Pages

Thursday, 26 January 2017

চাকুরী দাতাদের কাছ থেকে চাকুরীটা ছিনিয়ে নিতে পারবেন যদি আপনি ইংরেজীতে দক্ষ হোন৷


আমরা সকলেই অবগত আছি ব্রিটিশ শাসন আমলে বাংগালিরা যখন ইংরেজদের শাসন-শোষনে নিপড়িত হচ্ছিলাম,নিজের সম্পদ ইংরেজদের গোলায় তুলে দিচ্ছিলান, ঠিক তখনি স্যার সৈয়দ আমির আলী , রাজা রাম মোহন রায়ের মত প্রমুখ ব্যক্তিরা বাঙ্গালিদের পাশে এসে দাড়িয়েছিলো, আমাদের ইংরেজি শিক্ষায় গ্রহনের জন্য উৎসাহ দিয়েছিল, কারন কি জানেন? কারন একটাই আমরা যেন সহজেই ইংরেজ জাতির বর্গের সাথে মিশতে পারি, স্বার্থ, সুযোগ সুবিধা যেন হাসিল করতে পারি, আমাদের অধিকার যে খর্ব হওয়ার আগেই তা হস্তগত করতে পারি, ঠিক বতমার্ন প্রেক্ষাপটে চাকুরিটাও সে রকম
আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে লাখ লাখ গ্রাজুয়েট বেকার যুবক বসে আছে কিন্তু তাদের চাকরী হচ্ছে না, ভাইবা থেকে বাদ পড়ছে এর এক মাত্র কারন ইংরেজীর ভিত্তি দূর্বল৷ যখন ভাইবা দিতে যাওয়া হয় তখন যদি অনর্গল ইংরেজী বলতে পারেন তাহলেই আপনার চাকরীটা হবে, ইংরেজদের কাছ থেকে যেভাবে আমরা বাংলাকে ছিনিয়ে নিয়েছি, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছি ঠিক তেমনি চাকুরী দাতাদের কাছ থেকে চাকুরীটা ছিনিয়ে নিতে পারবেন যদি আপনি ইংরেজীতে দক্ষ হোন৷
আমাদের সবার ই যোগ্যতা আছে, মেধা আছে, আমরা যদি সে মেধাটাকে সঠিক ভাবে কাজে লাগালে বিজয় নিশ্চিত ৷ যার ফলশ্রুতিতে আপনার পরিবার ভাল থাকবে, সবার চাহিদা পূরন করতে পারবেন, সবার মুখে হাসি ফুটবে, আপনার ভাই, আপনার মা,ভাই এমনকি আপনার শিক্ষক আপনাকে নিয়ে গর্ববোধ করবে৷
তাই হতাশাকে বিদায় জানান, নিজেকে নতুন করে তৈরী করুন, আর সেটার সময় এখনি
পরিশেষে আমি একটা কথাই বলবো Don't put off you work for Tomorow.Get Started now,

No comments:

Post a Comment