Pages

Friday, 7 April 2017

বাংলাদেশের প্রথম

প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
উঃ শাহ আব্দুল হামিদ। প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
উঃ এ. এস. এম. সায়েম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
উঃ এম. এইচ. খোন্দকার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
উঃ তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
উঃ বেগম খালেদা জিয়া
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?
উঃ শেখ হাসিনা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?
উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?
উঃ স্যার পি. জে. হাটর্স।
প্রশ্ন: ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?
উঃ মিঃ স্কিনার।
প্রশ্ন: ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
উঃ আনন্দ চন্দ্র রায়।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?
উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
উঃ মোহাম্মদ হানিফ
প্রশ্ন: প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?
উঃ আ. স. ম. আব্দুর রব।
প্রশ্ন: বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?
উঃ এ. এন. হামিদুল্লাহ
প্রশ্ন: বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
উঃ ০৪ মার্চ, ১৯৭২
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?
উঃ ভারত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?
উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?
উঃ কানিজ ফাতেমা রোকশানা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
উঃ মাহমুদা হক চৌধূরী
প্রশ্ন: বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?
উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উঃ ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?
উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?
উঃ তাহমিনা হক ডলি
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?
উঃ জাকিয়া আখতার
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?
উঃ বেগম রওশন আরা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?
উঃ হাসিনা খাতুন
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?
উঃ নাজনিন সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?
উঃ আনিসা হামেদ
প্রশ্ন: বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
উঃ সুরাইয়া রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
উঃ স্যার এফ রহমান
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?
উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
উঃ শরদিন্দু শেখর চাকমা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
উঃ বাংলার দূত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?
উঃ বি. এন. এস. পদ্মা
প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)
প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
উঃ হোসনে আরা বেগম।
প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
উঃ ইসমাত জাহান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?
উঃ সালমা খাতুন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
উঃ শাহ আব্দুল হামিদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
উঃ এ. এস. এম. সায়েম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
উঃ এম. এইচ. খোন্দকার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
উঃ তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
উঃ বেগম খালেদা জিয়া
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?
উঃ শেখ হাসিনা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?
উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?
উঃ স্যার পি. জে. হাটর্স।
প্রশ্ন: ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?
উঃ মিঃ স্কিনার।
প্রশ্ন: ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
উঃ আনন্দ চন্দ্র রায়।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?
উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
উঃ মোহাম্মদ হানিফ
প্রশ্ন: প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?
উঃ আ. স. ম. আব্দুর রব।
প্রশ্ন: বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?
উঃ এ. এন. হামিদুল্লাহ
প্রশ্ন: বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
উঃ ০৪ মার্চ, ১৯৭২
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?
উঃ ভারত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?
উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?
উঃ কানিজ ফাতেমা রোকশানা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
উঃ মাহমুদা হক চৌধূরী
প্রশ্ন: বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?
উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উঃ ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?
উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?
উঃ তাহমিনা হক ডলি
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?
উঃ জাকিয়া আখতার
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?
উঃ বেগম রওশন আরা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?
উঃ হাসিনা খাতুন
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?
উঃ নাজনিন সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?
উঃ আনিসা হামেদ
প্রশ্ন: বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
উঃ সুরাইয়া রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
উঃ স্যার এফ রহমান
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?
উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
উঃ শরদিন্দু শেখর চাকমা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
উঃ বাংলার দূত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?
উঃ বি. এন. এস. পদ্মা
প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)
প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
উঃ হোসনে আরা বেগম।
প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
উঃ ইসমাত জাহান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?
উঃ সালমা খাতুন।

বাংলাদেশ বিষয়াবলী আর্ন্তজাতিক বিষয়াবলী ভূগোল বিষয়াবলী বাংলা সাহিত্য সাধারন বিজ্ঞান গাণিতিক বিষয়াবলী শব্দ সংক্ষেপন English
Model Test Privious BCS Questions


প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি?
উঃ শংকর জাতি হিসেবে।
প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)
প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
প্রশ্ন: প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে।
প্রশ্ন: দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।
প্রশ্ন: সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
প্রশ্ন: Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?
উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের।
প্রশ্ন: কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
প্রশ্ন: সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
উঃ পাঠান আমলে।
প্রশ্ন: প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
প্রশ্ন: আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে।
প্রশ্ন: আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উঃ অনার্যদের
প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
উঃ সপ্তম শতকে।
প্রশ্ন: বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
উঃ গুপ্ত যুগে।
প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
উঃ সম্রাট অশোকের আমলে।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
প্রশ্ন: প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
উঃ তিনটি জনপদে।
প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ বেদ।
প্রশ্ন: বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
উঃ সংস্কৃত।
প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
উঃ অষ্ট্রিক।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের?
উঃ তাম্র যুগের।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?
উঃ ১৯২২ সালে।
প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়?
উঃ লুম্বিনী (নেপাল)।
প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি?
উঃ শংকর জাতি হিসেবে।
প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)
প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
প্রশ্ন: প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে।
প্রশ্ন: দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।
প্রশ্ন: সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
প্রশ্ন: Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?
উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের।
প্রশ্ন: কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
প্রশ্ন: সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
উঃ পাঠান আমলে।
প্রশ্ন: প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
প্রশ্ন: আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে।
প্রশ্ন: আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
উঃ অনার্যদের
প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
উঃ সপ্তম শতকে।
প্রশ্ন: বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
উঃ গুপ্ত যুগে।
প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
উঃ সম্রাট অশোকের আমলে।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
প্রশ্ন: প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
উঃ তিনটি জনপদে।
প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ বেদ।
প্রশ্ন: বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
উঃ সংস্কৃত।
প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
উঃ অষ্ট্রিক।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের?
উঃ তাম্র যুগের।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কখন

No comments:

Post a Comment