Pages

Friday, 4 October 2019

সাম্প্রতিক সাধারণ জ্ঞান -সেপ্টেম্বর পর্যন্ত আপডেট

🎯সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( সেপ্টেম্বর পর্যন্ত আপডেট )
✳️ ভ্যাটিকানের ল্যাম্প অব পিস পুরস্কার পেয়েছেন ➯ ড. মুহাম্মদ ইউনুস
✳️ বাংলাদেশে বর্তমানে গড় স্বাক্ষরতার হার ➯৭৩.৯% [সর্বশেষ হিসাব ২০১৯ অনুযায়ী (২০১৮ সালে সাক্ষরতার হার ছিল ➯'৭২.৯%')।]
✳️ বর্তমান মন্ত্রিসভার সদস্য ➯ ৪৮ জন; পূর্ণমন্ত্রী ➯২৬ জন; এবং নারীমন্ত্রী ➯ ৫ জন।
✳️ মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরাঙ্গনা খেতাব দেয়া হয় -- ৩২২ জন ( ২ সেপ্টম্বর ২০১৯ পর্যন্ত) Raisul Islam Hridoy
✳️ ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে "Friend of the world বা বিশ্ব বন্ধু" হিসেবে আখ্যা দেন কে? ➯ আনোয়ারুল করিম চৌধুরী
✳️ বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? ➯ ২৪টি(২৪তম ভোলাগঞ্জ)(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
✳️ ২০১৯ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ পদক এর নামকরণ করা হয় --- শেখ জামাল জাতীয় ক্রীড়া পদক
✳️ নেপালের প্রথম স্যাটেলাইটের নাম NepaliSat-1 (উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯)।
✳️ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ উদ্বোধনী ভেন্যু ওভাল (৩০ মে ২০১৯); ফাইনাল ভেন্যু লর্ডস (১৪ জুলাই ২০১৯)
✳️ মাথাপিছু আয় (প্রক্ষেপণ)ঃ ২,১৭৩ ডলার
✳️ মোট ব্যাংকের সংখ্যা ৬৪টি (৫৯টি তফসিলী ও ৫টি অ-তফসিলী)
✳️ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা ২৪টি (সর্বশেষ ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট)
✳️ বর্তমানে ভারতের মোট রাজ্য ২৮টি
✳️ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) সদস্য ৭২টি। Raisul Islam Hridoy
✳️ কমনওয়েলথ চেয়ারপারসন বরিস জনসন
✳️ সর্বশেষ থানা- হাতিরঝিল, ঢাকা (৬৫০তম)
✳️ ২০১৯ সালে "OIC City of Tourism" ঘোষণা করা হয়- ঢাকাকে
✳️ দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম- সাইদা খানম
✳️ "সগ্রাম" ও "প্রত্যাশা"- বাংলাদেশের নৌবাহিনির দুটি যুদ্ধজাহাজ
✳️ বিশ্বের প্রথম "কল্যাণ" বাজেট পেশ করেন- নিউজিল্যান্ড
✳️ "The Cell Door, Robben Island" চিত্রকর্মটি আঁকা- নেলসন ম্যান্ডেলার
✳️ ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)
✳️ ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ICC'র থিম সং এর শিরোনাম- Stand By
✳️ সম্প্রতি সন্ধান পাওয়া "ফিকল ঝরনা" অবস্থিত- কমলগঞ্জ, মৌলভীবাজার Raisul Islam Hridoy
✳️ নতুন অর্থনৈতিক আঞ্চলিক জোট "SEACO (South East Asian CO-Operation)এর সদস্য দেশ- ৫টি
✳️ ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন- জোখা আলহারথি (ওমান)
✳️ "International Year of Plant Health" ঘোষিত হয়- ২০২০ সাল
✳️ ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী? ➯ গাঙচিল
✳️ বৈশ্বিক রপ্তানি ও আমদানিতে বাংলাদেশ কততম? ➯ রপ্তানিতে ৪২ ও আমদানিতে ৩০তম(বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ১১৬)
✳️ বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে "চট্টগ্রাম বন্দরের"অবস্থান বিশ্বে কততম? ➯ ৬৪তম
✳️ বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চাল কোনটি? ➯ আমাজন (পৃথিবীর ফুসফুস বলা হয়।পৃথিবীর মোট অক্সিজেনের ২০% পাওয়া যায়। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন) Raisul Islam Hridoy
✳️ "জম্মু ও কাশ্মীর"রাজ্য পুনর্গঠন আইন-২০১৯ কবে কার্যক্রর হবে? ➯ ৩১ অক্টোবর ২০১৯ (জম্মু ও কাশ্মীর এবং নাদাখ' দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়)
✳️ "জম্মু ও কাশ্মীরেরর" বিধানসভার সদস্য সংখ্যা কত হবে? ➯ ১০৭ জন। (৩১ অক্টোবর ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারাবে) Raisul Islam Hridoy
✳️ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে? ➯ প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়ের অধীন)
✳️ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে? ➯ ২১টি (মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে ১৯টি)
✳️ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে? ➯ রাসেল ডমিঙ্গো;দক্ষিণ আফ্রিকা
✳️ মোংলা বন্দরের পূর্ব নাম কী? ➯ চালনা বন্দর
✳️ ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি? ➯ চাকমা ভাষা
✳️ বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ? ➯ তাইওয়ান ➯ নোট রমজান
✳️ কোন দেশে"তিন তালাক" নিষিদ্ধ? ➯ ভারতে
✳️ ৩১ অক্টোবর ২০১৯ এর পরে ভারতের রাজ্য সংখ্যা হবে? ➯ ২৮টি (কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি)
✳️ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন (আমদানিতে যুক্তরাষ্ট্র) Raisul Islam Hridoy
✳️ বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ যুক্তরাষ্ট্র
✳️ বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম? ➯ চতুর্থ
✳️ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ➯ চীন(আমদানিতে যুক্তরাষ্ট্র)
✳️ পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ➯ দ্বিতীয়
✳️ ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫(ক) ধারা বাতিল করা হয় কবে? ➯ ৫ আগস্ট ২০১৯
✳️ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি বাতিল করে কবে? ➯ ২ আগস্ট ২০১৯
✳️ সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে? ➯ আবদুল্লাহ হামদোক
✳️ বিশ্ব "মশা"দিবস কবে? ➯ ২০ আগস্টে
✳️ "স্বপ্ন পানসি" কার কাব্যগ্রন্থ? ➯ মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ১৯ আগস্টে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেন। Raisul Islam Hridoy
✳️ "উত্তর পুরুষ(১৯৭৭),বঙ থেকে বাংলা(১৯৭৮) উপন্যাসের লেখক কে? ➯ রিজিয়া রহমান(২৮ ডিসেম্বর ১৯৩৯-১৬ আগস্ট ২০১৯)
✳️ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "ভারতরত্ন"পান কে? ➯ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ।
✳️ হিজরি সন প্রবর্তন করেন কে? ➯ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর(রা)। প্রবর্তন করেন ৬৩৮ খ্রিস্টাব্দে এবং গণনা শুরু হয় ১৬ জুলাই ৬২২ সালে।১হিজরি= ৩৫৪/৩৫৫ দিন।

No comments:

Post a Comment