Pages

Thursday 1 September 2016

শর্টকাট কী ব্যবহারের মাধ্যমে ফেসবুক চালানোর উপায়


ফেসবুকিং এখন যেন আমাদের মৌলিক চাহিদার রূপান্তিত হয়েছে। দিনে অনন্ত একবার ফেসবুকে টু না মারলে এখন যেন সমাজ আমাদের মেনে নেবেনা এমন অবস্থা।  কিন্তু আপনি জানেন কি , ফেসবুকের নিউজফিডের রয়েছে কিছু শর্টকাট কী যা আপনার মাউসের ব্যবহার কমিয়ে  আরও দ্রুত ফেসবুকিং করতে সাহায্য করবে।   
 ফেসবুকের শর্টকাট কী :
  • ৹ J ও K কি দিয়ে ওপরে ও নিচে নিউজফিডের পোস্ট নির্বাচন করা যায়।
  • ৹ Enter করে নির্বাচিত পোস্ট পুরোটা দেখা যাবে।
  • ৹  L কোনো পোস্ট লাইক বা আনলাইক করতে ব্যবহার করা যাবে।
  • ৹  P নতুন কিছু পোস্ট করার জন্য।
  • ৹  S দিয়ে কোনো কিছু শেয়ার করা যাবে।
  • ৹  C চেপে নির্বাচিত পোস্টে কমেন্ট করা যাবে।
  • ৹  O নির্বাচিত ছবি বড় করে দেখাবে।
  • ৹  Q চ্যাটে কাউকে খুঁজে পেতে সাহায্য করবে।
  • ৹  / কোনো কিছু খুঁজতে সার্চবার সক্রিয় করবে।

এই তালিকা ভুলে গেলেও কোনো ক্ষতি নেই।  নিউজফিডে থাকা অবস্থায় ‘?’ ক্লীক করলেই আপনি পুরো তালিকাটি দেখাতে পারেন।
সূত্র : ফেসবুক

No comments:

Post a Comment