ার রোবটের নাম কী?
®___ডুবুরি
০৯| বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরি করে কোন দেশ?
®___চীন
®___নাম Marine Lizard.
১০| বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম 5G(5th Generation) চালু করে কোন দেশ?
®___দক্ষিণ কোরিয়া
®___চালু করে ৩ এপ্রিল ২০১৯।
১১| বিশ্বের দীর্ঘতম লবণ গুহার(Salt Cave)নাম কী ও কোথায় অবস্থিত?
®___নাম মালহ্যাম গুহা(Malham Cave)
®___ইসরাইলে অবস্থিত।
১২| বর্তমান ইস্পাত শিল্প প্রক্রিয়ার জনক কে?
®___স্যার হেনরি বেসিমির,ইংল্যান্ড
১৩| বিশ্বের প্রথম "কোরআন পার্ক" কোথায় অবস্থিত?
®___দুবাই,সংযুক্ত আরব আমিরাত
১৪| "International Year of Plant Health" কোন সাল?
®___২০২০ সাল।
১৫| WikiLeaks'র প্রতিষ্ঠাতা "জুলিয়ান অ্যাসাঞ্জকে" যুক্তরাজ্যে অবস্থিত কোন দেশের দূতাবাস থেকে গ্রেফতার করা হয়?
®___ইকুয়েডর দূতাবাস থেকে।
১৬| "ক্যাডমিয়াম" কী?
®___আর্সেনিকের মতই এক ধরনের টক্সিন।
১৭| কোন ৩টি ইকোনমিক জোন নিয়ে "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর"গঠিত?
®___মিসরাই
®___সীতাকুণ্ড ও
®___ফেনী জোন নিয়ে।
১৮| পাঙাশ মাছের পাউডার উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যাল?
®___বাকৃবি(বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ)
১৯| ২৫ এপ্রিল ২০১৯ "ঢাকা-রাজশাহী" রুটে চালু বিরতিহহীন ট্রেনের নাম কী?
®___বনলতা এক্সপ্রেস
২০|"আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো"জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার কে?
®___টিটু পাগল।
®___নোট প্রণয়নে রমজান
২১| "২০১৭-১৮" অর্থবছরে দেশে উৎপাদিত শীর্ষ ফল কোনটি?
®___তরমুজ
২২| প্রস্তাবিত ৬ষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
®___হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
২৩| বর্তমানে দেশে মাথাপিছু আয় কত?(সাময়িক)
®___১৯০৯
®___মাথাপিছু জিডিপি ১৮২৭ মা.ড.
®___প্রবৃদ্ধির হার ৮.১৩%
®___কৃষি খাতের প্রবৃদ্ধি ৩.৫১%
®___শিল্পে ১৩.০২%(অবদান ৩৫.১৪%)
®___সেবা ৬.৫০%(অবদান ৫১.২৬%)
২৪| জাপানের বর্তমান সম্রাটের নাম কী?
®___নারুহিতো
®___নতুন রাজকীয় যুগের নাম দেয় Reiwa.
২৫| নেপালের প্রথম স্যাটেলাইটের নাম?
®___Nepali Sat-1
®___উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯
২৬| ইউক্রেনের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
®___বলোদিমার জেলেনস্কি
®___স্লোভাকিয়ার ১ম নারী প্রেসি. জুজানা কাপুতোভা
২৭| প্রবাসী আয় ও রেমিটেন্স অর্জনে শীর্ষ কোনটি?
®___ভারত
®___বাংলাদেশ ৯ম
২৮| প্রবাসী আয় ও রেমিটেন্স অর্জনে বাংলাদেশে GDP তে অবদান?
®___৫.৪%
®___সর্বাধিক অবদান রাখা দেশ টোঙ্গা
২৯| "জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) এর বর্তমান সদস্য কত?
®___১৭০টি
®___১৭০তম দেশ অ্যান্টিগুয়া & বারমুডা
৩০| ১১তম BRICKS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
®___ব্রাসিলিয়া, ব্রাজিল
®___তারিখ ১৩-১৪ নভেম্বর ২০১৯ এ
৩১| বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
®___১৬.৮১ কোটি
®___বিশ্বে ৮ম
®___বৃদ্ধির হার ১.১%
৩২| জনসংখ্যা বৃদ্ধির সর্বাধিক হার কোন দেশের?
®___ওমানের
®___কম সিরিয়ার
®___জনসংখ্যায় শীর্ষ দেশ চীন

Some translation that we must know-পরিবেশ টা সুন্দর না?

Some translation that we must know
1.পরিবেশ টা সুন্দর না?
=> Isn't the environment beautiful?
2.কোন হৈ চৈ আছে?
=>Is there any noise?
3.আমিকি কাওকে গালি দিয়েছি?
=> Did i abuse anyone?
4.কাহারো বিরুদ্ধে বলিয়াছি?
=>Did i talk against anyone?
5.তারপরও একদল লোক বলবে তাহেরি ভালা না
=> Although a group of people will say Taheree isn't Good.
6.একটু চা খাচ্ছি
=I am taking tea.
7.আপনারা খাবেন?
=will you take?
8.ঢেলে দিব? ঢেলে দেই?
=Dele Dibo?? Dele Dei??

বিসিএস+ব্যাংক প্রিলি প্রস্তুতি

বিসিএস+ব্যাংক প্রিলি প্রস্তুতি
শব্দের অর্থঃ
--------------
গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ,পড়া থাকলে যেকোন পরীক্ষায় কাজ দিবে:
১) সালতি-- ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ-- সন্ধ্যা
৩) কূপমণ্ডূক-- কুনোব্যাঙ
৪) আহব-- যুদ্ধ
৫) সওগাত-- উপহার
৬) হোমাগ্নি-- আগুন
৭) মুঢ়োতা-- কুসংস্কার
৮) বামেতর-- ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য--নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ--ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান-- বালিশ
২৬) অনীক-- সৈনিক
২৭) উপরোধ-- অনুরোধ
২৮) শুখো--অনাবৃষ্টি কিন্তু হাজা - অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক - নকলবাজ
৩০) শীকর -- বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ--লাল পদ্ম।
৩২) নীর--পানি কিন্তু নীড়--পাখির বাসা
৩৩) মক্ষিকা--মাছি।
৩৪) পাণি--হাত।
৩৫) ওদন - অন্ন, খাবার
৩৬) সমীরণ--বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা--কলা
৩৯) পনস-- কাঁঠাল
৪০) বুধ--জ্ঞানী
৪১) তাঞ্জাম--পালকি
৪২) আকাল -- দুর্ভিক্ষ।
৪৩) মার্জার -- বিড়াল।
৪৪) অভিনিবেশ -- মনোযোগ।
৪৫) নির্মোক -- সাপের খোলস।
৪৬) শ্বশ্রু - শাশুড়ি কিন্তু শ্মশ্রু --গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম - গতিশীল ।
৪৮) বহুব্রীহি - বহু ধান।
৪৯) অপলাপ - অস্বীকার
৫০) কিরীট - মুকুট কিন্তু কিরীটিনী - মুকুট ভূষিত।
৫১) কৌমুদি - জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ - এই রকম কিন্তু তাদৃশ - সে রকম।
৫৪) বারীন্দ্র - সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী - গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট-- মুরগী।
৫৯) বেসাতি - কেনা বেচা।
৬০) অরবিন্দ -- পদ্ম
৬১) মকর - সমুদ্র।
৬২) নীপবৃক্ষ - কদম গাছ।
৬৩) রসাল - আম।
৬৪) বারিধি - সমুদ্র।
৬৫) আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান - মাছ।
৬৭) ওয়াগণ - মালগাড়ি।
৬৮) আরক্ত - লালচে।
৬৯) বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট - দাঙ্গা।
৭১) আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার-- আপ্যায়ন।
৭৩) বহিত্র - নৌকা।
৭৪) দামিনী - বিদ্যুৎ।
৭৫) জলধি - সমুদ্র।
৭৬) বিবর্ধন - উত্তেজনা।
৭৭) বিরাগী - উদাসীন।
৭৮) বীচী - তরঙ্গ।
৭৯) খপোত - উড়োজাহাজ।
৮০) রাতুল - লাল।
৮১) উর্ণনাভ - মাকড়সা।
৮২) নির্বন্ধ - বিধান।
৮৩) শম্বর - হরিণ।
৮৪) গোকুল - গরু জাতি।
৮৫) মকমক - ব্যাঙের ডাক।
৮৬) পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
৮৭) অভিধান- শব্দার্থ।
৮৮) গবাক্ষ - জানালা।
৮৯) মার্তন্ড - সূর্য।
৯০) অনল--আগুন কিন্তু অনিল--বাতাস
৯১) পাবক-- আগুন কিন্তু পবন অর্থ--বাতাস
৯২) ক্ষণদা--রাত কিন্তু ক্ষণপ্রভা-- বিদ্যুৎ
৯৩) নিশা--রাত কিন্তু নিশাকর/নিশাকান্ত-- চাঁদ
৯৪) রজনী--রাত কিন্তু রজনীকান্ত-- চাঁদ
৯৫) মৃণাল--পদ্ম কিন্তু মৃগাঙ্ক-- চাঁদ
৯৬) কুমুদ--পদ্ম কিন্তু কুমুদনাথ--চাঁদ
৯৭) ভবন--ঘর কিন্তু ভূবন-- পৃথিবী
৯৮) ভূ--পৃথিবী কিন্তু ভূধর--পাহাড়
৯৯) মহী-- পৃথিবী কিন্তু মহীধর-- পাহাড়
১০০) কল্লোল--ঢেউ কিন্তু কল্লোলিনী--নদী

Wednesday 9 January 2019

চাকরির পড়াশুনায় ভাল করার ১০টি কৌশল

চাকরির পড়াশুনায় ভাল করার ১০টি কৌশল :

১। প্রতিদিন একটি নির্ধারিত সময় ধরে পড়াতে হবে। যেমন ৪ঘন্টা/৫ঘন্টা/বেশি। যে করেই হোক কমপক্ষে নির্ধারিত সময়টুকু প্রতিদিন পড়তে হবে।
.
২। নির্ধারিত সময় ঠিক রাখার জন্য প্রয়োজনে যাত্রাপথেও পড়তে হবে। যেমন: বাসে, ট্রেনে...ইত্যাদি। প্রতিদিন নির্ধারিত সময়ের টার্গেট শেষ করে অতিরিক্ত সময় পড়ার চেষ্টা করতে হবে।
.
৩। একনাগাড়ে বেশিক্ষণ একই সাবজেক্ট পড়াশোনা না করাই ভাল। একই সাবজেক্ট সর্বোচ্চ ২ঘণ্টা পড়তে পারেন, এরপর সাবজেক্ট পরিবর্তন করুন। সাবজেক্ট পরিবর্তন করলে,পড়ায় গতি আসে এবং মনে সন্তুষ্টি আসে।
.
৪। বইয়ের পড়াশুনায় নিবিড় মনোনিবেশ করতে হবে। সাবজেক্ট পরিবর্তন করার ফাঁকেফাঁকে যদি ইচ্ছা হয় নির্দিষ্ট সময়ের জন্য ফেইসবুকের স্টাডি গ্রুপে ঢুকতে পারেন। তবে ফেইসবুক স্ক্রল করে ভিডিও দেখা কিংবা আজেবাজে খবর পড়া থেকে অবশ্যই বিরত থাকবেন।
.
৫। সাবজেক্টভিত্তিক ছোট ছোট লক্ষ্য তৈরী করলে ভাল হয়।যেমন: কোনো একটি সাবজেক্ট এর কোনো একটি অধ্যায় কত সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছেন তা আগে থেকেই লক্ষ্য স্থির করে নেয়া। এতে পড়ায় গতি আসে।
.
৬। মুখস্থ নয়, বুঝে বুঝে পড়তে হবে। অনেকেই আছেন কোনো একটি বিষয় না বুঝেই অন্ধের মতো মুখস্থ করে ফেলেন। এতে পরীক্ষা দিতে গিয়ে মনে করতে পারেন না এবং পরীক্ষায় দিয়ে আসতে পারেন না। তাই বুঝে পড়তে হবে।
.
৭। বিভিন্ন সোর্স থেকে পড়তে হবে। বুঝে বুঝে পড়ার একটি চমৎকার উপায় হচ্ছে একই টপিক বিভিন্ন সোর্স থেকে পড়া। এই ক্ষেত্রে ইন্টারনেট দারুণ ভুমিকা রাখে। ইন্টারনেটে সার্চ দিয়ে প্রায় অধিকাংশ তথ্যই পাওয়া যায়।
.
৮। কারো সাথে শেয়ার করে পড়তে পারেন। এতে ভুল তথ্য পড়া থেকে মুক্তি লাভ করা যায়। পড়া শেয়ার করার ক্ষেত্রে ফেইসবুকের স্টাডি গ্রুপগুলো ভাল স্থান।
স্টাডি গ্রুপে লেখা শেয়ার করলে, গ্রুপের সদস্যগণ কমেন্ট করে ভুল ধরিয়ে দেয়।
.
৯। আপনার থেকে ছোটো কাউকে শেখাতে পারেন।এতে একটা বিষয় আপনার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে। আশেপাশে কেউ না থাকলে, ফেইসবুকের স্টাডি গ্রুপের মাধ্যমে অন্যদেরকে শিখাতে পারেন।
.
১০। মোবাইল ফোন যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। প্রিয় মানুষ যেমন: মা-বাবার সাথে একটি নির্ধারিত সময়ে ফোন করবেন (তবে জরুরি বিষয়ে যেকোনো সময়)। 

Monday 18 December 2017

ইংরেজি শিখার স্মার্ট পদ্ধতি

[About to=প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি]
.......................................................................
❍ আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম।
I was about to fall asleep.
.
❍ আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম।
I was about to reach.
.
❍ চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম।
I was about to catch the thief.
.
❍ আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম।
I was about to call you.
.
❍ আমিতো মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম।
I was about to buy the mobile.
.
❍ আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম।
I was about to get the job.
.
❍ ট্রেনটা প্রায় ধরেই ফেলেছিলাম।
I was about to catch the train.
.
❍ আমি প্রায় বাহিরে চলে যাচ্ছিলাম
I was about to go out.
.
❍ আমি প্রায় একই জিনিসটা বলতে চাচ্ছিলাম
I was about to say the same thing.
.
❍ আমি প্রায় ইমেইলটা আপনাকে পাঠাচ্ছিলাম
I was about to send you the Email.
.
❍ আমি কিছু পানীয় অর্ডার করতে যাচ্ছিলাম
I was about to order some drinks.
.
❍ আমি প্রায় মরে গিয়েছিলাম
I was about to die.

Friday 1 December 2017

যে সব কারণে আপনার প্রেম টিকবে না


ধরে নিলাম, আপনি ব্যাংকের প্রিলী উতরে গেছেন। আপনার সামনে থাকবে রিটেন ও ভায়ভা। রিটেনে ভাল মার্কস পেলেই কেবল আপনি ভাইভার যন্য সিলেক্টেড হবেন এবং একটু বেশী ভালো মার্কস পেলেই চাকরীটা নিষ্চিত হবে। আর চাকরিটা নিশ্চিত হলেই কেবল হয়ে থাকা প্রেমটা পুর্নতা পাবে।Image may contain: 6 people, indoor


আপনারা অবষ্যই জানেন যে, ব্যাংকের রিটেনে একটা হ্যাণ্ডসাম মার্কস বরাদ্ধ থাকে ফুকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, টিরানশ্লেশন ইত্যাদি বিষয়ে। এসব যায়গায় ভালো মার্কস না পেলে অদুর ভবিষ্যতে আপনার প্রেমটা টিকবে না।
এখন দেখী কি সব কারনে আপনার প্রেম টিকবে না-
১।ফোকাস এবং ক্রিটিক্যাল রাইটিংয়ে আপনার Introdaction টা সুন্দন হয়নি। সাদারণ হয়েছে;
২। রাইটিং এর বডিতে প্রচুর তথ্য আছে কিন্তু Irelevant;
৩। প্রয়োজনিয় স্থানে প্যারা করেন নাই;
৪। Transitional Markerগুলো সঠীকভাবে ব্যাবহার করা হয়নি;
৫। আপনি গ্রাফ ব্যবহার করেছেন কিন্তু ব্যখ্যা করেন নাই;
৬। Conclution টা গতানুগতীক হয়ে গেছে;
৭। Simple করতে গিয়ে এত বেশি simple করে ফেলেছেন যে, পুরো লেখাটা নাইন-টেন স্ট্যান্ডার্ট হয়ে গেছে;
৮। Translation এ Subject-Verb Agreement ঠিক হয়নি;
৯। Modifierগুলো সঠিক স্থানে বসাননি;
১০। বাংলার ক্ষেত্রে, সাধু-চলিত মিষিয়ে পয়মাল করে দিয়েছেন;
১১। সর্বোপরি, এই লেখায় কষ্ট করে যে পরিমান বানান ভূল করেছি, পরীক্ষার খাতায় আপনি সেটাই সহজে করে এসেছেন।
শেষ কথা, উপরের দোষগুলো ঝেড়ে ফেলতে পারলেই কেবল আপনি ভাল মার্কস পেতে পারেন এবং সুতোয় ঝুলতে থাকা প্রেমটাকে কুয়াকাটা পর্যন্ত নিয়ে যেতে পারেন বাঁশপাতা রঙের খামে(Appointment Letter) করে।
[বিঃদ্রঃ ইচ্ছাকৃত ভুল বানানে লেখা এই পোস্ট পড়তে গিয়ে যারা নিজের চোখকে কষ্ট দিয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি। তারপরও বলুন তো, এই ভুল বানানে লেখাটা যদি ফোকাস রাইটিং হত, আপনি ১০ এর মধ্যে কত দিতেন?]
ধন্যবাদান্তে,

Md Mohshin

Senior Officer at Janata Bank Limited
সনাতন দা

Saturday 4 November 2017

সিরিয়াসলি যারা বিসিএস ক্যাডার হতে চান তাদের উদ্দেশ্য

সিরিয়াসলি যারা বিসিএস ক্যাডার হতে চান তাদের উদ্দেশ্য:
আপনি মানলেও সত্য, না মানলেও সত্য যে, প্রেম-পিরিতি বড়ই প্যারাদায়ক। এই প্যারা সর্বোচ্চ পর্যায়েই পৌঁছাবে আপনার বিসিএস প্রস্তুতির সময়। প্যারাময় আর সার্বক্ষণিক অস্থিরতার এই প্রেম-পিরিতির জটিল সম্পর্ককে টিকিয়ে রেখে প্রস্তুতি নিতে পারবেন হয়তো, কিন্তু, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোটা বহু কষ্টের হবে, অনেকের জন্য অসম্ভব হয়ে যাবে।
পার্থিব একটা নিয়মই হলো, ভালো লক্ষ্যে পৌঁছাতে গেলে তার মূল পরীক্ষাসহ পারিপার্শ্বিক আরো অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অধিকাংশ মানুষই পারিপার্শ্বিক পরীক্ষার দ্বন্দ্বে মূল পরীক্ষায় অকৃতকার্য হয়।
বিসিএসের ক্ষেত্রেও প্রিলি-রিটেন-ভাইভার পাশাপাশি বাস্তব জীবনের অনেক পারিপার্শ্বিক পরীক্ষা আসবে।
সেই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক পরীক্ষা হচ্ছে প্রেম-পিরিতি ঘটিত সম্পর্ককেন্দ্রিক জটিলতা!
অন্যসব জটিলতাকে আপনার ঐকান্তিক চেষ্টায় কাটিয়ে উঠতে পারলেও প্রেম-পিরিতির ঝামেলাটা সহজে কাটাতে পারবেন না। আপনি নিশ্চিত চরম ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কারণ, এখানে দুটি জীবনসহ দুটি পরিবার জড়িত থাকে। মানসিক অস্থিরতা নিয়ে আর যাই-ই হোন না কেন বিসিএস ক্যাডার হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে।
আমার দেখা অসংখ্য ছাত্র-ছাত্রী চরম মেধাবী এবং ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও ক্যাডার হতে পারেনি। পরীক্ষার রাতেও আমি অনেককে ফোনে ঝগড়া করতে দেখেছি চরম উত্তেজিত অবস্থায়। ওরা পারেনি।
বিষয়টা একটু ভাবুন। একান্ত ব্যক্তিগত বিষয়ে সবাই সেনসিটিভ হয়।
যাহোক, সমাধানের ব্যাপারে দুটো কথা বলি।
#সমাধান_এক: কোনোভাবে সম্ভব হলে সম্পর্কটির আপাতত ইতি টানুন। আপনার ভালবাসার মানুষটি আপনার জন্য নির্ধারিত হলে জীবনসঙ্গী হিসেবে যেকোনভাবেই দিনশেষে তাকেই পাবেন।
সম্পর্কের ইতি টানায় কিছুদিন খারাপ লাগলেও সময় সব ঘা শুকিয়ে দেবে।
#সমাধান_দুই: বিসিএস ক্যান্ডিডেটরা অনার্স-মাস্টার্স শেষ করা জনশক্তি, বিয়ের বয়স সবারই হয়েছে! কোনোভাবে সম্ভব হলে ভালবাসার মানুষটিকে বিয়ে করে ফেলুন। তাতে দায়িত্বের চাপে, কিছু করার তাড়নায় আপনার পেছনে রকেটের মতো আগুন জ্বলবে। আল্লাহ্ চাইলে আপনি অন্যদের চেয়ে অল্প সময়েই গন্তব্যে পৌঁছাবেন ইনশা-আল্লাহ্।
এক্ষেত্রে আপনি হয়তো সমাজের তিরস্কারের কথা ভাববেন। ঘাবড়াবেন না। সমাজের কথা ভেবে আপনি কখনো আপনার সিদ্ধান্তে পিছপা হবেন না। এই সমাজ আপনাকে শুধু টেনে নিচে নামানোর চেষ্টা করবে, কখনো ঠেলে উপরে উঠাবে না। আর সমাজ একটা আপেক্ষিক বিষয়। যে সমাজ আজ আপনার নিন্দায় মত্ত থাকবে, ঐ সমাজই আপনার সফলতায় হৈ চৈ শুরু করবে, আপনাকে নিয়ে গর্ব করবে।
আপনাকে নিয়ে তিরস্কার-নিন্দা-সমালোচনাই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে যদি চ্যালেঞ্জটা নিতে পারেন।
আর একটা কথা। জীবন শুধু বিসিএস ক্যাডার হওয়াতেই সীমাবদ্ধ নয়। এর আরো অনেক গুরুত্বপূর্ণ দিক আছে। নিজের মন-প্রাণ উজাড় করে ভালবাসার মানুষটিকে হারিয়ে ফেললে অনেক প্রভাবশালী বিসিএস ক্যাডার হয়েও জীবনটা আপনার পানসে হয়ে যাবে!
জীবন আপনার, সিদ্ধান্তও আপনার।
আমার কথাগুলোর সাথে আপনার দ্বিমত থাকা স্বাভাবিক। আর সবার জীবনের ঘটনাপ্রবাহও এক না।
সব প্রেম-পিরিতিও এক না। আমি এরকম অসংখ্য সফলতা-ব্যর্থতা খুব কাছে পর্যবেক্ষণ করেছি। অনেকে তাদের জীবনের ঘটনা আমার কাছে শেয়ার করে সমাধানের ব্যাপারে পরামর্শ চেয়েছে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
অনেকের সমস্যা এতো জটিল হয়েছে যে, তা সমাধান করে তার লক্ষ্যে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময় আর হাতে নাই। তাই সময় থাকতে জেগে উঠুন, ভাবুন, আপনার জীবনের নিয়ন্ত্রণ কিছুটা হলেও আপনার হাতে নিয়ে নিন।
আর একটি কথা। অনেকে বলবেন, যা হবার তা হবে, সবই আল্লাহ্'র হাতে!
ভাই, সবই আল্লাহ্'র হাতে থাকলে আর হাশর-কেয়ামত-বিচার-মিযান-পুলসিরাত-জান্নাত-জাহান্নামের ব্যাপার থাকতো না। পৃথিবীতে মানুষ তার কাজ-কর্ম-মতামতের জন্য কিছুটা স্বাধীন বলেই আখিরাতে মানুষের বিচার-আচার হবে।
যাহোক, আমার ক্ষুদ্রজ্ঞানে অনেক কথা বললাম। আপনাদের জানাশোনার কাছে আমি কিছুই না।
ভুল হলে ক্ষমা করবেন।
আপনাদের শুভকামনায়-
কৃষিবিদ ইমরান আহমদ
৩৬তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত)

ভোকাবুলারি শেখার সেরা কৌশলসমুহঃ

ভোকাবুলারি শেখার সেরা কৌশলসমুহঃ
"Word Power", "Word Smart"-এর পিডিএফ কপি সহ অনেকগুলো লিঙ্ক দিয়ে দিলামঃ
জীবনে সবচাইতে বেশী বার যে প্রশ্নটি আমি শুনেছি তা হচ্ছে " স্যার, ভোকাবুলারি মনে থাকে না, কি করব? "
....................................................................................................
মজার ব্যাপার হচ্ছে যে লোকজন এই ভোকাবুলারি শিখার ব্যাপারে যতটা আগ্রহ প্রকাশ করে শেষ পর্যন্ত তার আগ্রহ কিন্তু আসলেই ততটা আর থাকে না। কারন ভোকাবুলারি শেখা আসলে কোনো কালেই সহজ ছিল না ।
................................................................................................
শুধমাত্র তীব্র আগ্রহ আর অসীম ধৈর্য-ই পারে একজন মানুষকে এই সফলতার স্বাদ দিতে। সুতরাং ভোকাবুলারি শেখার জন্য আপনার লাগবে "A powerful urge to learn"
.....................................................................................................
ইংরেজি ভোকাবুলারি শেখার জন্য বছরের পর বছর ধরে নানান দেশে নানা ধরনের পদ্ধতি-ই মানুষ অবলম্বন করছে। তার মধ্যে সবচাইতে জনপ্রিয় পদ্ধতিগুলো এক এক করে আলোচনা করছিঃ
................................................................................................
ভোকাবুলারি শেখার জন্য বাংলা একাডেমীর বাংলা টু ইংলিশ ডিকশনারি-টাই এখনো আমার কাছে পর্যন্ত সবচেয়ে বেশী নির্ভরযোগ্য মনে হয়। যেকোনো ইংরেজি শব্দের অর্থই পরিষ্কার বাংলায় না বুঝা পর্যন্ত টা আপনার কোনো কাজেই আসবে না। তাই এখুনি ডাউনলোড করে রেখে দিন আপনার পি সি তে। দরকারে কাজে লাগতে পারে।
http://bangladeshresult24.com/free-download-bangla-academy…/
..................................................... ...........................................
ভোকাবুলারি শেখার আরেকটি জনপ্রিয় পদ্ধতি হছে mnemonic এর মাধ্যমে শেখা। এই পদ্ধতিটি আপাতদৃষ্টিতে খুব-ই ভালো মনে হলেও মূলত এটা খুব একটা কার্যকরী নয়। এই পদ্ধতি-টা অনেকটা চানাচুর খাওয়ার মতো, যতক্ষণ খাবেন ততক্ষন মজাই লাগে কিন্তু শেষ পর্যন্ত তা শরীরের বিশেষ কোনো কাজে লাগে না।
এই পদ্ধতিতে মনে রখার জন্য একবার ঘুরে আসতে পারেন নিচের দেওয়া লিঙ্কটি থেকে। শিখতে পারেন আর নাই পারেন ভালো লাগবে বেশ।
http://www.mnemonicdictionary.com/wordlist/GREwordlist
......................................................................................................
ভোকাবুলারি মনে রাখার জন্য সবচাইতে বেশী চেষ্টা করা হয়েছে ছবির মাধ্যমে শেখানোর পদ্ধতি। মাঝে মাঝে খুব বোর ফিল করলে কিছুক্ষন থাকতে পারেন নিচের এই লিঙ্কটি-তে। ভালো লাগবে নিশ্চিত।
https://grepicture.wordpress.com/tag/gre-picture-words/
......................................................................................................
ছবির মাধ্যমে মনে রাখার জন্য আরেকটি ভালো সাইট
http://www.thepictionary.com/
......................................................................................................
একটি শব্দের যে কত-রকমের সমার্থক থাকতে পারে তা এই লিঙ্কটিতে গেলেই বুঝতে পারবেন। কিছু কিছু শব্দের অর্থ যেটা বাংলা একাডেমি'র ডিকশনারি কিংবা ক্যামব্রিজ এমনকি অক্সফোর্ড-এ-ও পাওয়া যায় না, এই সাইট-টি তার অভাব দুর করবে। লিখে রাখুন এই সাইট-টির নাম। কাজে লাগতেই পারে।
http://www.thefreedictionary.com/
......................................................................................................
মাঝে মাঝে আমাদের ঝটপট বাংলা অর্থ দরকার হয়। হাতের কাছে থাকে না ডিকশনারি। এমন সময় অনলাইন-এই পেয়ে যাবেন বাংলা একাডেমির ডিকশনারির ইংরেজি থেকে বাংলা মিনিং।
http://www.bdword.com/
......................................................................................................
অনলাইনে-ই ইংরেজ থেকে বাংলা মিনিং বের করতে চাইলে নিচের লিঙ্কটি-ও আপনাকে অনেক হেল্প করবেঃ
http://www.english-bangla.com/dictionary/word-book
......................................................................................................
এমন-ই আরেকটি ভালো লিঙ্কঃ
http://ovidhan.org/
......................................................................................................
ছবির মাধ্যমে GRE High Frequency শব্দের অর্থগুলো পাবেন এই লিঙ্ক-এঃ
https://www.greedge.com/word-of-the-day
......................................................................................................
নিজে নিজে পরিক্ষা দিতে চাইলে লগইন করুন নিচের লিঙ্কটি-তেঃ
http://www.majortests.com/gre/wordlist.php
......................................................................................................
ইদানীং বেশ কিছু পরীক্ষায় হুবহু কমন এসেছে নিচের লিঙ্কটি থেকে, তাই দেখে রাখুন। কাজে লাগবেইঃ
http://www.indiabix.com/verbal-ability/synonyms/003015
......................................................................................................
অনেকের কাছেই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে শিখতে ভালো লাগে, তাই সময় পেলে একবার দেখবেনঃ
https://quizlet.com/…/reading-vocabulary-torrent-flash-car…/
......................................................................................................
অনেকেই বইয়ের সফট কপি অর্থাৎ পিডিএফ ভার্সন খুব পছন্দ। টরেন্ট এর পাশাপাশি এই সাইট-টি থেকে ভোকাবুলারির উপর ;লেখা ক্যামব্রিজ এর প্রায় সকল বই সহ দুই-হাজার এর উপর ভোকাবুলারি'র উপর বই পাবেন এই লিঙ্কতি-টিতে গেলেই
(বইগুলো পড়তে না পারলেও কাভারগুলো অনেক ভালো লাগবে   )
https://search.4shared.com/q/CCAD/1/vocabulary
......................................................................................................
যারা ব্যারন্স এর ৩৫০০ ওয়ার্ড এর কথা শুনে আসছেন কিন্তু এত ভোকাবুলারি শিখতে পারবেন না বলে ধরেই নিয়েছেন তদের জন্য এই ৩৩৩ টি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এর পিডিএফ কপি টি কাজে লাগবেঃ
http://theteamxtreme.yolasite.com/…/Barrons-333-High-Freq-W…
.....................................................................................................
......................................................................................................
যারা SAT High Frequency 3500 words সবসময় হাতের কাছেই রাখতে চান তারা ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক টি থেকে। নীলক্ষেত থেকে ব্যারনস এর স্যাট বইটি থেকে যা পাবেন তার পুরো সফটকপি টাই দিয়ে দিলামঃ
http://www.edusportven.com/…/RECURSOS_files/3500%20Basic%20…
অথবা, নিচের লিঙ্ক টি থেকেও ডাউনলোড করতে পারেন। দুইটার ইমেজ দুই রকমের, যেইটা ভালো লাগবে ওইটা-ই পড়তে পারেন।
......................................................................................................
আর আপনি যদি GRE High Frequency 3500 words' র উপর বাংলায় ভুলে ভরা অসংখ্য বই থেকে ২/১ টা কিনেও ফেলেন, আশা করি নিচের লিঙ্কটি-তে গেলে আপনার আর ওসব দরকার হবে না। পুরো ৩৫০০ শব্দের সঠিক অর্থ সহ পাবেন নিচের লিঙ্ক টিতেঃ
https://wordpowermadeeasy.files.wordpress.com/…/gre_wordlis…
......................................................................................................
আর যদি মনে হয় যে ৩৫০০ শব্দ আপনি কখনোই মনে রাখতে পারবেন না, তাহলে ঝটপট করে ডাউনলোড করে নিন মাত্র ৩৩৩ টি ওয়ার্ড এর এই কালেকশন টি।
http://theteamxtreme.yolasite.com/…/Barrons-333-High-Freq-W…
......................................................................................................
সিয়াম মোশারফ হুসাইন কতৃক সম্পাদিত WORD MAP বইটির প্রশংসা অনেকের কাছেই শুনেছি। রেখে দিন এক কপি। নিচের লিঙ্কটিতে গেলেই পেয়ে যাবেন সফট কপি পিডিএফ আকারেঃ
http://higherstudyabroad.com/…/2…/02/WordMap-Version-2.0.pdf
..................... .................................................................................
আমার ছাত্রাবস্থায় বেশ কয়েক কপি কিনেছিলাম Word Power Made Easy-বইটি। বইটি খালি চুরি হয়ে যেত। তখন) আমি এইটার সফট কপি পাইনি। কয়েকদিন আগেই পেলাম। বইটার সফটকপি পেয়ে আমার খুব ভালো লেগেছিলো। আশা করি আপনাদের অনেকের-ই ভালো লাগেব। ডাউনলোড করে নিন এখন-ই। পরে মনে নাও থাকতে পারেঃ
https://www.mockbank.com/…/Word-Power-Made-Easy-IRDA-Englis…
.......................................................................................
ভোকাবুলারি শেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে খুব প্রশংসা পাওয়া
The Princeton Review- এর Word Smart-বইটির পিডিএফ কপি টি পাবেন নিচের এই লিঙ্কটিতেঃ
http://dl1322.xiaoma.com/dl_toefl/20150512/ls005.pdf

Saturday 9 September 2017

সাধারন জ্ঞান টেকনিক

সাধারন জ্ঞান টেকনিক( নিরক্ষর মুক্ত বাংলাদেশের জেলা কয়টি ও কি কি) By Rain's Education World part-1


Saturday 5 August 2017

Success doesn't come automatically.- পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।

পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।
প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই, বেচে থাকাটা
মূল্যহীন হয়ে যাওয়া নয়। এক দরজা থেকে ফিরিয়ে
দেয়ার মানেই, সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ,
জীবনের খেলায় কেউ দু-চার দিনে অল-আউট হয় না।
লাইফের টিভি সিরিয়াল, আট-দশটা এপিসোড হয়েই
বন্ধ হয়ে যায় না। এক সাবজেক্ট বা এক
সেমিস্টারের রেজাল্ট দিয়ে অনার্স-মাস্টার্সের
ওভারঅল সিজিপিএ নির্ধারিত হয় না।
.
তোমার ব্যর্থতার মানে, তোমার ভুল শুধরানোর
সুযোগ। তোমার পিছিয়ে পড়ার মানে, স্কিল
ডেভেলপ করতে উদ্বুদ্ধ করা। তোমাকে ধোঁকা
দেয়ার মানে, বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ
দেয়া। পরীক্ষায় বাম্বু খাওয়ার মানে, পড়ালেখার
ব্যাপারে সিরিয়াস হতে সতর্ক করে দেয়া। চাকরির
ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার মানে, পরের
ইন্টারভিউর জন্য ১০গুন ভালো প্রিপারেশন নিতে
ইঙ্গিত দেয়া।
কোদাল খুঁজে না পাওয়ার মানে, একটু বেশি কষ্ট
করে ছুরি বা গাছের ডাল দিয়েও মাটি খোঁড়ার
ডেডিকেশন আছে কিনা যাচাই করা। উঠানের গাছ
মরে যাওয়ার মানে, খালের পাড়ে-নদীর ধারে চারা
লাগাতে উৎসাহ দেয়া।
.
জীবনে ধোঁকা খাওয়া, বোকা হওয়া- সমস্যা না।
পরীক্ষার লাড্ডু পাওয়া, ছ্যাঁকা খাওয়াও- সমস্যা
না। সমস্যা হচ্ছে- সাময়িক ব্যর্থতা দেখে দমে
যাওয়া। আশানুরূপ ফল না দেখে, রাস্তা ছেড়ে
দেওয়া। ক্লান্ত হয়ে লক্ষ্য ভুলে যাওয়া। দৌড়ে যে
প্রথম হচ্ছে তার সাথে নিজেকে তুলনা করে হতাশ
হয়ো না। বরং তুমি দৌড়ে ২০তম হইলে তোমার
কম্পিটিশন হবে ১৯তম এর সাথে। তাকে পিছনে
ফেলাতে পারলে ১৮তম এর সাথে টেক্কা দিবে।
এইভাবে এক এক করে সামনে এগুতে পারলে, যখন
প্রথম তিন-চার জনে আসবে তখন ১ম জনের সাথে
নিজেকে তুলনা করবে।
.
শুনো, তোমার বাসায়, পকেটের টাকায়, মনের
জানালায় হাজারটা সমস্যা থাকতে পারে। রাতের
গরমে, ছারপোকার কামড়ে তোমার জীবন অতিষ্ঠ
হয়ে উঠতে পারে। তোমার বন্ধুদের প্রেমিকাসহ
ফুচকা খাওয়ার ছবি দেখে তোমার অন্তর হাহাকার
করে উঠতে পারে। তবে আজকের দিনটা চলে গেলে,
ক্যালেন্ডারের পাতাটা উল্টে গেলে, পাওয়া-না
পাওয়ার হিসেব কিন্তু লেখা হয়ে যাবে। জীবন
বেশি উপভোগ করতে গিয়ে, অনুশোচনা করো না।
এক্সট্রা মজা নিতে গিয়ে, এক্সট্রা সাজা জুটিয়ে
ফেলো না। আনন্দ আর ইফোর্ট এর মধ্যে ব্যালেন্স
রাখো। একদিন রিলাক্স করে, আড্ডা মেরে, ছয়দিন
ফুল স্পিডে কাজ করার এনার্জি সঞ্চয় করো। লেগে
থাকো। দেখবে, শত শত লাত্থি উষ্ঠা খেয়েও ঠিকই
ঘুরে দাড়িয়ে গেছ।
Best of Luck.

৩৮তম বি সি এস প্রিপারেশন

বাংলা_সাহিত্য


ভাষা অান্দোলন ভিত্তিক নাটক,ছোটগল্প, উপন্যাস *নাটক
কবর=মুনীর চৌধুরী*ছোটগল্পএকুশের গল্প=জহির রায়হান*উপন্যাসঅারেক ফাল্গুন=জহির রায়হানঅার্তনাদ=শওকত ওসমাননিরন্তর ঘণ্টাধ্বনি =সেলিনা হোসেন*সম্পাদিত গ্রন্থএকুশে ফেব্রুয়ারি =হাসান হাফিজুর রহমান*কবিতাকাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি=মাহবুব-উল-অালম চৌধুরী*চলচ্চিএজীবন থেকে নেওয়াlet there be light জহির রায়হানx

বিষয় :- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি। [400টি স্পেশাল এমসিকিউ] পর্ব :- 01 [আজ 00--50 পর্যন্ত] টাটকা মুখস্থ করে রাখবেন সবাই।

মো সাহেদুর রহমান সাহেদ ।
১. তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২. ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩. বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই-
ইনফরমেশন
৪. তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫. তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে
যুক্ত – তথ্য প্রযুক্তি
৬. ICT in Education Program প্রকাশ করে –
UNESCO
৭. কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮. তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে –
কম্পিউটার
৯. কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০. মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২. সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
১৩. Radio Communication System এ ব্রডকাস্টিং –
৩ ধরণের
১৪. PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫. দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭. ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮. ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯. ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০. ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১. NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২. ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯
সালে
২৪. ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায়
৫কোটি ২২লাখ (৩২%)
২৬. ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়
১৯৬৯-১৯৮৩
২৭. টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮. “Global Village” ও “The Medium is the
Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান
(১৯১১-১৯৮০)
২৯. The Gutenberg : The Making Typographic
Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০. Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪
সালে
৩১. বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান
প্রদান
৩২. বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩. কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণম
ূলক কাজ করা যায়
৩৪. বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার –
ওয়েবসাইট
৩৫. EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬. অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে
বলে – অফিস অটোমেশন
৩৭. IT+Entertainment = Xbox
৩৮. IT+Telecommunication = iPod
৩৯. IT+Consumer Electronics= Vaio
৪০. কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের
কম্পিউটারে
৪১. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা
হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২. রোবটের উপাদান- Power System, Actuator,
Sensor, Manipulation
৪৩. PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪. খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায়
শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫. নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা
ল্যারি
৪৬. মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭. চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮. MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource
Planning
৪৯. UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০. GPS এর পূর্ণরুপ – Global Positioning System
ধন্যবাদ সবাইকে
মো সাহেদুর রহমান সাহেদ।

About Bangladesh

# বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত ?
উ: ১৬০২ মার্কিন ডলার ।
# বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার কত?
উ: ১২.১ % । দারিদ্র্যের হার -- ২৩.৫ % ।
# জিডিপিতে প্রবৃদ্ধির হার কত ?
উ: ৭.২৪ % ।
# মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান কত ?
উ: ১৩৯ তম ।
# বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ?
উ: ১.৩৭ % । মোট জনসংখ্যা - ১৬.১৭ কোটি ।
# বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার কত ?
উ: ৬২.৭ % ।
# বাংলাদেশে মোট কতটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে ?
উ: ৩৮ টি ।
# বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত ?
উ: ৭০.৯ বছর । পুরুষের ৬৯.৪ বছর এবং নারীদের ৭২ বছর ।
# ২০১৬ - ১৭ অর্থবছরে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ?
উ: ৩৯৬.৮৮ লক্ষ মেঃটন ।
# দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার কত ?
উ: ১.৮১ % ।
# দেশে ডাক্তার প্রতি জনসংখ্যা কত ?
উ: ২৬২৮ জন ।
# বাংলাদেশে কয়টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে ?
--- ৭৬ টি । সরকারি - ৫৬ টি এবং বেসরকারি ২০ টি ।
# দেশে বর্তমানে গড় মুদ্রাস্ফীতির হার কত ?
উ: ৫.৫ % ।
# বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ?
উ: ৩২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার ।
# বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স কত ?
উ: ৯১৯৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার ।
# ২০১৬- ১৭ অর্থবছরে দেশে রপ্তানি আয় হয়েছে কত ?
উ: ২৫৯৪৬.০২ মিলিয়ন মার্কিন ডলার ।
# ২০১৬ - ১৭ অর্থবছরে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে কত ?
উ: ২,৩৩২ মিলিয়ন মার্কিন ডলার ।
# জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে মোট কত টাকা বরাদ্দ রাখা হয়েছে ?
উ: ৩,১০০ কোটি টাকা ।
# বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার কত ?
উ: ১৯,৫৬,০৫৬ কোটি টাকা ।
# বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত ?
উ: ১৪.৭৯ % ।
# সেবা খাতের অবদান - ৫২.৭৩ %
# শিল্প খাতের অবদান - ৩২.৪৮ % ।
# ২০১৬-১৭ অর্বথছরে দেশে মোট বিনিয়োগ হয়েছে কত কোটি টাকা ?
উ: ৫,৯২,০৭৪ কোটি টাকা ।
# দেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ?
উ: ৮০ ভাগ ।
# দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত ?
উ: ১৩,১৭৯ মেগাওয়াট ।
# বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কতটি ?
উ: ২৭ টি ।
# দেশে মোট প্রকৃত গ্যাসের উৎপাদন কত ?
উ: ১৪.৩৮ ট্রিলিয়ন ঘনফুট । উত্তোলনযোগ্য - ১২.৭৪ ট্রিলিয়ন ঘনফুট ।
# বাংলাদেশে মোট জ্বালানি তেলের মজুদ রয়েছে ?
উ: ১২.২১ লক্ষ মেট্রিক টন ।