Pages

Monday, 25 June 2018

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন


- প্রেসিডেন্ট :  রেচেপ তাইয়েপ এরদোয়ান 
- তুরস্কের ১৩ তম প্রেসিডেন্ট
- রাজনৈতিক দল: জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (একে)
- দলীয় মূল ভিত্তি: ইসলাম
- প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন: ৬ জন
- ২০১৯ সালের নভেম্বরে এ নির্বাচন হবার কথা থাকলেও এরদোগান আগাম নির্বাচন দিয়েছেন
- ৯৯% ভোট গননায় এরদোগান ৫৩% এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররম ইঞ্জে পেয়েছেন ৩১% ভোট
- নির্বাচনের পর নতুন সংবিধান অনুযায়ী দেশ শাসন করবেন
- সংবিধানে প্রধানমন্ত্রীর পদ বাতিল করা হবে এবং প্রেসিডেন্ট হবেন সর্বময় ক্ষমতার অধিকারী
***নির্বাচনের প্রধান ইস্যু:
- দেশটির অর্থনীতি: তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন এবং মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১১ শতাংশে
- সন্ত্রাসবাদ দমন
- কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবিলা
///

No comments:

Post a Comment