মাসাধিক কাল পরে বড় ঈদের (বকরী ঈদ) ছুটিতে বাড়ি আসিয়াছি৷ ঢাকা হইতে একেবারে বাড়ি পর্যন্ত আসা অবধি কমপক্ষে একশত গরু-ছাগলের হাট চোখে পরিয়াছে৷ বাড়ি ফিরিলাম, সবুজের সঙ্গে দেখা, বলিলাম কি ? উত্তর পাইলাম গরু৷ কামালকে বলিলাম কি ? কামাল বলিল, সে গরু৷ জলিলকে জিজ্ঞেস করিতে সেও বলিল গরু৷ চপলকে জিজ্ঞাসা করিলে সে বলিল, সে এইবার ছাগল৷ এইরূপে দশজনকে জিজ্ঞাসা করিলে আটজন বলিল তারা গরু, বাকিরা ছাগল৷ আপনাদিগকে প্রশ্ম, আপনারা এইবার গরু না ছাগল ?
বাবুল হুসাইন( ঢাকা)
No comments:
Post a Comment