মাঝে মাঝে দেখা যায়,আপনার খামারের গরুটি ঠিক মত খাচ্ছে না বা খাদ্য গ্রহনে অনীহা দেখাচ্ছে। তখন আপনি কিছু পদক্ষেপ নিবেন যা নীচে পর্যায়ক্রমিক ভাবে দেয়া হলো।
১। গরুকে সবসময় কৃমিনাশক ওষুধপাতি দিয়ে কৃমিমুক্ত রাখবেন।
২!প্রতি সপ্তাহে অন্তত ২ বার গরুর জিভ পরিস্কার করে পটাশের পানি দিয়ে ধুয়ে দিবেন।না পারলে নিদেন পক্ষে ১ বার হলেও এটা করবেন প্রতি সপ্তাহে।
৩। মধু মুখের ভিতরে সপ্তাহে ১ বার মেখে দিবেন।
৪। গরুকে বিট লবণের টুকরা চাঁটতে দিবেন।
৫। মাঝে মধ্যে ১০০ গ্রাম আদা বেঁটে খাইয়ে দিবেন।
৬। গরুকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খড় দিবেন।কারণ,গরু জাবর কাটা প্রানী। জাবর কাটলে গরুর হজম শক্তি বৃদ্ধি পায়।
৭। গরুকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে আঁশ জাতীয় খাদ্য এবং মোলাসেস/চিঁটাগুর/রাব খাওয়াবেন।
উপরের পদক্ষেপ গুলি গ্রহন করলে আপনার গরুর ক্ষুধা-মন্দা বা খাদ্য গ্রহনে অনীহা দেখা দিবে না, ইনশাআল্লাহ।
No comments:
Post a Comment