Pages

Friday, 1 December 2017

বিশ্বের শীর্ষ ১০ ধনী ও তাদের অর্থের পরিমাণ

১.বিল গেটস ( মাইক্রোসফট প্রতিষ্ঠাতা) : ৮৬ বিলিয়ন ডলার
২.ওয়ারেন বাফেট ( মার্কিন বিনিয়োগকারী ) : ৭৫.৬ বিলিয়ন ডলার
৩.জেফ বিযোস ( আমাজানের প্রতিষ্ঠাতা) : ৭২.৮ বিলিয়ন ডলার
৪.অ্যামানিকো ওরতেগা ( ইনডেক্স'র প্রতিষ্ঠাতা): ৭১.৩ বিলিয়ন ডলার
৫.মার্ক জাকারবার্গ (ফেসবুক প্রতিষ্ঠাতা) : ৫৬ বিলিয়ন ডলার
৬.কার্লোস স্লিম ( মেক্সিকোর ধনকুবের): ৫৪.৫ বিলিয়ন ডলার
৭.ল্যারি এলিসন ( ওরাকল'র সহ-প্রতিষ্ঠাতা) : ৫২.২ বিলিয়ন ডলার
৮.চার্লস কোচ ( মার্কিন ব্যবসায়ী) : ৪৮.৩ বিলিয়ন ডলার
৯.ডেভিড কোচ (মার্কিন ব্যবসায়ী ): ৪৮.৩ বিলিয়ন ডলার
১০.মাইকেল ব্লুমবার্গ ( ব্লুমবার্গ'র প্রতিষ্ঠাতা) : ৪৭.৫ বিলিয়ন ডলার
বিশ্বজুড়ে বিলিয়ন ডলার মালিকদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানি।
ফোবস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিল গেটস গত ২৩ বছরের মধ্যে ১৮ বার বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় ছিলেন

No comments:

Post a Comment