Pages

Friday, 1 December 2017

যে সব কারণে আপনার প্রেম টিকবে না


ধরে নিলাম, আপনি ব্যাংকের প্রিলী উতরে গেছেন। আপনার সামনে থাকবে রিটেন ও ভায়ভা। রিটেনে ভাল মার্কস পেলেই কেবল আপনি ভাইভার যন্য সিলেক্টেড হবেন এবং একটু বেশী ভালো মার্কস পেলেই চাকরীটা নিষ্চিত হবে। আর চাকরিটা নিশ্চিত হলেই কেবল হয়ে থাকা প্রেমটা পুর্নতা পাবে।Image may contain: 6 people, indoor


আপনারা অবষ্যই জানেন যে, ব্যাংকের রিটেনে একটা হ্যাণ্ডসাম মার্কস বরাদ্ধ থাকে ফুকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, টিরানশ্লেশন ইত্যাদি বিষয়ে। এসব যায়গায় ভালো মার্কস না পেলে অদুর ভবিষ্যতে আপনার প্রেমটা টিকবে না।
এখন দেখী কি সব কারনে আপনার প্রেম টিকবে না-
১।ফোকাস এবং ক্রিটিক্যাল রাইটিংয়ে আপনার Introdaction টা সুন্দন হয়নি। সাদারণ হয়েছে;
২। রাইটিং এর বডিতে প্রচুর তথ্য আছে কিন্তু Irelevant;
৩। প্রয়োজনিয় স্থানে প্যারা করেন নাই;
৪। Transitional Markerগুলো সঠীকভাবে ব্যাবহার করা হয়নি;
৫। আপনি গ্রাফ ব্যবহার করেছেন কিন্তু ব্যখ্যা করেন নাই;
৬। Conclution টা গতানুগতীক হয়ে গেছে;
৭। Simple করতে গিয়ে এত বেশি simple করে ফেলেছেন যে, পুরো লেখাটা নাইন-টেন স্ট্যান্ডার্ট হয়ে গেছে;
৮। Translation এ Subject-Verb Agreement ঠিক হয়নি;
৯। Modifierগুলো সঠিক স্থানে বসাননি;
১০। বাংলার ক্ষেত্রে, সাধু-চলিত মিষিয়ে পয়মাল করে দিয়েছেন;
১১। সর্বোপরি, এই লেখায় কষ্ট করে যে পরিমান বানান ভূল করেছি, পরীক্ষার খাতায় আপনি সেটাই সহজে করে এসেছেন।
শেষ কথা, উপরের দোষগুলো ঝেড়ে ফেলতে পারলেই কেবল আপনি ভাল মার্কস পেতে পারেন এবং সুতোয় ঝুলতে থাকা প্রেমটাকে কুয়াকাটা পর্যন্ত নিয়ে যেতে পারেন বাঁশপাতা রঙের খামে(Appointment Letter) করে।
[বিঃদ্রঃ ইচ্ছাকৃত ভুল বানানে লেখা এই পোস্ট পড়তে গিয়ে যারা নিজের চোখকে কষ্ট দিয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি। তারপরও বলুন তো, এই ভুল বানানে লেখাটা যদি ফোকাস রাইটিং হত, আপনি ১০ এর মধ্যে কত দিতেন?]
ধন্যবাদান্তে,

Md Mohshin

Senior Officer at Janata Bank Limited
সনাতন দা

No comments:

Post a Comment