Pages

Friday, 1 December 2017

বাংলাদেশের প্রথম

1. প্রথম নোবেল বিজয়ী> ড.মহম্মদ ইউনুস
2. রণতরী-- বি এন এস পদ্মা
3. পতাকা উত্তলন - - ২ মার্চ১৯৭১
4. মুদ্রা চালু হয়-- ৪ মার্চ ১৯৭২
5. বিমান চালু হয়-- ৪ ফেব্রুয়ারি ১৯৭২
6. বিশ্ববিদ্যালয়--ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)
7. নির্বাচন কমিশনার--বিচারপ
তি মোহাম্মাদ ইদ্রিস
8. বাংলা ছায়াছবি-- মুখ ও মুখোশ(১৯৫৬)
9. বিমানবাহিনী প্রধান-- একে খন্দকার
10. নারী পাইলট-- কানিজ ফাতেমা রোকসানা।
11.বানিজ্য জাহাজ-- বাংলার দূত
১২.নারী উপাচার্য-- ফারজানা ইসলাম
১৩.এভারেস্ট জয়ী> মুসা ইব্রাহিম
১৪. নারী এভারেস্ট জয়ী> নিশাত মজুমদার
১৫. নারী স্পিকার> শিরিন শারমিন চৌধূরী
১৬সেনাবাহিনী প্রধান> জেনারেল এমএজি ওসমানী
১৭. জাতীয় অধ্যাপক> শিল্পাচার্য জয়নুল আবেদীন
১৮. নিরক্ষরমুক্ত জেলা. > মাগুড়া
১৯. নিরক্ষরমুক্ত গ্রাম> কচুবাড়ী কৃষ্টপুর
(ঠাকুরগাও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)
২০. স্বাধীন জেলা> যশোর
২১. ডিজিটাল জেলা> যশোর
২২. ওয়াইফাই নগরী> সিলেট
২৩. প্রথম শিক্ষা কমিশন> কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন(১৯৭২)
২৪.মহিলা পুলিশ নিয়োগ> ১৯৭৪
২৫.প্রথম ভাসমান হাসপাতালের নাম> জীবন তরী
২৬. টেস্টটিউব শিশুর মা > ফিরোজা বেগম
২৭. যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল
লাভকারী > ড.মহম্মদ ইউনুস
২৮. প্রেসিডেন্ট> শেখ মুজিবুর রহমান
২৯. প্রধানমন্ত্রী > তাজউদ্দিন আহমেদ
৩০. নারী প্রধানমন্ত্রী > বেগম খালেদা জিয়া
৩১.মহিলা জাতীয় অধ্যাপক> ড.সুফিয়া কামাল
৩২.প্রধান বিচারপতি> এ এস এম সায়েম
৩৩. গর্ভনর> এ এন এম হামিদুল্লাহ
৩৪.সংসদ নির্বাচন> ৭ মার্চ, ১৯৭৩
৩৫. কারা প্রশিক্ষণ একাডেমি> রাজশাহী
৩৬.উপগ্রহভুকেন্দ্র> বেতবুনিয়া, রাঙ্গামাটি।
৩৭.নারী কারাগার> কাশিমপুর , গাজীপুর।
৩৮. অভিনেত্রী> পূর্ণিমা সেনগুপ্ত
৩৯. মহিলা ডাক্তার> জোহরা বেগম কাজী
৪০. ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি> স্যার এফ রহমান
৪১.প্রথম অলিম্পিক অংশগ্রহণ> ১৯৮৪ ,লসএঞ্জেলস
৪২. সংস্থার সদস্য> কমনওয়েলথ
৪৩.পতাকা উত্তোলন কারী> আ স ম আবদুর রব
৪৪.পিএসসির নারী চেয়ারম্যান> জেড এন তাহমিদা গেম
৪৫. নারী কূটনৈতিক> তাহমিনা খান ডলি
৪৬. নারী রাষ্ট্রদূত> মাহমুদা বেগম
৪৭. গণপরিষদের স্পিকার> শাহ আব্দুল হামিদ
৪৮. জাতীয় সংসদের স্পিকার > মোহাম্মদ উল্লাহ
৪৯. বাংলা একাডেমীর নারী মহাপরিচালক> ড. নীলিমা ইব্রাহিম
৫০. টাকা ও মুদ্রার নকশাকার> কেজি মুস্তফা
৫১.ঔষধ পার্ক > গজারিয়া
৫২.টেস্ট খেলার মর্যাদা> ২৬জুন, ২০০০
৫৩. ওয়াডে খেলার মর্যাদা> ১৯৯৭
৫৪.মানচিত্র খচিত পতাকার নকশাকার> শিব নারায়ণ দাশ
৫৫. বর্তমান পতাকার নকশাকার > কামরুল হাসান
৬৬.বিদেশী মিশনে পতাকা উত্তোলন> কলকাতা> আবুল হোসেন
৬৭.জাতীয় পতাকাকে সরকারী গৃহীত > ১৭জানু, ১৯৭২।
৬৮.ফ্রান্সের শেভালিয়র (নাইট) উপাধি পান> পার্থ প্রতীম মজুমদার
৬৯. সার্কের প্রথম মহাসচিব> আবুল হাসান
৭০. প্রথম জাদুঘর > বরেন্দ্র জাদুঘর
সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
____________________________
# সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল- ১১ই এপ্রিল,১৯৭২ সাল ;
# সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন – ড . কামাল হোসেন ;
# সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্যে ছিলেন – ৩৪ জন ;
# সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন – ড .আনিসুজ্জামান (আহবায়ক ), সৈয়দ আলী আহসানএবং মযহারুল ইসলামকে (ভাষা বিশেষজ্ঞ);
# সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিলো – ১৪ হাজার টাকা ;
# সংবিধান অলংকরণের দায়িত্বে ছিলেন – শিল্পী হাশেম খান ;
# সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয়- ১২ই অক্টোবর , ১৯৭২সাল;
# সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন – ড. কামাল হোসেন ;
# সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় – ৪ঠা নভেম্বর , ১৯৭২ সাল;
# সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় – ৪ঠা নভেম্বর,১৯৭২ সাল;
# সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় -১৬ই ডিসেম্বর,১৯৭২ সাল;
# মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে – বাংলাদেশ জাতীয় জাদুঘরে
# সংবিধানের প্রথমেই রয়েছে – প্রস্তাবনা
# সংবিধানের প্রথম ভাগে বলা হয়েছে -রয়েছে – প্রজাতন্ত্র সম্পর্কে ;
# সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে – সাতটি ;
# সংবিধানের দ্বিতীয় ভাগে বলা হয়েছে -রয়েছে – রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ;
# সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – আটারো টি ;
# সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে – মৌলিক অধিকার সম্পর্কে ;
# সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – একুশ টি ;
# সংবিধানের চতুর্থ ভাগে বলা হয়েছে – নির্বাহী বিভাগ সম্পর্কে ;
# সংবিধানের চতুর্থ ভাগে অনুচ্ছেদ রয়েছে – ষোল টি;
# সংবিধানের পঞ্চম ভাগে বলা হয়েছে -আইনসভা সম্পর্কে ;
# সংবিধানের পঞ্চম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ঊনত্রিশটি ;
# সংবিধানের ষষ্ঠ ভাগে বলা হয়েছে – বিচার বিভাগ সম্পর্কে ;
# সংবিধানের ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ রয়েছে – চব্বিশটি;
# সংবিধানের সপ্তম ভাগে বলা হয়েছে – নির্বাচন সম্পর্কে ;
# সংবিধানের সপ্তম ভাগে অনুচ্ছেদ রয়েছে – নয়টি ;
# সংবিধানের অষ্টম ভাগে বলা হয়েছে – মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে
# সংবিধানের অষ্টম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ছয়টি ;
# সংবিধানের নবম ভাগে বলা হয়েছে -বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কে ;
# সংবিধানের নবম ভাগে অনুচ্ছেদ রয়েছে – দশটি ;
# সংবিধানের দশম ভাগে বলা হয়েছে – সংবিধান সংশোধন সম্পর্কে ;
# সংবিধানের দশম ভাগে অনুচ্ছেদ রয়েছে – একটি ;
# ১২ সংবিধানের একাদশ ভাগে বলা হয়েছে – বিবিধ সম্পর্কে ;
# সংবিধানের একাদশ ভাগে অনুচ্ছেদ রয়েছে – এগার টি ;
# সংবিধানের মোট ভাগ – এগারটি ;
# সংবিধানের মোট অনুচ্ছেদ – একশ তিপ্পান্নটি;
# সংবিধানের মোট তফসিল – সাতটি
# সংবিধান পরিবর্তন বা সংশোধন হয় – সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে;
বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল ?
উঃ ধ্বনি,শব্দ,বাক্য
# “গরল” শব্দের বিপরীত শব্দ কি ?
উঃ অমৃত
# "এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
উঃ বিশেষ্য
#“ অচেনা” কোন সমাস ?
উঃ তৎপুরুষ
#“গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?
উঃ অপাদান কারকে শূন্য
# কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?
উঃ পদ্মভূষণ
# “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ
# লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?
উঃ কবিরাজ
# নির্ভুল বানান কোনটি ?
উঃ মুহুর্মুহু
# বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?
উঃ চন্দ্রাবতী
# ওমর খৈয়াম কোন দেশের কবি ?
উঃ কোনটিই নয়।
# চেটে খাওয়ার যোগ্য?
উঃ লেহ্য
# সন্ধি বিচ্ছেদ পুরস্কার
উ: পুরঃ+কার
# চোখের বালি এর অর্থ
উ: শত্রু
# কৃতঘ্ন অর্থ
উ: যে উপকারীর অপকার করে
# চক্ষু দ্বারা গৃহীত
উ: চাক্ষুষ
# মোদের গরব,মোদের আশা,আমরি বাংলা ভাষা কার উক্তি –
উ: কোনটি নয় (অতুল প্রসাদ সেন সঠিক উত্তর)
# বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থান
উ: রংপুর
# যা স্থায়ী নয়
উ: অস্থায়ী
# আমানত অর্থ

No comments:

Post a Comment