Pages

Wednesday, 31 August 2016

বিশ্বের শীর্ষ প্রভাবশালী ছয়জন মুসলিম নারীর শীর্ষে রয়েছেন শেখ হাসিনা।




বিশ্বের শীর্ষ প্রভাবশালী ছয়জন মুসলিম নারীর শীর্ষে রয়েছেন শেখ 
 হাসিনা।

ফোর্বস সাময়িকীর ২০১৬ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী নারীর তালিকা পর্যালোচনায় এ তথ্য সামনে এসেছে। এতে স্থান পেয়েছেন ছয়জনমুসলিম নারী। তাদের মধ্যে প্রথমেই আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্প্রতি ফোর্বসের করা বিশ্বের প্রভাবশালী নারীদের ১৩তম বার্ষিক তালিকায়এ তথ্য প্রকাশ করা হয়েছে।ফোর্বসের করা ওই তালিকায় বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের র্যা ঙ্কিং হচ্ছে ৩৬। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের অষ্টাদশতম দেশ বাংলাদেশের এই প্রধানমন্ত্রী গত বছর একই তালিকায় ছিলেন ৫৯ নম্বরে। সে হিসেবে এবারের তালিকায় তার প্রভূত উন্নতি হয়েছে।বিশ্বখ্যাত এই মার্কিন সাময়িকী জানায়, বিশ্বে নারী নেতার সংখ্যা ২০০৫ এর তুলনায় এখন দ্বিগুণ। তালিকায় বিশ্বের রাজনৈতিক ক্ষমতাধর নারীদের র্যা ঙ্কিংও করা হয়। এতেদেখা গেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ২৬ নারীর তালিকায় শেখ হাসিনা আছেন ১৫তম স্থানে।তালিকায় মুসলিম প্রভাবশালী নারীদের র্যা ঙ্কিংয়ে শেখ হাসিনার পরে আছেন আরব আমিরাতের পরমত সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী শেইখা লুবনা আল কাসিমি (৪৩), সৌদি আরবের ব্যবসায়ী লুবনা এসওলায়ান, আরব আমিরাতের দুবাইভিত্তিক ব্যবসায়ী ড. রাজা ইয়াসা আল গার্গ, মরিশাসেরপ্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট আমিনা গুরিব-ফাকিম ও বিশ্বব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক ইন্দোনেশীয় নাগরিক শ্রী মূল্যাণীইন্দ্রাবতী।সার্বিকভাবে বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় ষষ্ঠবারে মতো শীর্ষস্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মে

লেখক ঃ  
Mithu DK 



No comments:

Post a Comment