ফেসবুকিং এখন যেন আমাদের মৌলিক চাহিদার রূপান্তিত হয়েছে। দিনে অনন্ত একবার ফেসবুকে টু না মারলে এখন যেন সমাজ আমাদের মেনে নেবেনা এমন অবস্থা। কিন্তু আপনি জানেন কি , ফেসবুকের নিউজফিডের রয়েছে কিছু শর্টকাট কী যা আপনার মাউসের ব্যবহার কমিয়ে আরও দ্রুত ফেসবুকিং করতে সাহায্য করবে।
ফেসবুকের শর্টকাট কী :
- ৹ J ও K কি দিয়ে ওপরে ও নিচে নিউজফিডের পোস্ট নির্বাচন করা যায়।
- ৹ Enter করে নির্বাচিত পোস্ট পুরোটা দেখা যাবে।
- ৹ L কোনো পোস্ট লাইক বা আনলাইক করতে ব্যবহার করা যাবে।
- ৹ P নতুন কিছু পোস্ট করার জন্য।
- ৹ S দিয়ে কোনো কিছু শেয়ার করা যাবে।
- ৹ C চেপে নির্বাচিত পোস্টে কমেন্ট করা যাবে।
- ৹ O নির্বাচিত ছবি বড় করে দেখাবে।
- ৹ Q চ্যাটে কাউকে খুঁজে পেতে সাহায্য করবে।
- ৹ / কোনো কিছু খুঁজতে সার্চবার সক্রিয় করবে।
এই তালিকা ভুলে গেলেও কোনো ক্ষতি নেই। নিউজফিডে থাকা অবস্থায় ‘?’ ক্লীক করলেই আপনি পুরো তালিকাটি দেখাতে পারেন।
সূত্র : ফেসবুক
No comments:
Post a Comment