Pages

Showing posts with label বিসিএস. Show all posts
Showing posts with label বিসিএস. Show all posts

Saturday 5 May 2018

Clause নিয়ে ভাবনা , আর না আর না । Clause নিয়ে চিন্তার দিন শেষ।

Clause নিয়ে ভাবনা , আর না আর না । Clause নিয়ে চিন্তার দিন শেষ।
.
Clause & phrase identification
৩৬তমতে ১টি, ৩৭তমতে এসেছিল ২ টি, ৩৮ তমতে ১ টি। গাইডবই বা প্রচলিত নিয়মে উত্তর করতে সময় লাগে অনেক। খুব সহজে তারাতারি clause নির্ণয়ের জন্য বের করেছিলাম একটা সহজ পন্থা। ৩৭ তম ও ৩৮তম বিসিএস প্রিলির আগে পোস্ট করেছিলাম,৩৯/৪০ এ যদি কারো কাজে লাগে।
মাত্র তিনটা ধাপ ধারবাহিক ভাবে এপ্লাই করুন আর ইংরেজি clause নির্ভুলভাবে ২০-৩০ সেকেন্ডে নির্ণয় করুন।
স্টেপ১:
পরীক্ষায় আসা Underlined clause এর ভিতরে যা ইচ্ছে থাকুক,আঙ্গুল দিয়ে বন্ধ করে ফেলুন।এবার বাকি অংশ পড়ুন। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হচ্ছে কি? যদি হয় অর্থাৎ underlined clause ছাড়াই বাক্য অর্থপূর্ণ হচ্ছে তখন বুঝবেন Underlined clause টি ছিল Adverb clause.
e.g.
a)"As he is ill" he cannot walk fast.
b)I shall go "where he lives"
এখানে ইনভার্টেড কমার Clause টি adverbial clause।
স্টেপ ২:
প্রদত্ত প্রশ্নটি উপরের নিয়মের মধ্য না পড়লে অর্থাৎ বাকি অংশ দিয়ে কোন অর্থপূর্ণ বাক্য যদি না হয় তাহলে Underline-কৃত Clause-এর ঠিক সামনের word টি দেখুন।যদি underlined clause এর ঠিক সামনের word টি যদি Noun হয় তবে clause টি অবশ্যই Adjective clause হবে। আর যদি verb হয় স্টেপ ৩ তে যেতে হবে।
e.g.
a)This is the place "where I was born"(adj. clause)
স্টেপ ৩:
underlined clause টির সামনের Word টি verb হলে সম্পূর্ণ clause টি বাদ দিয়ে সেখানে "IT" বসিয়ে এবার বাক্য পড়ুন।It সহ নতুন বাক্যটি অর্থপূর্ণ পেলে clause টি noun clause।(এছাড়া adjective এর পর clause থাকলে সেটিও noun clause,)আর It দ্বারাও অর্থপূর্ণ নাহলে অর্থাৎ মনের ভাব প্রকাশ না পেলে clause টি Adverb clause.
e.g.
a)I know "that he was passed".(noun clause).
b)We read "that we may learn"((noun clause)
মোদ্দাকথাঃ
Clause identification এ clause এর ভিতরের অংশ পড়তে গেলে সময় লাগবে,জটিল হবে ভুল করতে পারেন।clause এর সামনে বা পরের Word দেখুন সহজ হয়ে যাবে।
এবার বই দেখুন আর প্র্যাকটিস করুন।
Phrase আরেকদিন হবে।

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়

বিসর্গ সন্ধি মনে রাখার উপায়
তিন সরাও
তার মানে শ,ষ,স,র,ও,রেফ এগুলোর পরে অবশ্যই বিসর্গ সন্ধি হবে।
যেমন- অাবিষ্কার=অাবিঃ+কার
ষ অাছে তাই বিসর্গ সন্ধি হবে
ব্যাকরণের যেকোনো টপিকস্ বুঝতে অসুবিধা হলে কমেন্ট এ জানাবেন
যুগান্তকারী টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে
জ্ঞান যত সম্ভব শেয়ার করুণ, অাপনার বেড়ে যাবে ততগুণ যতগুণ শেয়ার করবেন
গুড লাক অল

Sunday 10 December 2017

BCS Study Questions & Answers

Q.চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
Ans:মেরু বিন্দুতে
Q.The expression ‘to look after’ means
Ans:to take care
Q.লিসবনসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
Ans:পর্তুগাল
Q.চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কে?
Ans:কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী
Q.খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
Ans:সম্রাট অশোক।
Q.কোন দেশের তিনটি রাজধানী ?
Ans:দক্ষিণ আফ্রিকা
Q.আই.বি.এম (ইন্টারন্যাশনাল বিজনেস মেসিন) পিসি তৈরি হয় কবে?
Ans:১৯৮১ সালে
Q.উইলিয়াম এ্যাডাম শিক্ষা বিষয়ক কয়টি বিবরনী দাখিল করেন?
Ans:তিনটি
Q.দেশে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)
Ans:১৩,৮৬১ টি
Q.শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী ?
Ans:সবুজ উদ্ভিদ
Q.আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
Ans:বিসমার্ক
Q.একুশে পদক ২০১৬ লাভ করেন কতজন ?
Ans:১৬জন
Q.উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা এবং লিনাক্স এইগুলো কে কি বলা হয় ?
Ans:অপারেটিং সিস্টেম
Q.বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
Ans:ওয়াশিংটন ডি সি
Q.বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
Ans:১৫ ফেব্রুয়ারী, ১৯৮২
Q.‘কাদোঁ নদী কাঁদো’ উপন্যাসের রচিয়তা কে?
Ans:সৈয়দা ওয়ালী উল্লাহ
Q.সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
Ans:রেডন
Q.মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
Ans:হংকং
Q.বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
Ans:বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
Q.কোন দেশ পশম রপ্তানীতে শীর্ষে?
Ans:অস্ট্রেলিয়া
Q.আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈল চিত্র কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯৬০ সাল
Q.ফিলিপাইন এর কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
Ans:ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাস
Q.বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন?
Ans:কৃত্তিবাস
Q.টপ্পা গানের জনক কে?
Ans:নিধুবাবু (রামনিধি গুপ্ত)
Q.বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে বেশী?
Ans:বরিশালে
Q.বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
Ans:২ টি। বাংলা ও ইংরেজি
Q.Antonym of MULTIFARIOUS
Ans:lacking diversity
Q.সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?
Ans:সেসুর ক্রে।
Q.কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিল?
Ans:সঞিতা
Q.নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
Ans:নারীর
Q.বাংলাদেশে গ্রামীণ ব্যাংক চালু হয় কত খ্রিস্টাব্দে?
Ans: ১ অক্টোবর ১৯৮৩ খ্রিস্টাব্দে।
Q.রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
Ans:শিরায়
Q.এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রধান কে?
Ans:রাষ্ট্রপতি
Q.উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?
Ans:ওয়ারেন হেষ্টিংস
Q.বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?
Ans:৪ঠা নভেম্বর, ১৯৭২
Q.ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন কে?
Ans:সম্রাট নেবুচাদ নেজার
Q.‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
Ans:ডিরোজিও
Q.জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
Ans:১৮ এপ্রিল, ১৯৭১
Q.রামনারায়ন তর্করত্ন এর প্রথম নাটক কুলীনকুল সর্বস্ব কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৮৫৪ সাল
Q.x+y=6 এবং xy=8 হলে (x+y)² এর মান কত?
Ans:4
Q.মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কি ছিল?
Ans:কেতকা দাস
Q.বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
Ans:অষ্ট্রিক
Q.বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজ কতটি?
Ans:১৫ টি
Q.একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?
Ans:১২ - ১৮ বার
Q.পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans:মুহম্মদ আলী জিন্নাহ
Q.দক্ষিন আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল?
Ans:ইনকা সভ্যতা
Q.জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
Ans:১৯৬২ সালে
Q.I wish i —— wonderful man.
Ans:were
Q.Caesar and Cleopatra” is——
Ans:A play by G. B. Shaw
Q.চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?
Ans:ডঃ প্রবোধচন্দ্র বাগচী
Q.“বামেতর” শব্দটির অর্থ কি?
Ans:ডান
Q.একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?
Ans:১ টি
Q.কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে
Ans:ল্যাটিন
Q.উর্দু – উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
Ans:মুহম্মদ আলী জিন্নাহ
Q.পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কোন সভ্যতা কে?
Ans:মিশরীয় সভ্যতাকে
Q.The opposite of the word “flexible ” is —
Ans:rigid
Q.Eager:Indifferent
Ans:enthusiastic:halfhearted
Q.রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
Ans:৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
Q.সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
Ans:১৪ অনুচ্ছেদ
Q.বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত থানা শহর কোনটি ?
Ans:টেকনাফ
Q.ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
Ans:নীল দর্পন
Q.স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
Ans: ৪২৬ জন
Q.ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
Ans:ডলি
Q.গোলাম মোস্তফা র প্রথম উপন্যাস রূপের নেশা কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯২০ সাল
Q.‘নবী কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?
Ans:কাজী ইমদাদুল হক
Q.কারা ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করেন?
Ans:গ্রীকরা
Q.বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন ?
Ans:কমলাপুর (ঢাকা)
Q.‘লিটল বাংলাদেশ’ কোথায় অবস্থিত ?
Ans: লস অ্যাঞ্জেলস,যুক্তরাষ্ট্র।
Q.আতাউর রহমান খান শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
Ans:১৯৫৭ সালে
Q.বাংলাদেশ থেকে সংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত?
Ans:৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা
Q.বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি?
Ans:অ্যালবাট্রোস
Q.মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ?
Ans:৩৫০ মি.লি.
Q.ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?
Ans:১৯২৬ সালে
Q.ছিটমহল বিলুপ্ত হয় কখন?
Ans: ১ আগস্ট, ২০১৫; রাত ১২ঃ০১ মিনিটে
Q.If the second day of the month is a Monday , the eighteenth day of the month is a —–
Ans:Wednesday
Q.Which of the following is a read only memory storage device?
Ans:CDROM
Q.নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থের নাম?
Ans:শ্যাম পন্ডিত
Q.identify the incorrect word/phrase in the following sentence: ‘Every’ man or woman ‘should’ vote ‘for’ the candidate of ‘their’ choice.
Ans:their
Q.পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম কি ছিল?
Ans:ভিক্টোরিয়া পার্ক
Q.৮ম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে?
Ans:জাতীয় অধ্যাপক কবির চৌধুরী
Q.রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
Ans:ক্ষুধিত পাষাণ
Q.রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত কে কে ছিলেন?
Ans:উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব
Q.ক্যালডীয় সভ্যতার পতন ঘটেছিল কিভাবে?
Ans:পারস্য আক্রমনের ফলে
Q.বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?
Ans:সোনারগাঁতে
Q.মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থির নাম কী ?
Ans:স্টেপিস
Q.বাংলাদেশের কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
Ans: ১৯৭৫ খ্রিস্টাব্দে
Q.কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
Ans:৩ টি
Q.জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?
Ans:৯৩ হাজার
Q.পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত?
Ans:সোমপুর বিহার
Q.SCRIPT:PLAY
Ans:score:symphony
Q.চোখের কোন অংশ রঙিন জিনিস দেখতে সাহায্য করে?
Ans:কনস
Q.বাংলাদেশে টেক্সটাইল ভোকেশনাল সেস্টার কতটি?
Ans:২৮ টি
Q.হাকালুকি হাওর কোথায় অবস্থিত?
Ans:সিলেট জেলায়
Q.প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
Ans:৭২ বার
Q.The synonyms of ‘Genesis’
Ans:beginning
Q.ঈশ্বরের আরাধনার কথা প্রথম প্রচার করেন কারা?
Ans:হিব্রুরা
Q.নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?
Ans:ফুয়েল সেল
Q.ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে ?
Ans:এ্যাডরেনালিন হরমোন
Q.মোহেনজোদারো ও হরপ্পা শহর দুটি কবে আবিষ্কৃত হয়?
Ans:১৯২১-২২ সালে
Q.সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
Ans:বেগম রাজিয়া
Q.আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?
Ans:বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
Q.পাকিস্তানে গন পরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
Ans:২৩ ফেব্রুয়ারী ১৯৪৮
Q.রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
Ans:৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
Q.Who is author of India wins freedom ?
Ans:Abul Kamal azad
Q.রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে?
Ans:১৯১৯ সালে।
Q.পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
Ans:মিশর
Q.ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?
Ans:ইনসুলিন
Q.জীনের রাসায়নিক গঠন কী ?
Ans:ডি এন এ
Q.আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন সালে?
Ans:১৯০৫ সালে
Q.বাংলাদেশে সার্ভে ইনস্টিটিউট কতটি?
Ans:২টি
Q.মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?
Ans:মাদার তেরেসা
Q.মাধবকুন্ড জলপ্রপাত কোথায় অবস্থিত ?
Ans:মৌলভীবাজার জেলার বড়লেখায়
Q.বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে?
Ans:মোস্তফা কামাল, ৮ এপ্রিল ১৯৭১
Q.ইউরোপে একক মুদ্রা ইউরো প্রথম কতটি দেশে চালু হয়?
Ans:১১ টি
Q.কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
Ans:১৫৫ কিলোমিটার
Q.বাংলাদেশে সমাজকল্যান গবেষণা ইনস্টিটিউট কতটি?
Ans:১ টি
Q.চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
Ans:নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
Q.পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?
Ans:হাইতি
Q.আবুল ফজলের প্রথম গল্প মাটির পৃথিবী কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯৩৪ সাল
Q.বাংলা ভাষায় প্রথম উপন্যাস লেখার প্রয়াস নেন কে?
Ans:হেনা ক্যাথরিনা মুলেন্স
Q.সার্চ ইঞ্জিনের জনক কে?
Ans:এলান এমটাজ।
Q.নূরুল আমিনের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল কত?
Ans:১৪ সেপ্টেম্বর, ১৯৪৮ থেকে মার্চ, ১৯৫৪
Q.বৈদ্যুতিক একক কী ?
Ans:ওয়াট
Q.স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
Ans:X ক্রোমোজম
Q.মুসা ইব্রাহীম কোথার অধিবাসী?
Ans:লালমনিরহাটের
Q.ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
Ans:কার্বন
Q.বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
Ans:রাজিয়া বানু
Q.মো: জিল্লুর রহমান বাংলাদেশের কত তম রাষ্ট্রপতি?
Ans:১৯ তম
Q.প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
Ans:তিনটি জনপদে।
Q.কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?
Ans:পিটুইটারি
Q.ব্লগ (Blog) কি?
Ans:অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।
Q.কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
Ans:বালি
Q.বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
Ans:বান্দরবান
Q.পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
Ans:ওপেন হেমার
Q.নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
Ans:১৯৫৮ সালে
Q.The government is considering —- a new international airport.
Ans:building
Q.বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি ?
Ans:গারো পাহাড়
Q.The opposite word of ‘sluggish ‘
Ans:active
Q.চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
Ans:লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)
Q.মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans:সৈয়দ নজরুল ইসলাম
Q.প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতা পতনের কারণ কি?
Ans:প্রলয়ঙ্করী বন্যা
Q.বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
Ans:মুন্ডা ভাষার।
Q.মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?
Ans:ফিমার
Q.choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: EQUIVOCAL-
Ans:Mistaken
Q.বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটির ডিজাইন করেন কে?
Ans:এএন সাহা
Q.কোন সম্রাট খ্রিষ্টধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন?
Ans:কনস্টানটাইন
Q.ছিটমহল বিলুপ্ত হয় কখন?
Ans: ১ আগস্ট, ২০১৫; রাত ১২ঃ০১ মিনিটে
Q.Tom Jones’ by Henry Fielding was first published in -.
Ans:the 1st half of 18th century
Q.কম্পিউটারের ইনপুট ইউনিট কোনটি ?
Ans:কীবোর্ড, জয়স্টিক,  মাউস, স্ক্যানার
Q.নিরক্ষরেখার অপর নাম কি?
Ans:বিষুবরেখা /০ ডিগ্রী অক্ষরেখা / মহাবৃত্ত
Q.ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
Ans:ময়ূর ভট্ট
Q.বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
Ans:হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।
Q.Request : Refusal ::
Ans:try : failure
Q.নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
Ans:ফুসফুসে
Q.সবচেয়ে বড় ফুল কোনটি ?
Ans:র্যাফোসিয়া আরনন্ডি
Q.গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়
Ans:লুম্বিনী (নেপাল)
Q.আহসান মঞ্জিল কে কত সালে প্রতিষ্ঠা করেন?
Ans:নবাব আবদুল গনি, ১৯৭২ সালে
Q.সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?
Ans:১৯২২ সালে
Q.কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে
Ans:ল্যাটিন
Q.প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
Ans: বগুড়া জেলার মহাস্থানগড়ে।
Q.বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি ?
Ans:মাধবকুন্ড জলপ্রপাত
Q.স্পাম (Spam) কি?
Ans:অনাকাঙ্ক্ষিত ই-মেইল
Q.প্রাচীন মিশরীয়দের মতে পাপ-পুণ্যের বিচার কে করবে?
Ans:ওসিরিস
Q.ভিনেগার কাকে বলে ?
Ans:৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে
Q.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে?
Ans:রাশিয়াকে
Q.কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
Ans:খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
Q.২০০৪ সালের সুনামি ঢেউয়ের গতি ছিল ঘণ্টায়
Ans:৭০০-৮০০ কিলোমিটার
Q.বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি ?
Ans:বৈলাম
Q.ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন?
Ans:খান জাহান আলী
Q.বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?
Ans:বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
Q.অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?
Ans:উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে
Q.বাংলাদেশে সরকারী ও বেসরকারী সাধারন কলেজ কতটি? (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)
Ans:৩,১৫০টি
Q.Angle : Degree ::
Ans:area : square inch
Q.ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন কে?
Ans:সম্রাট নেবুচাদ নেজার
Q.সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
Ans:ডঃ কামাল হোসেন
Q.আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?
Ans:লর্ড বেন্টিঙ্ক
Q.কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
Ans:০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে
Q.Sentences can be broken down into:.
Ans:clauses
Q.উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন?
Ans:লর্ড বেন্টিঙ্ক
Q.বাংলাদেশের বৃহত্তম বিল ?
Ans:চলন বিল
Q.একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
Ans:৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
Q.মনসা বিজয়’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
Ans:বিপ্রদাস পিপিলাই, ১৪৯৫ সালে প্রকাশিত হয়
Q.সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল
Ans:সুপার কম্পিউটার
Q.সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
Ans:নাইট্রোজেন
Q.স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কতবার?
Ans:তিনবার।
Q.রাম প্রসাদ সেনকে কে কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন?
Ans: নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
Q.সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?
Ans:রেডন
Q.হিমোগ্লোবিনের কাজ কী ?
Ans:অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
Q.রাম প্রসাদ সেনের কাব্য গ্রন্থের নাম কি?
Ans:কবিরঞ্জন
Q.‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি’।-কবিতাংশটুকুর রচয়িতা কে?
Ans:রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
Q.সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?
Ans:১০ সেপ্টেম্বর, ২০০২ সালে
Q.PRODIGAL – synonym
Ans:Thrifty
Q.প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
Ans:বগুড়া জেলার মহাস্থানগড়ে।
Q.আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে?
Ans:রোসাং বা রোসাঙ্গ নামে
Q.কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্‌দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
Ans:২০ জুন ১৭৫৬
Q.রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
Ans:শিরায়
Q.Lengthen : Prolong
Ans:stretch : extend
Q.নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
Ans:নারীর
Q.বিশ্বের সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয় কোথায়?
Ans:ব্রাজিল
Q.৮ই মার্চ ২০১৬ তারিখে সাইবার ডাকাতির খবর সর্বপ্রথম কোন গন মাধ্যেমে প্রকাশ হয়?
Ans:ফিলিপাইন্সের সংবাদ মাধ্যমে।

Questions & Answers (Read All Questions )


Q.উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা এবং লিনাক্স এইগুলো কে কি বলা হয় ?
Ans:অপারেটিং সিস্টেম
Q.বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে?
Ans:শফিউল কাদের
Q.x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
Ans:(-1,1)
Q.The ministers arrived __ a decision last night.
Ans:at
Q.বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
Ans:চাইনিজ মান্দারিন ভাষায়
Q.পানিনি রচিত গ্রন্থের নাম কি?
Ans:ব্যাকরণ অষ্টাধয়ী।
Q.৩/২ এর শতকরা কত হবে?
Ans:১৫০%, Note: (3/2)x100=150
Q.বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
Ans:২৭ ডিসেম্বর, ১৯৪৫
Q.ওয়েলিংটন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
Ans:নিউজিল্যান্ড
Q.বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
Ans:৯৯.৯৭ শতাংশ
Q.কার শাসন আমলে গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয়?
Ans:রাজা ইফিটাস
Q.জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক প্রতিষ্ঠা হয় কবে ?
Ans:২০০৪ সালে
Q.সৈয়দ ওয়ালীউল্লাহ র প্রথম গল্প নয়নতারা কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯৪৫ সাল
Q.রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয় ?
Ans:তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়
Q.একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায়?
Ans:শুক্র গ্রহ
Q.Which of the following school of literary writings is connected with a medical theory?
Ans:Comedy of Humours
Q.ফারাও খুফুর পিরামিডের উচ্চতা কত?
Ans:প্রায় চার’শ ফুট
Q.ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
Ans:নেদারল্যান্ডস
Q.‘আত্নঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
Ans:নীরদচন্দ্র চৌধুরী
Q.আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
Ans:নবাব আব্দুল গনি
Q.লালমাই পাহাড় কোথায় অবস্থিত ?
Ans:কুমিল্লা।
Q.কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়?
Ans:টারশিয়ারী যুগে
Q.টি.এস. এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক
Ans: বিষ্ণু দে
Q.ব্যবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Ans:মেসোপটেমিয়ায়
Q.হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় কোন যুগে?
Ans:সেনোজোয়িক যুগে
Q.বাংলাদেশের কোন নদীর নাম একজন ব্যক্তির নামে ?
Ans:রূপসা
Q.Sentences can be broken down into:.
Ans:clauses
Q.‘বিশ্বভারতী’ কে প্রতিসঠা করেন?
Ans:রবীন্দ্রনাথ ঠাকুর
Q.সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
Ans:৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে
Q.দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?
Ans:টেসটেস্টোরেন হরমোন
Q.অনুচক্রিকার গড় আয়ু কত ?
Ans:১০ দিন
Q.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
Ans:চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১
Q.সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?
Ans:মায়ানমারে
Q.বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
Ans:কৃষ্ণকুমারী
Q.উইলিয়াম এ্যাডাম কবে তাঁর শিক্ষা বিষয়ক তৃতীয় বিবরন কবে উপস্থাপন করেন?
Ans:২৮ এপ্রিল, ১৯৩৮
Q.সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
Ans:৩৬.৯ ডিগ্রী
Q.আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
Ans:রাশিয়া
Q.আবদুল গাফফার চৌধুরীর প্রথম ছোট গল্প কৃষ্ণ পক্ষ কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯৫৯ সাল
Q.বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
Ans:২০০ নটিক্যাল মাইল
Q.মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ ?
Ans:রডস
Q.দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?
Ans:মনসুর বয়াতি
Q.যুগ সন্ধিক্ষনের কবি কে ?
Ans: ঈশ্বরচন্দ্র দত্ত
Q.কোন তারিখে তিনবিঘা করিডোর ভারত খুলে দেয়?
Ans:২৬ জুন, ১৯৯২
Q.মনিরুজ্জামান শিক্ষা কমিশন কখন গঠন করা হয়?
Ans:২০০৩ সালে
Q.কারা ১২ মাসে ১ বছর ও ৩০ দিনে ১ মাস গণনার রীতি প্রবর্তন করেন?
Ans:পারসীয়রা
Q.চৌ রাজাদের আধিপত্য চীনে কত বছর টিকেছিল?
Ans:৮৭৩ বছর
Q.কেপটাউন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
Ans:দক্ষিণ আফ্রিকা
Q.বাংলাদেশের দীর্ঘতম নদী ?
Ans:সুরমা
Q.আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈল চিত্র কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯৬০ সাল
Q.Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair: STARE : GLANCE-
Ans:gulp : sip
Q.বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম কোন দেশে?
Ans:আর্জেনটিনায়
Q.এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
Ans:৬৭
Q.পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি?
Ans:কাইরাসের সমাধি
Q.২০১৬ সালে অলিম্পিক গেমস্ অনুষ্ঠিত হবে কোথায়?
Ans:ব্রাজিলের রিওডি জেনিরোতে।
Q.পেন্সিল তৈরীতে ব্যবহৃত হয় কোনটি?
Ans:ধুন্দল
Q.জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম কবে শুরম্ন হয়?
Ans:১৯৯২-১৯৯৩ সনে
Q.বন্দর আব্বাসসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
Ans:ইরান
Q.এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
Ans:আমাশয়
Q.জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়
Ans:ফরমালিন
Q.হেলেনিষ্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে কার ভূমিকা প্রধান?
Ans:ম্যাসিডোন অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট
Q.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)’র প্রেসিডেন্ট কে?
Ans:জিন লিকুন।
Q.বাংলাদেশ সর্বোচ্চ চূড়া ‘সাকা হাফং‘ বা ত্লাংময় – এ প্রথম আরোহীর নাম কি?
Ans:ব্রিটিশ পবর্তারোহী >. জিঙ ফুলেন
Q.মোট কতটি (বাংলাদেশ আমল ২০০৯ পর্যন্তু) শিক্ষা কমিশন ও শিক্ষা কমিটি গঠন করা হয়?
Ans:৮টি
Q.ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
Ans:মাছ
Q.মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায় ?
Ans:মৌলভীবাজার জেলায়
Q.উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
Ans:ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে
Q.‘সূর্য কন্যা’ বলা হয় কোন সমুদ্র সৈকতকে?
Ans:কুয়াকাটাকে
Q.ক্যান্টন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
Ans:চীন
Q.ইউরোপের একক মুদ্রা ইউরো কবে থেকে চালু হয়?
Ans: ১ জানুয়ারী, ১৯৯৯
Q.কোন সম্রাট খ্রিষ্টধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন?
Ans:কনস্টানটাইন
Q.ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে?
Ans:১৬৬৮ সালে
Q.Chose the antonym for ‘Exodus’
Ans:Entry
Q.ইপসাকে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ঘোষনা করা হয়?
Ans:১৯ জুন, ১৯৯৭
Q.আবদুল গাফফার চৌধুরীর প্রথম শিশু সাহিত্য ডানপিটে শওকত কত সালে প্রকাশিত হয় ?
Ans:১৯৫৩ সাল
Q.কবে পি-৩৬ এর সলিল সমাধি ঘটে?
Ans:৩ মার্চ, ২০০১
Q.Synonym of ‘paradox’ is:
Ans:Contradiction
Q.জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয় কোথায়?
Ans:জেনেভা,সুইজারল্যান্ড
Q.ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
Ans:সানপো
Q.ট্রয়, মাইসেনীয়, টিরিনস অঞ্চলের নগরীর ধ্বংসাবশেষ কে আবিস্কার করেন?
Ans:জার্মান পূরাতাত্ত্বিক হাইনরিখ শ্লিম্যান
Q.জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ –
Ans:এদের মূলে অনেক বায়ু কুঠুরী আছে
Q.মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত?
Ans:বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মন যুবক নদের চাঁদের প্রনয় কাহিনী
Q.a+b+c=9, a2+b2+c2 = 29 হলে ab+bc+ca এর মান কত?
Ans:26
Q.মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ?
Ans:৩৫০ মি.লি.
Q.কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
Ans:পেরু
Q.বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমী কোথায়?
Ans: নওয়াপাড়া, রাজশাহী।
Q._______ is used for scanning the pictures and putting them in digitized form in the computer.
Ans:Scanner
Q.বাংলাদেশের বৃহত্তম চক্ষু হাসপাতাল ?
Ans:চক্ষু হাসপাতাল (চট্টগ্রাম)
Q.বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
Ans: সেলিমা রহমান রচিত - বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি
Q.Which of the following is not an output device?
Ans:Touch Screen
Q.বাইসাইকেলের শহর বলা হয় কোন শহরকে?
Ans:কাপেনহেগেন,ডেনমার্ক
Q.ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
Ans:প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।
Q.Animal Farm’ was written by _.
Ans:George Orwell
Q.Choose the best alternative – The bank charges an “exorbitant” rate of interest.
Ans:Excessive
Q.সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
Ans:খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।
Q.কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
Ans:০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে
Q.পারস্য সাম্রাজ্যের অপর নাম কি?
Ans:একমেনিড সাম্রাজ্য
Q.একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
Ans:২ মেয়াদকাল
Q.কলের পানি সাধারণত কোন উপাদান বেশি থাকে
Ans:আয়রণ (লৌহ)
Q.জীবের বংশ গতির একক কোনটি ?
Ans:জিন
Q.জাতীয় শিক্ষা পরিষদ কবে রিপোর্ট পেশ করে?
Ans:৫ আগষ্ট, ১৯৭৫ সাল