Pages

Friday, 4 October 2019

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা

ঢাবি D ইউনিট এর নতুন নিয়ম ও যোগ্যতা।

যোগ্যতা-
মানবিক বিভাগের জন্য HSC+SSC (7.00)
বানিজ্য HSC+SSC (7.50)
বিজ্ঞান (8.00)
বিশেষ দ্রষ্টব্য - এইচ এস সি পরিক্ষায় সকল সাবজেক্টে নুন্যতম ৩.০০ তথা B গ্রেড থাকতে হবে নতুবা আবেদন করা যাবে না।
আরো একটি লাইন সংযুক্ত করা হয়েছে যে
অর্থনীতিতে B গ্রেড ও গনিতে এ গ্রেড থাকতে হবে। তবে একটু অপেক্ষা করতে হবে যে আসলেই গনিতে এ গ্রেড এর নিচে আবেদন করা যাবে কি না। গনিতের রিকুয়ারমেন্ট কোনভাবে ই গ্রহনযোগ্য নয় কারণ D ইউনিট থেকে সাইন্স এর স্টুডেন্ট কখনো বিজ্ঞানের সাবজেক্ট পাবে না সুতরাং এ তথ্যটি হয়ত অন্য কিছু মিন করতেছে কাল ব্যাপারটি ক্লিয়ার করব।
প্রশ্ন প্যাটার্ন
এম সি কিউ ৭৫ মার্কস ৫০ মিনিট।
বাংলা-১৬*১.২৫-২০
ইংরেজী-১৬*১.২৫-২০
জিকে-৩৫
পাশ মার্ক - ৩০
এম সি কিউ তে পাশ না করলে লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হবে না।
লিখিত অংশ
বাংলা-১৫
ইংরেজী-১৫
জিকে(বিশ্লেষনধর্মী)-১৫
বিশ্লেষণ ধর্মীটা আবার কি?
কিছুই না মনে কর কোন একটা ঘটনার পটভুমি বা কারণ কিংবা যা ই হোক এগুলা নিয়া ২/৫ লাইন লিখতে বলা হবে।।
বি দ্র - সাধারণ জ্ঞানের MCQ অংশে মাধ্যমিক গনিত ও আইসিটি থেকে প্রশ্ন আসবে।
একদম ই চিন্তা করার কিছু নেই, আসলে এখন থেকে ই বিসিএস এর জন্য তোমাদের প্রস্তুত করতেছে ঢাবি 😀
খুব সহজ সহজ কিছু গনিত দিবে যা তোমরা SSC তে করে এসেছ। ঐ মৌলিক সংখ্যা, পুর্ন সংখ্যা,ল সা গু, গ সা গু, জোড় বিজোড় এগুলাই।
কেউ না পরলেও এগুলা পারবা।
আইসিটি নিয়া কি কারো সমস্যা হবে?
ভাই তুই কি HSC পাশ করছস?
বাকি দেখে লেখে পাশ করছ?
আইসিটি তে আহামরি কঠিন কিছু হবে না সুতরাং কমেন্ট এর ঝড় না তুলে বাংলা ইংরেজি GK পড়।
পাশ মার্ক আলাদা আলাদা( MCQ)
Bangla - 06
English -06
Gk-12
Total- 30 পেতে হবে MCQ অংশ।
লিখিত অংশে আলাদা পাশ নেই।
টোটাল ৪৫ এ ১২ পেতে হবে।
এবং সব কিছু মিলিয়ে ৪৮ পেলে D ইউনিটের ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ।

No comments:

Post a Comment