Pages

Saturday, 5 August 2017

Success doesn't come automatically.- পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।

পিছিয়ে পড়ার মানেই, নিঃশেষ হয়ে যাওয়া নয়।
প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই, বেচে থাকাটা
মূল্যহীন হয়ে যাওয়া নয়। এক দরজা থেকে ফিরিয়ে
দেয়ার মানেই, সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ,
জীবনের খেলায় কেউ দু-চার দিনে অল-আউট হয় না।
লাইফের টিভি সিরিয়াল, আট-দশটা এপিসোড হয়েই
বন্ধ হয়ে যায় না। এক সাবজেক্ট বা এক
সেমিস্টারের রেজাল্ট দিয়ে অনার্স-মাস্টার্সের
ওভারঅল সিজিপিএ নির্ধারিত হয় না।
.
তোমার ব্যর্থতার মানে, তোমার ভুল শুধরানোর
সুযোগ। তোমার পিছিয়ে পড়ার মানে, স্কিল
ডেভেলপ করতে উদ্বুদ্ধ করা। তোমাকে ধোঁকা
দেয়ার মানে, বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ
দেয়া। পরীক্ষায় বাম্বু খাওয়ার মানে, পড়ালেখার
ব্যাপারে সিরিয়াস হতে সতর্ক করে দেয়া। চাকরির
ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার মানে, পরের
ইন্টারভিউর জন্য ১০গুন ভালো প্রিপারেশন নিতে
ইঙ্গিত দেয়া।
কোদাল খুঁজে না পাওয়ার মানে, একটু বেশি কষ্ট
করে ছুরি বা গাছের ডাল দিয়েও মাটি খোঁড়ার
ডেডিকেশন আছে কিনা যাচাই করা। উঠানের গাছ
মরে যাওয়ার মানে, খালের পাড়ে-নদীর ধারে চারা
লাগাতে উৎসাহ দেয়া।
.
জীবনে ধোঁকা খাওয়া, বোকা হওয়া- সমস্যা না।
পরীক্ষার লাড্ডু পাওয়া, ছ্যাঁকা খাওয়াও- সমস্যা
না। সমস্যা হচ্ছে- সাময়িক ব্যর্থতা দেখে দমে
যাওয়া। আশানুরূপ ফল না দেখে, রাস্তা ছেড়ে
দেওয়া। ক্লান্ত হয়ে লক্ষ্য ভুলে যাওয়া। দৌড়ে যে
প্রথম হচ্ছে তার সাথে নিজেকে তুলনা করে হতাশ
হয়ো না। বরং তুমি দৌড়ে ২০তম হইলে তোমার
কম্পিটিশন হবে ১৯তম এর সাথে। তাকে পিছনে
ফেলাতে পারলে ১৮তম এর সাথে টেক্কা দিবে।
এইভাবে এক এক করে সামনে এগুতে পারলে, যখন
প্রথম তিন-চার জনে আসবে তখন ১ম জনের সাথে
নিজেকে তুলনা করবে।
.
শুনো, তোমার বাসায়, পকেটের টাকায়, মনের
জানালায় হাজারটা সমস্যা থাকতে পারে। রাতের
গরমে, ছারপোকার কামড়ে তোমার জীবন অতিষ্ঠ
হয়ে উঠতে পারে। তোমার বন্ধুদের প্রেমিকাসহ
ফুচকা খাওয়ার ছবি দেখে তোমার অন্তর হাহাকার
করে উঠতে পারে। তবে আজকের দিনটা চলে গেলে,
ক্যালেন্ডারের পাতাটা উল্টে গেলে, পাওয়া-না
পাওয়ার হিসেব কিন্তু লেখা হয়ে যাবে। জীবন
বেশি উপভোগ করতে গিয়ে, অনুশোচনা করো না।
এক্সট্রা মজা নিতে গিয়ে, এক্সট্রা সাজা জুটিয়ে
ফেলো না। আনন্দ আর ইফোর্ট এর মধ্যে ব্যালেন্স
রাখো। একদিন রিলাক্স করে, আড্ডা মেরে, ছয়দিন
ফুল স্পিডে কাজ করার এনার্জি সঞ্চয় করো। লেগে
থাকো। দেখবে, শত শত লাত্থি উষ্ঠা খেয়েও ঠিকই
ঘুরে দাড়িয়ে গেছ।
Best of Luck.

1 comment: