মানুষের ভালবাসার চেয়ে টাকার মূল্যায়ণ কখনো বেশি হতে পারে না
পৃথিবীতে সেই ভালো যে সব মানুষের ভালবাসা পায়, ক্ষণিকের সুখের জন্য জীবনের বড় সময়টাকে নষ্ট না করে মানুষের ভালবাসা নিয়ে বেচেঁ থাকাটা হলো সবচেয়ে সুখের । তার জন্য প্রতিবাদী পুরুষ হিসাবে যদি না প্রকাশ করা যায়,তাহলে হয়ত অনেকেই মূল্যায়ণ করে না, আর যারা করে শুধু সামনা সামনি আর আড়ালে ঠিকেই গালি দেয় । এখানে নিজের ভাই বা কোনো আস্তীয় হোক অন্যায়ে বিরুন্ধে প্রতিবাদী হওয়া উচিত, আর না হলো নিজের সন্তানের জন্য একটা বিশাল অন্ধকার ভবিষ্য রেখে যায় ছাড়া আর কিছুই থাকবে না। হয়ত আমি না ঠিক একজন্য এর প্রতিবাদ করবে একদিন । আর তার জন্য জীবনে চরম মূল্য দিতে হবে নিজের অথবা নিজের সন্তানদের । মানুষের ভালবাসার চেয়ে টাকার মূল্যায়ণ কখনো বেশি হতে পারে না ।
Mustafizur Rahman
No comments:
Post a Comment