Pages

Saturday 5 May 2018

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়
তিন সরাও
তার মানে শ,ষ,স,র,ও,রেফ এগুলোর পরে অবশ্যই বিসর্গ সন্ধি হবে।
যেমন- অাবিষ্কার=অাবিঃ+কার
ষ অাছে তাই বিসর্গ সন্ধি হবে
ব্যাকরণের যেকোনো টপিকস্ বুঝতে অসুবিধা হলে কমেন্ট এ জানাবেন
যুগান্তকারী টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে
জ্ঞান যত সম্ভব শেয়ার করুণ, অাপনার বেড়ে যাবে ততগুণ যতগুণ শেয়ার করবেন
গুড লাক অল

1 comment:

  1. উৎ+হত =উদ্ধত ; তদ্ +হিত= তদ্ধিত হচ্ছে। কিভাবে বুঝব কখন ত আর কখন দ হবে?

    ReplyDelete