Pages

Friday 4 October 2019

এনএসআই(NSI) (AD) সহকারী পরিচালক সম্পূর্ণ অংশের সমাধান।

এনএসআই(NSI) (AD) সহকারী পরিচালক সম্পূর্ণ অংশের সমাধান।
______^________________^___________^__________
এক্সাম ডেটঃ ২৮.০৯.২০১৯
______^________________^___________^__________
এক্সাম টেকারঃ- আইবিএ (IBA)
______^________________^___________^__________
বিঃদ্রঃ- গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ নিচের পিকচারে দেওয়া আছে।
গণিত সমাধানে আজগর আলী ভাই।

বাংলা অংশের সমাধান
---------------------------------------
১. বিপরীতার্থক শব্দ: উন্মীলিত-নির্মীলিত
২. কোনটি ফারসি উপসর্গ-কম
৩. রাতে তারা দেখা যায় এখানে রাতে-- অধিকরনে ৭মী
৪. নাতিশীতোষ্ণ কোন সমাস-নঞ্ তৎপুরুষ
৫. কোনটি অলুক তৎপুরুষ সমাস-- সোনার তরী
৬.কৃপাণ শব্দের অর্থ-তরবারি
৭. বাবা --- তুর্কি শব্দ
৮. মৌন এর বিপরীত -- মুখর
৯. Defendant এর পরিভাষা--- বিবাদী
১০. হাড়ে বাতাস লাগা(শান্তি পাওয়া) -- কোনটিই নয়
১১. উত্থাপন এর সন্ধি-- উৎ+স্থাপন
১২. কুহক এর স্ত্রীবাচক শব্দ - কুহকিনী
১৩. স্বভাবতই মূর্ধন্য-- বাণ
১৪. কাদনা>কান্না-- সমীভবন
১৫. সমাসের মাধ্যমে গঠিত শব্দ - আমরা
১৬. যুগসন্ধিক্ষনের কবি-- ঈশ্বরচন্দ্রগুপ্ত
১৭. বার্ধক্য তাহাই যাহা পূরাতনকে.. যৌবনের গান
১৮. মানিক বন্ধ্যোপাধ্যায় রচিত -- আতসী মামী
১৯. রুপাই কবিতাটি -- নকশি কাথার মাঠ থেকে নেওয়া
২০. মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক-- চন্দ্রকুমার দে।
ইংরেজী অংশের সমাধান
______^________________^___________^__________
Find out the odd word from each list :
21.Raucous
22.Wispy
23.Average
24..Significant
25.Consent
27..Commodity
28.Equivalent
28.Covetous
30.Exploited
Pint point error
31 .No error
32..No error
33.No error
34.B.
35.B.
36.D Cats and dogs - heavily
37.B look into-investigate
38 D Deny -refuse
39.B for good - forever
40 None
(NB:Answers are subject to correction, so far as typing mistakes are concerned)
গণিত অংশের সমাধান
______^________________^___________^__________
নিচে পিকচারে দেওয়া আছে।
সাধারণ জ্ঞান অংশের সমাধান
______^________________^___________^__________
৪১।স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— ১৫তম।
৪২।মূল্য সংযোজন কর কবে চালু করা হয়?— ১৯৯১ সালে। { জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে।}
৪৩।ধর্ম সংবিধানের কোন অনুচ্ছেদে? — ১২ ও ৪১
৪৪।মেলানেশিয়ার দেশ? — ফিজি
৪৫।প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?— চীন।
৪৬।দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশা।
৪৭।LNG কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালি
৪৮।মিশরের তাহরির স্কয়ার কি বলা হয়?— “তাহরির স্কয়ার” বা মুক্ত স্কয়ার”
৪৯।ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — তিবলিশ; জর্জিয়া
৫০।CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?–FAO
৫১। বাংলাদেশ কোন সংস্থা থেকে বেশি ঋণ নেয়
=IDA
৫২।বার্গি ও বগি শব্দ দুটি ব্যবহৃত হয়
= গলফে
৫৩।আমাজন বন কোন শ্রেণির
= গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বন
৫৪।বাংলাদেশের পাট ও ছত্রাকের জিনোমের স্বীকৃতি দেয়
=NCBI
৫৫।সার্ক আবহাওয়া কেন্দ্র
= ঢাকা
৫৬। সাবেক সোভিয়ত ইউনিয়ন হতে স্বাধীন হওয়া মুসলিম দেশ
= তাজিকিস্তান
৫৭। ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষনের জন্য কোন প্রটোকল
= মন্ট্রিল
৫৮। বাংলাদেশি অস্কার জয়ী
- নাফিস বিন জাফর
৫৯। নিচের কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম
= UBUNTO
৬০। বিশ্বকাপ ক্রিকেট সর্বনিম্ন রান
- জিম্বাবুয়ে
যদি কোন উত্তর ভুল থেকে থাকে তাহলে নিজ দ
দায়িত্বে ঠিক করে কমেন্টবক্সে জানিয়ে দিবেন।
ধন্যবাদ সবাই কে।

No comments:

Post a Comment