Pages

Saturday 5 August 2017

About Bangladesh

# বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত ?
উ: ১৬০২ মার্কিন ডলার ।
# বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার কত?
উ: ১২.১ % । দারিদ্র্যের হার -- ২৩.৫ % ।
# জিডিপিতে প্রবৃদ্ধির হার কত ?
উ: ৭.২৪ % ।
# মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান কত ?
উ: ১৩৯ তম ।
# বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ?
উ: ১.৩৭ % । মোট জনসংখ্যা - ১৬.১৭ কোটি ।
# বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার কত ?
উ: ৬২.৭ % ।
# বাংলাদেশে মোট কতটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে ?
উ: ৩৮ টি ।
# বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত ?
উ: ৭০.৯ বছর । পুরুষের ৬৯.৪ বছর এবং নারীদের ৭২ বছর ।
# ২০১৬ - ১৭ অর্থবছরে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ?
উ: ৩৯৬.৮৮ লক্ষ মেঃটন ।
# দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার কত ?
উ: ১.৮১ % ।
# দেশে ডাক্তার প্রতি জনসংখ্যা কত ?
উ: ২৬২৮ জন ।
# বাংলাদেশে কয়টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে ?
--- ৭৬ টি । সরকারি - ৫৬ টি এবং বেসরকারি ২০ টি ।
# দেশে বর্তমানে গড় মুদ্রাস্ফীতির হার কত ?
উ: ৫.৫ % ।
# বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ?
উ: ৩২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার ।
# বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স কত ?
উ: ৯১৯৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার ।
# ২০১৬- ১৭ অর্থবছরে দেশে রপ্তানি আয় হয়েছে কত ?
উ: ২৫৯৪৬.০২ মিলিয়ন মার্কিন ডলার ।
# ২০১৬ - ১৭ অর্থবছরে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে কত ?
উ: ২,৩৩২ মিলিয়ন মার্কিন ডলার ।
# জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিলে মোট কত টাকা বরাদ্দ রাখা হয়েছে ?
উ: ৩,১০০ কোটি টাকা ।
# বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার কত ?
উ: ১৯,৫৬,০৫৬ কোটি টাকা ।
# বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত ?
উ: ১৪.৭৯ % ।
# সেবা খাতের অবদান - ৫২.৭৩ %
# শিল্প খাতের অবদান - ৩২.৪৮ % ।
# ২০১৬-১৭ অর্বথছরে দেশে মোট বিনিয়োগ হয়েছে কত কোটি টাকা ?
উ: ৫,৯২,০৭৪ কোটি টাকা ।
# দেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ?
উ: ৮০ ভাগ ।
# দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত ?
উ: ১৩,১৭৯ মেগাওয়াট ।
# বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কতটি ?
উ: ২৭ টি ।
# দেশে মোট প্রকৃত গ্যাসের উৎপাদন কত ?
উ: ১৪.৩৮ ট্রিলিয়ন ঘনফুট । উত্তোলনযোগ্য - ১২.৭৪ ট্রিলিয়ন ঘনফুট ।
# বাংলাদেশে মোট জ্বালানি তেলের মজুদ রয়েছে ?
উ: ১২.২১ লক্ষ মেট্রিক টন ।

No comments:

Post a Comment