সম্ভাব্য পুঁজি:
৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
৬০ শতাংশ পর্যন্ত লাভ করা সম্ভব।
যা প্রয়োজন:
সেলাই মেশিন, হাতুড়ি, কাঁচি, নানা রকম কাপড়, সুতা, চেইন, স্টিকার, বকলেস, আইলেস, ফিতা ইত্যাদি।
প্রস্তুত প্রণালি:
কাপড় কেটে মেশিনের সাহায্যে সেলাই করে নানা রকম ডিজাইনের ব্যাগ তৈরি করা হয়ে থাকে। আকর্ষণীয় করতে ব্যাগে নানা ডিজাইন আনা হয়। এজন্য স্টিকার, বকলেস, আইলেস, ফিতার ব্যবহার করা হয়।
বাজারজাতকরণ:
ছাত্রছাত্রীরা মূলত এর ক্রেতা হলেও এখন সব শ্রেণীর মানুষই এই ব্যাগ ব্যবহার করে থাকে। চাহিদা তাই বেশি। যেকোনো শপিং মল, স্টেশনারি দোকান সর্বত্রই এর চাহিদা।
তথ্য:
তথ্য আপা প্রকল্প
No comments:
Post a Comment