Pages

Saturday 14 January 2017

ইঞ্জিনিয়ার বিয়ে করার বেশ কিছু সুবিধা

Engr Mustafizur Rahman Nayon
ইঞ্জিনিয়ার বিয়ে করার বেশ কিছু সুবিধা আবিষ্কৃত হয়েছে

১। এদের সাথে ঝগড়া করে আপনি অপার শান্তি লাভ করবেন। এরা প্রতি উত্তর দিবে না... কারণ এক কান দিয়ে লেকচার ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করতে এরা বিশেষভাবে পারদর্শী।
.
২। এরা কমপ্রোমাইজে অভ্যস্ত। কালকে দুটো ক্লাস টেস্ট? ওকে! কুইজ আছে?
ল্যাব রিপোর্ট? নো প্রবলেম।
তাই বিয়ের পর আপনি যদি বলেন,আজকে আমার মামাতো বোনের শ্বশুড়ের ভাগনের বড় ভাইয়ের প্রতিবেশির ছেলের সুন্নতে খৎনার দাওয়াত,এরা সানন্দে মেনে নিবে এবং শত ক্লান্ত হলেও আপনার সাথে বের হবে।
.
৩। এরা কখনোই আপনার রান্নার খুঁত ধরবে না। বেচারাগুলো হলে-ক্যাফেটেরিয়ায় সুস্বাদু (!) খাবার খেয়ে অভ্যস্ত। খেতে যে পাচ্ছে এই-ই ঢের...
.
৪। স্বভাবতই এরা কঠিন হিসাবের মানুষ।
কয়টা ক্লাস মিস দিলে অ্যাটেন্ডেন্স ৭০% এর উপরে থাকবে থেকে শুরু করে ,ফেইল ঠেকাতে আর কত মার্কসের প্রয়োজন,এমন জটিল জটিল হিসাবেই তারা দিন পার করে। তাই মাসিক ইনকাম যতোই
হোক,সংসার চালাতে আপনার কোনো সমস্যা হবে না,হিসেবটা ঠিক থাকছেই...
.
৫। এরা কিঞ্চিৎ স্নেহের কাঙাল।
সারাজীবন স্যারদের কাছ থেকে 'অপদার্থ,মূর্খ,
কিচ্ছু পারো না...' শুনে অভ্যস্ত। তাই দু-একটি ভালোবাসার কথা শুনলেই এদের অবস্থা প্রভুভক্ত কুকুরের মতো হয়ে যায়...
৬। সর্বোপরি, ইঞ্জিনিয়াররা সর্বংসহা।
যতোই প্যারা ঢালেন,এরা নিতে পারে। ১৬০-১৭০ ক্রেডিটের নরক যন্ত্রণা সহ্য করে বলে,এরা সবই হাসিমুখে সহ্য করতে পারবে...ইভেন আপনাকেও!


No comments:

Post a Comment