প্রায়ই সব গর্ভবতী মহিলাদের তার বন্ধুরা বা আত্মীয়রা জিজ্ঞেস করেন, শিশুটি ছেলে না কি মেয়ে হবে? এটি প্রায় সকলের জন্য একটি মজাদার বিষয় হয়ে দাঁড়ায়। মা-বাবারও জানার আগ্রহের কমতি থাকে না। এ নিয়ে কৌতূহলী হয়ে পড়েন তারা। এ জন্য চিকিৎসকদের কাছে গিয়ে আলট্রাসনগ্রামের মাধ্যমে তারা জেনে নেন তাদের অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে।
তবে কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন বাড়ি বসেই জানা যাবে গর্ভস্থ শিশুর লিঙ্গ।
কানাডার মাউন্ট সাইনাই হাসপাতালের চিকিৎসকরা বলছেন রক্তচাপ পরীক্ষা করেই বলে দেওয়া যায় গর্ভস্থ সন্তান পুত্র না কন্যা। গবেষকদলের প্রধান চিকিৎসক রবি রত্নাকরণ তার প্রকাশিত গবেষণাপত্রে দাবি করেছেন, প্রসবের আগে যদি মায়ের রক্তচাপ ক্রমশ কমতে থাকে তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে হতে পারে ছেলে।
গবেষকদলের দাবি, গত ৬ বছর ধরে প্রায় ৪,০০০ গর্ভবতীর ওপর গবেষণা চালিয়ে এব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা। তাদের দাবি, সাধারণত পুত্র সন্তানের জন্ম দেওয়ার আগে গর্ভবতী মহিলার রক্তচাপ থাকে ১০৬ mmHg. সেখানে কন্যাসন্তান হলে রক্তচাপ থাকে ১০৩ mmHg.
গবেষণায় চাঞ্চল্যকর দাবি, যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, আর্থিক মন্দার সময় জন্মহারে তারতম্য ঘটে।
Source :Amader Somoy
No comments:
Post a Comment