Pages

Sunday, 27 November 2016

What is GRE? GRE নিয়ে কমন প্রশ্নোত্তরগুলো


জিআরই নিয়ে কমন প্রশ্নোত্তরগুলো এখানে আলোচনা করা হলো।
What is GRE?GRE = Graduate Record Examination, একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য লাগে। বিস্তারিত এইখানে, NexTop’s note- All About GRE
I have taken IELTS/TOEFL. Do I have to take GRE?হ্যাঁ, GRE দিলেও আপনাকে IELTS বা TOEFL দিতে হবে। GRE হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডি করার মেধা আপনার আছে কিনা, সেটা দেখার জন্য, আর TOEFL বা IELTS হচ্ছে ইংরেজিতে আপনার দক্ষতা যাচাই করার জন্য। সূতরাং, GRE and TOEFL are complementary to each other, not supplementary. You have to take both to apply in US universities.
How can I register for GRE?www.gre.org তে গিয়ে সাইন আপ করে একাউন্ট খুলুন। এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করতে হবে। ক্রেডিট কার্ড সেবার জন্য আমাদের (NexTop-USA এর) সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে ক্রেডিট কার্ড সার্ভিস দিয়ে থাকি……
Where and when can I sit for GRE?Exam centre – American Alumni Association (AAA), House# 145, Road 13B, Block # E, Banani, Dhaka. সপ্তাহে ৪ দিন পরীক্ষা নেয়া হয়। GRE বছরে পাঁচবার দেয়া যায়, কিন্তু একবার দেয়ার পরবর্তী 30 দিনের মাথায় আর দেয়া যায়না।
How many months does it take to prepare for GRE?আপনার নিষ্ঠা এবং মেধার ওপর নির্ভর করবে। গড়ে চার মাসের মধ্যে হয়ে যাবার কথা……
Is coaching guidance needed for GRE preparation?নিজে নিজেও প্রিপারেশন নেয়া যায়, trial and error এর মাধ্যমে। তবে Scheduled Guidance এর কিছু না কিছু ফ্যাসিলিটি তো আছেই। তাছাড়া টিম ওয়ার্ক এর মাধ্যমে কম্পিটিশন করে পড়ারও কিছু উপযোগিতা আছে।
কোন কোন কোচিং সেন্টার GRE করায়? কোনটা সবচেয়ে ভালো?কারো লাগে, কারো লাগে না – depends on one’s merit, that’s the absolute truth of it. নিজে নিজেও প্রিপারেশন নেয়া যায়, trial and error এর মাধ্যমে। আবার Scheduled Guidance এবং টিম ওয়ার্ক এর মাধ্যমে কম্পিটিশন করেও পড়তে পারেন। শুধু এটুকু খোঁজ রাখবেন, যারা Course materials এর Research and Development এর সাথে যুক্ত, যারা এই ক্ষেত্রে one-stop solution দেয়ার ক্ষমতা রাখে, যারা higher study in USA এর এক্সপার্ট (খোদ USA থেকে যারা পরামর্শ দিতে পারবে), শুধু তারাই আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে।
Which books should I follow?Barron’s new word list, Princetion verbal workbook, Nova’s Math Bible (পাওয়া না গেলে Nova’s GRE), Peterson, Manhattan.
What is the expecting score for revised GRE?Verbal আর Quantitative মিলিয়ে মিনিমাম স্কোর বলতে 300 এবং ভালো স্কোর বলতে 310+ বোঝায়। Analytical এ 3 বা এর ওপরে পাওয়া উচিৎ……
How many days does it take to get the hard copy of GRE score?পরীক্ষা দেয়ার এক মাসের মধ্যে ডাক মারফত চলে আসে সাধারণত। দেড় মাসের মধ্যে না আসলে ETS এর সাথে যোগাযোগ করুন
How much does it cost to register for the test?195 ডলার
How much does it cost to send GRE score to each university?একবার পরীক্ষা দিলে 4 টা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়, পরবর্তী প্রতিটি ভার্সিটিতে পাঠাতে লাগে 25 ডলার করে
How much does it cost to reschedule the test?50 ডলার



বিশারদ

এটি মূলত উত্তর আমেরিচায় উচ্চ শিক্ষার জন্য একটি standardized টেস্ট | অগাস্ট ১, ২০১১ থেকে GRE Revised (অনেকে New GRE বলে) হয়েছে| Old GRE তে মোট নম্বর ছিল ১৬০০ ( ১. Verbal -৮০০ ২. Quantitative -৮০০) আর AWA (Analytical Writing Ability ) তে মোট নম্বর ছিল ৬ (এখন ও তাই আছে)| অন্যদিকে Revised GRE তে মোট নম্বর ৩৪০ ( ১. Verbal -১৭০ ২. Quantitative -১৭০ এবং এই সেক্শান দুটিতে ৪০টি করে MCQ প্রশ্ন থাকে; নম্বর শুরু হয় ১৩০ থেকে)| আপনি যদি কোন উত্তর না ও দেন তাহলে ২৬০ (=১৩০+১৩০) পাবেন| আর যদি Verbal এ ২৫টা শুদ্ধ হয় এবং Quantitative এ ৩৫টা শুদ্ধ হয় তাহলে আপনার স্কুর হবে ৩২০(=১৫৫+১৬৫)| AWA তে দুইটা টাস্ক করতে হয়| বিস্তারিত জানার জন্য পরীক্ষা গ্রহনকারী সংস্থা ETS এর Revised GRE সম্পর্কিত http://www.ets.org/gre/revised_general/about সাইট দেখুন |**[[GRE® revised General Test (tests taken on or after August 1, 2011)
Verbal Reasoning 130–170, in 1 point increments
Quantitative Reasoning 130–170, in 1 point increments
Analytical Writing 0–6, in half point increments ]]
**[[GRE® General Test (tests taken prior to August 1, 2011)
Verbal Reasoning 200–800, in 10-point increments
Quantitative Reasoning 200–800, in 10-point increments
Analytical Writing 0–6, in half-point increments ]]
GRE প্রিপারেশন এর জন্য ETS এর সাইট থেকে Powerprep II সফটওয়্যার ও ই-বুক ডাউনলোড করতে পারেন| এছাড়া Manhattan GRE (এক সেট বই- ৮/৯ টি )Barron 's , Kaplan , Princeton Reviewer cracking GRE , Grubers প্রভৃতি বই এর সহায়তা নিতে পারেন| পাশাপাশি ভোকাবুলারি এর জন্য Word Smart for the GRE, 2nd Edition , Barron’s Essential Words for the GRE , Word Power Made Easy প্রভৃতি ভালো | এই পেজ থেকে ও GRE প্রিপারেশন এর জন্য একটা ভালো ধারণা নিতে পারেন 


No comments:

Post a Comment