Pages

Tuesday, 13 June 2023

১১ দিনের জারা ঘাস কত টুকু বড় হল এবং এর পরিচর্যার

ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করলাম, বছরে টার্গেট ২০০ টি ছাগল

খুব সহজ পদ্ধতিতে যেভাবে ঘাসের কাটিং লাগাবেন। #ঘাস চাষ

কোন মিস্ত্রি ছাড়ায় যেভাবে ছাগলের ঘর তৈরি করেছি👌

আমি যেভাবে ১ দিনে জমি প্রস্তুত করেছি, আপনিও পারবেন।

উদ্যোক্তা হওয়া বা খামার করা সবার জন্য না#উদ্যোক্তা

খামারের ছাগলকে কিভাবে পিপিআর(PPR) ভ্যাকসিন দিতে হয় #ppr

১ টি ঘাসের কাটিং থেকে কতগুলো চারা বের হল! জারা ঘাস চাষ |#জারা ঘাসের কাটিং

ঘাস কাটার নিয়ম ও ফলন বাড়ানোর উপায়#জারাঘাস

Monday, 20 September 2021

সকলের কাছে দুআ প্রত্যাশী মিজান জমাদার

আসন্ন ৬ নং বোকাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজান জমাদার

বাংলায় অনার্স মাস্টার্স করেছেন পাশাপাশি বিভিন্ন সমাজ সেবা সমাজ কল্যাণ কাজে নিয়োজিত রয়েছেন এবং একাধারে শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন।


তিনি সমাজের খেটে খাওয়া মানুষদের পাশে থাকতে চান সকলের দুআ নিয়ে সামনে এগিয়ে যেতে চান।

গরীব অসহায় মানুষ যারা আছেন তাদের বিপদে আপদে সব সময় তাদের সঙ্গে থাকার মন বাসনা প্রকাশ করেন।

#Bd_News

Thursday, 17 June 2021

 

এক্ষুনি সংগ্রহ করুন ২৮৫ পৃষ্টার ইংলিশ Basic Spoken শেখার PDF ebook টি। মূল্য ১০০টাকা (৭দিনের জন্য)

#কেন পড়বেন ই-বুক /শিটটি ?

1. বাসায় বসে অথবা অবসর সময়ে মোবাইল বা ল্যাপটপ এ পিডিএফ টি পড়তে পারবেন
2. খুব সহজ ভাবে ৭৫টি রুল দেওয়া আছে তাছাড়া এই প্রচুর situational Spoken English এর রুল দেওয়া আছে, অর্থাৎ কোন পরিস্থিতিতে কোন Spoken English টি বলতে হবে তা রুলের মাধ্যমে সুন্দর করে দেওয়া আছে
3. ই-বুক টি তে প্রচুর conversation এর বাংলা অর্থ দেওয়া আছে, এবং ২০০০ হাজারের উপরে শব্দ অর্থ দেওয়া আছে, যে গুলো আমরা পারি কিন্তু practice এর অভাবে আমাদের মনে নেই.
4. বই যেমন হারিয়ে যায়, বা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই Ebook টি নষ্ট হবে না, আজীবন আপনার কাছে রাখতে পারবেন.

#কখন পড়বেন?
"ধরুন আপনি বাসে বসে আছেন প্রচুর ট্রাফিক, পকেট থেকে মোবাইল টা বের করে পড়তে পারেন।"

"কোথায় বেড়াতে গিয়েছেন, বা মোবাইলে এমবি নাই, সময় কাটছে না সেক্ষেত্রে এই Ebook টি পড়ে skill Devolop করতে পারেন।"

তাহলে আর দেরি কেন ! আজই সংগ্রহ করুন আপনার কপিটি .

কিভাবে সংগ্রহ করবেন ?
#মোবাইল ব্যাংকিং একাউন্ট যেমন
বিকাশ/নগদ/রকেট থেকে 100 টাকা Send Money করার পর যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন তার লাস্ট ৩ টি ডিজিট ইনবক্স করে জানাবেন । টাকা পরিশোধ করার ১ মিনিটের ও কম সময়ের মধ্যে Amra Online Service এর প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার নিকট প্রেরণ করে দিবে।

Pdf টি নিতে আগ্রহী থাকলে ইনবক্স করুন, এবং সংগ্রহ করুন।

#বিকাশ 01927102751
#নগদ 01746865208
#রকেট 019271027518


ধন্যবাদ
Amra
Online Service,BD

Thursday, 3 December 2020

মা

 খু্ব বেশি এখন আর বন্ধুদের সাথে কথা বলা বা দেখা হয় না, তাই মাঝে  মাঝে নিজেই খুব বিরক্ত অনুভব করি।

চাকুরী জীবনে বাস্তবতাই সবচেয়ে বেশি মুল্যায়িত্ব। তারপরও চেষ্টা করি কিছু গুরুত্বপূর্ণ  বন্ধুদের সাথে যোগাযোগ  রাখার জন্য। কয়েকদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা বলার সুযোগ হয়েছিল আমার। সর্বশেষ বন্ধুর মা'র সম্পর্কে  জানতে চাইলাম, ভালো কোনো উত্তর পাইনি।

সবার থেকে মা আলাদা, একা একা সব কিছু করেন, মানে হলো আলাদা খাবার খায়, আলাদা বিছানায় ঘুমায়।

কেন জানতে চাইলাম......?  

সহজে উত্তর দিল বয়স হইছে তো তাই.........

বন্ধুর উত্তরটা সহজ হলেও আমার কাছে সেদিন কঠিন মনে হয়েছিল।  তারপর নিজের মাঝে একটা প্রশ্ন হলো,আসলে আমরা নিজেদের কিভাবে ভাবি, বা আমাদের ভাবনাটা কি রকম হওয়া উচিত..........

 আমরা দেখেছি,  মেয়ে বিয়ে হওয়ার পর সংসার সাজানোর জন্য ব্যস্ত হয়ে পরে, কিভাবে সাজাবে সংসার, কিভাবে  সুন্দর লাগবে, বাসা সাজানো,আর তার জন্য হাজারো বায়না করে অনেক জিনিস কিনে, যদিও অনেক কিছু কিনে সখের বসে, বাস্তবে  কোনো  কাজে আসে না,তারপরও কিনে, কিন্তু শেষ বয়সে কি কাজে লাগে এটাই দেখার বিষয়। তবে বাস্তবতাটা  খুব কঠিন.......

ছেলেদের বিয়ে করানোর পর নিজের অজান্তে সব কিছু অন্য জনের হয়ে যায়।

বয়সের সাথে সাথে শরীলে এসে অসুখ এসে বাসা বাধে,

তারপর আস্তে আস্তে  সংসার থেকে আলাদা, জীবনের শেষ সম্বল হয়, একটা স্টিলের গ্লাস, একটা স্টিলের  তালা, আর বিছানাটা যেন বিপদে পরা নদ্ মা  থেকে তোলে এনে দেওয়া।

জোরে কোনো কাশি বা কথা বললে সবাই বিরক্তবোধ। 

আসলে আমরা সত্যিকারে অর্থে  মায়েদের কতটুকু ভালবাসি। নিজের সন্তানদের টেবিলের  খাবারের সময় দুর থেকে ডেকে মা কে ডেকে বলি, মা তুমি কি এখন খাবে.........???

তবে খাবারে মায়ের সম্মতি থাকলে,  আবার বলি মা তুমি একটু পরে খাও। বাচ্চাগুলো তোমার সাথে খেতে চায় না, তখন মা কিছু না বলে, আবার শুয়ে থাকে, আর খাবার শেষে স্টিলের তালা কিছু ভাত বিছানাতে দিয়ে যায়, ইচ্ছে হলো খেল আর না হলে নেই। আর কয়েকদিন পরে পর গোসলের বিরক্তিকর চেষ্টা সন্তানদের। 

স্টিলের আসবাসপত্রের শব্দ আর বিছানাটা সর্বশেষ প্রাপ্তি হিসাবে ধরে নেয়।

আসলে আমরা  অনেকেই বুঝি না, কয়েকদিন পর আমরাও বাবা মা হতে চলছি........?

আমাদের শেষ ভবিষ্যৎ  কি? 

মা দিবসে মায়েদের  শুভেচ্ছা না জানিয়ে  মায়েদের একটু যত্ন করাটাই উচিত.


লেখক;

মোস্তাফিজুর রহমান  মোস্তাক

তারিখ ; ১০ মে- ২০২0

Wednesday, 2 December 2020

আপনি বেকার এর কারণ সম্ভবতঃ আপনি নিজেই (স্যরি টু সে)

আপনি বেকার এর কারণ সম্ভবতঃ আপনি নিজেই (স্যরি টু সে)




১. আপনি বেকার, সংসারে ইনকাম করার মত আর কেউ নেই, প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে- এসব নিয়ে দিলেন একটা ইমোশনাল স্ট্যাটাস! প্রচুর লাইক কমেন্ট পড়লো। লাভ কি? আপনি মানুষের করুণা পাবেন, চাকরি নয়!
তাই, দয়া করে নিজের দুঃখ বিক্রি করা বন্ধ করে দক্ষতা বাড়ানোতে মন দিন।
২. আপনি গ্রাজুয়েশান করে নিজেকে কুতুব ভাবা শুরু করেছেন। ক্যাডার ছাড়া চাকরি করবেন না। ননক্যাডার, ২য় শ্রেনির চাকরি, স্কুলের শিক্ষকতা এসব "ছোট" চাকরিতে আবেদন করতে আপনার রুচিতে বাঁধে। একটা বিসিএসের ফাইনাল রেজাল্ট হতে চলে যায় ৩ বছর। চাকরি হয় না। মাঝখান দিয়ে চলে যায় আরও শ'খানেক সার্কুলার যেগুলোতে আপনি অ্যাপ্লাইও করেননি। করলে একটা না একটাতে চাকরি হোতোই। বিসিএস এর মত চরম আনসার্টেন পরীক্ষার উপর যে ভরসা করে বসে থাকে সে বেকার থাকবে না তো কে বেকার থাকবে?
অতএব, সামনে যে সার্কুলার পাবেন অ্যাপ্লাই করুন। পরে ভালো চাকরি পেলে তো ছেড়ে দিতে পারবেনই। মাঝখান দিয়ে বেকার তকমা ঘুচবে আর পে অর্ডারের টাকাটা উঠে যাবে।
৩. আপনার ছোটবেলা থেকে অংক দেখলে জ্বর আসতো, না বুঝে মুখস্ত করতেন। আজকে ব্যাংকার বন্ধুর স্যালারি দেখে ব্যাংকে চাকরির ইচ্ছা জেগেছে।
অথবা, পাঠ্য বইয়ের বাইরে একটা বইও পড়েননি জীবনে। পেপার, ম্যাগাজিন উল্টেও দেখেননি। এখন বড় ভাইদের দেখে বিসিএস ক্যাডার হবার শখ হয়েছে।
পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যাচ্ছেন, চাকরি হচ্ছে না। গালাগালি করছেন ভাগ্যকে।
এক্ষেত্রে দোষ কার? সব কিছু সবার জন্য না- এটা মাথায় ঢুকান। আপনার দক্ষতা কোথায়? সেই রিলেটেড চাকরি খুজুন। যদি কোন কিছুতেই আপনার দক্ষতা না থাকে তাহলে চাকরি আপনাকে কেন দিবে?
৪. টাকা ছাড়া চাকরি হয় না, মামা-চাচা ছাড়া চাকরি হয় না- এসব কথা বলে আপনি আপনার দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন। আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার, ব্যাংকের এমটিও, বাংলাদেশ ব্যাংকের এডি এবং বর্তমানে সহকারী কমিশনার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা এবং বন্ধু, বড়ভাইদের অভিজ্ঞতা থেকে জানি মামা, চাচা, টাকা ছাড়াও চাকরি হয়। ভালো চাকরিই হয়।
নিজের দুর্বলতা ভুল এক্সকিউজ দিয়ে না ঢেকে স্বীকার করুন। দুর্বলতা কাটাতে চেষ্টা করুন। নিজেকে গড়ে তুলুন।
৫. তর্কের খাতিরে ধরলাম আপনার অভিযোগ সত্য। একটা প্রতিষ্ঠানে যদি ১০০ জন নেয়া হয় এরমধ্যে কতজনকে টাকা, মামা, চাচার জন্য নিবে? যিনি প্রতিষ্ঠানের শীর্ষে আছেন তারতো প্রতিষ্ঠান চালাতে হবে। তিনি ভালো করেই জানেন রেফারেন্সে অযোগ্য লোক নিলে তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। ১০০ জনের মধ্যে উনি ১০ বা সর্বোচ্চ ২০ জনকে রেফারেন্সে নিবে। বাকিদের তো যোগ্যতার ভিত্তিতে নিবে? তর্কের খাতিরে ধরলাম ৫০ জনকে রেফারেন্সের জন্য নেয়া হলো। আপনার চাকরি হলো না। তার মানে বাকি যে ৫০ জনকে যোগ্যতার ভিত্তিতে নেয়া হলো, আপনি তাদের থেকে দুর্বল।
পৃথিবীতে টিকে থাকতে হলে আপনাকে ঐ ৫০% এর মধ্যে আসতে হবে। এটাই সার্ভাইবাল অফ দ্যা ফিটেস্ট। যোগ্যতা না বাড়ালে ঝরে যাবেন।
৬. অনেক কড়া কড়া কিছু কথা বললাম। বেকারদের প্রতি সহানুভূতির কথা সবাই বলে। কিন্তু বেকারদের সহানুভূতি নয়, চাকরি দরকার। এই পোস্ট আপনার ভালো লাগার দরকার নেই। বরং এটি আপনার ভেতর জেদ তৈরি করলেই আমি খুশি।
এই জেদটা জিইয়ে রাখুন।

আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে যে লাভ হবে?

 আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে যে লাভ হবে-



১/ দাড়িয়ে পস্রাব করবে না।
২/ আপনার গায়ে হাত তুলবে না।
৩/ কাহারো হক নষ্ট করবে না।
৪/ বিয়াদব হবে না।
৫/ জগড়া করবে না।
৬/ আপনার অনুমতী ছাড়া বিয়ে করবে না।
৭/ আপনাকে বূদ্ধাশ্রামে রেখে আসবে না।
৮/ নেশা করবে না।
৯/ অবৈধ ভাবে হত্যা করবে না।
১০/ নাস্তিক হবে না।
১১/ মুরতাদ হবে না।
১২/ ইভটিজিং করবে না।
১৩/ ধর্ষণ কারী হবে না।
১৪/ পতিতালয় বা হোটেলে রাত
কাটাবে না।
১৫/ নামায ছাড়বে না।
১৬/ সন্তানের জন্য জেল কাটতে হবে না।
১৭/ আপনার কবর জিয়ারত ছাড়বে না।
১৮/ আপনার জানাযা অন্য কাউকে পড়তে হবে না।
১৯/ সন্তানের ওসিলায় জান্নাতে
যাবেন।
২০/ আপনাকে জাহান্নামে যেতে
হবে না।________
🌹এমনকি হাশরের ময়দানে এই সন্তান দ্বারা উপকৃত হবেন।
💟আল্লাহ আমাদের সহি বুঝ দ্বান করুন।💟