Pages

Wednesday, 19 July 2017

বাণিজ্যিক খামার করে কোটিপতি হবার কলা-কৌশলঃ

বাণিজ্যিক খামার করে কোটিপতি হবার কলা-কৌশলঃ
১) থামেন
২) জানেন
৩) বুঝেন
যে,
১) শরিফ এগ্রো বা এসিআই বা গ্লোব (যদি থাকে) সহ বহু বৃহৎ খামারগুলো কোটিপতিদের হাতেই তৈরি। অর্থাৎ, খামার করে তারা কোটিপতি হন নাই বরং কোটিপতি হয়ে খামার করেছেন।
২) যে সমস্ত দেশের সন্তানেরা খামার দিয়ে জিরো থেকে হিরো হয়েছেন, অর্থাৎ এক্ষেত্রে কোটিপতি হয়েছেন, তাদের কেউই ১০ বছর সময়ের আগে তা হন নাই, কারুর লেগেছে ২০ বছর কেউ এখন বুইড়া কোটিপতি।
৩) কোটিপতি হউয়া গুরুত্বহীন। সততা ও কৌশলই অত্যাবশ্যক। কেননা (ক) আপনি যতবেশী সৎ তথা আপনার খামারে সততা রাখবেন কর্মচারির বেতন থেকে ক্রেতা পর্যন্ত, পশুর অধিকারের প্রতি যত্নবান থাকবেন তত বেশী আপনার সুনাম ছড়াবে, সন্মান ছড়াবে, বিশ্বাস বাড়বে, এটাই বাণিজ্যের মূল এসেট। ব্যাংকের টাকা নয়। (খ) কৌশলি হন, যাতে কর্মচারিরা নিজেকে শাহেনশা মনে করে কিন্তু আপনাকে ভয় পায়। কেউ যেন আপনাকে ভুল গরু-ছাগল না ধরায় দিতে পারে। আপনি যেন দামে না ঠকেন আবার অন্যকেও না ঠকান। আর স্বর্বোপরি, কোটিপতি হবার দরকার নাই, ঐটা খাইতে পারবেন না, আবার খাইলে রোগে পড়ে খাওয়া বন্ধ হইতে পারে, অতএব লাখপতি হবার চেষ্টা করে ব্যাবসা চালু রাখেন ধৈর্যের সাথে। পরিবারের প্রতি যত্নশীল থাকুন, তাদের সময় দিন, ভালবাসা লেনদেন চালু রাখুন। একদিন তাহলে আপনিও কোটিপতি হবেন বলে আমরা আশাবাদী।
Writer : 
Mizanur Rahmaan

No comments:

Post a Comment