বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও ভূগোল, এই তিন বিষয় কে সাধারণ জ্ঞান বলা যায়। সাধারণ জ্ঞানের দুটো অংশ থাকে, একটি স্থায়ী অংশ আর অন্যটি অস্থায়ী বা পরিবর্তনশীল বা সাম্প্রতিক অংশ। বিগত বছরগুলোর বিসিএস প্রিলির প্রশ্ন এনালাইসিস করে বলা যায়, স্থায়ী অংশ থেকে প্রিলিমিনারিতে ৯০% প্রশ্ন আসে আর সাম্প্রতিক অংশ থেকে ১০%। অর্থাৎ এই তিন বিষয়ে প্রিলিতে মোট ৬০ মার্কস এর মধ্যে ৫৪ মার্কস থাকবে স্থায়ী অংশ থেকে আর ৬ মার্কস থাকবে সাম্প্রতিক থেকে। স্থায়ী অংশ বলতে বুঝায় যেটি আর পরিবর্তন হবে না, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা জাতিসংঘের ইতিহাস। এগুলো পরবর্তী ১০০ বছর পরেও একিভাবে পড়তে হবে। এই অংশের সুবিধা হলো একি তথ্য আজীবনের জন্য। যেহেতু এই অংশে কষ্ট কম, মার্কস বেশি, তাই এই অংশে বেশি জোর দিতে হবে। সাম্প্রতিক অংশ থেকে মাত্র ৬ মার্কস, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, কিছু দিন পর পর আবার তথ্য হালনাগাদ করতে হয়। কাজেই এই অংশ থেকে একটু বেছে বেছে পরতে হবে। মাসিক সাম্প্রতিক পত্রিকা গুলোতে যে পরিমাণ তথ্য দেয়, তা আত্মস্থ করতেই মাসের ১০ দিন চলে যায়। আমি যে থিওরি মানি তা হলো "তুলনামূলক কম পড়ে কিভাবে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করা যায়"। সাম্প্রতিক অংশ থেকে এমন তথ্য গুলো পড়তে হবে, যার প্রাসঙ্গিকতা নূন্যতম ৬ মাস থাকবে। যেমন ৩৮ প্রিলির আগে কৃত্রিম বুদ্ধি সম্পন্ন রোবট সোফিয়া বাংলাদেশে এসেছিল, ঐ বিসিএস এ নিয়ে প্রশ্ন আসে নি, আর জীবনে আসবেও না। ধরো এ মাসে সংসদে ৫ টা বিল পাস হয়েছে, তারিখ সহ মুখস্ত করলে,( মনে থাকবে না নিশ্চিত) কিন্তু ৬ মাস পরের পরীক্ষায় হয়তো একটা বিলের প্রাসঙ্গিকতা থাকবে, কাজেই ঐ একটাই শুধু পড়তে হবে। কাজেই সাম্প্রতিক থেকে পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান, সর্বশেষ বৈঠক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো গুরুত্বপূর্ণ ব্যাক্তির প্রস্থান, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এমন কোনো ঘটনা, খেলাধূলায় বিশেষ কৃতিত্ব এসব। কোন ঘটনা যদি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে বা সরকারের লস প্রজেক্ট, নিশ্চিত থাকো, সেটা কখনো পরীক্ষায় আসবে না। একটা কথা মাথায় রাখতে হবে সাম্প্রতিক পড়ার সময়, সেটা হলো যা পড়ছি তার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা কতটুকু? আগে স্থায়ী অংশ শেষ করো তারপর সাম্প্রতিক নিয়ে চিন্তা করো। কোনো একটা নির্দিষ্ট পরীক্ষা কে টার্গেট করে তিন মাস সাম্প্রতিক এর উপর নজর দিলেই হবে ইনশাআল্লাহ। তবে প্রতিদিন একবার অবশ্যই দৈনিক পত্রিকায় চোখ বুলিয়ে নিতে হবে। সবার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
No comments:
Post a Comment