Pages

Monday, 6 March 2017

সরকারী বিভিন্ন চাকরির পরীক্ষাতে বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্নগুলো জানতে চাওয়া হয় । নিচের উক্তিগুলো জেনে রাখা ভাল।

১।"আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি।“ -
ফিদেল ক্যাস্ট্রো।


.
২।আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত
তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে


এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না।---- হেনরি

কিসিঞ্জার।
.



৩।শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে তুলনা করা
যায়। জনগন তার কাছে এতপ্রিয় ছিল যে লুই ইয়ের
মত তিনি এ দাবী করতে পারেন আমি ই রাষ্ট্র।

--- পশ্চিম জার্মানী পত্রিকা।
.
৪।শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই
সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে
পাকিস্তানীরা সংকোচবোধ করেছে।

বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫।
.
৫।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন
সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ।
তাই তিনি অমর। –সাদ্দাম হোসেন।
.



৬।শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ
হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম
একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।
—ফিদেল কাস্ট্রো।
.
৭।আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল
হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য
—ইয়াসির আরাফাত।
.



৮।মুজিব হত্যার পর বাঙালীদের আর বিশ্বাস করা
যায় না,যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোন
জঘন্য কাজ করতে পারে।
--- নোবেল বিজয়ী উইলিবান্ট।
.


৯।শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগনকে
অনুপ্রাণিত করেছিলেন।
— কেনেথা কাউণ্ডা।
.


১০।শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত।
তিনি একজন মহান নেতা ছিলেন।তার
অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও আফ্রিকার
জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল। –ইন্দিরা
গান্ধী।
.
১১।বঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু
এতিম হয় নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান
সন্তানকে।
– জেমসলামন্ড,ইংলি শ এম পি।
.


১২।প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের
মতে, 'শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর
ব্যক্তিত্ব।'
.
১৩।ফিনান্সিয়াল টাইমস বলেছে, 'মুজিব না থাকলে
বাংলাদেশ কখনই জন্ম নিতনা।'
.
১৪।ভারতীয় বেতার 'আকাশ বানী' ১৯৭৫ সালের
১৬ আগস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে
বলে, 'যিশুমারা গেছেন। এখন লক্ষ লক্ষ লোক
ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত একদিন
মুজিবই হবেন যিশুর মতো।
.
১৫।একই দিনে লন্ডন থেকে প্রকাশিত ডেইলি
টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, 'বাংলাদেশের
লক্ষ লক্ষ লোক শেখ মুজিবের জঘন্য
হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা
করবে।
.
১৬।নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া হয়,
"পয়েট অফ পলিটিক্স বলে"।
.
১৭।বৃটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে বলেছিলেন,
"শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্যা
ভ্যালেরার থেকেও মহান নেতা"।
.
১৮।জাপানী মুক্তি ফুকিউরা আজও বাঙালি দেখলে
বলে বেড়ান,"তুমি বাংলার লোক? আমি কিন্তু
তোমাদের জয় বাংলা দেখেছি। শেখ মুজিব দেখেছি।
জানো এশিয়ায় তোমাদের শেখ মুজিবের মতো সিংহ
হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল।"
.
১৯।মরহুম মজলুম জননেতা মওলানা ভাসানীও
বলেছিলেন, 'টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবর একদিন
সমাধিস্থলে রূপান্তরিত হবে এবং বাঙালির
তীর্থস্থানের মতো রূপলাভ করবে'।
.
২০।বঙ্গবন্ধুর নিহত হবার সংবাদ শুনে মিশরের
প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতটাই দুঃখ
পেয়েছিলেন যে,তিনি আক্ষেপ করে বলেছিলেন
“তোমরা আমার ই দেয়া ট্যাং দিয়ে আমার বন্ধু
মুজিব কে হত্যা করেছ! আমি নিজেই নিজেকে
অভিশাপ দিচ্ছি”।

No comments:

Post a Comment