Pages

Saturday, 5 August 2017

:::আসুন ভয়কে জয় করি::: ৩৭তম বিসিএস প্রিলিমিনারি বাংলা অংশের বিশ্লেষণ :

১। কোনটি বাগধারা বোঝায়? (কমন)
উত্তরঃ শিরে সংক্রান্তি
২। কোনটি মৌলিক শব্দ? (কমন)
উত্তরঃ গোলাপ
৩। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা? (কমন)
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? (কমন)
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
৫। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? (কমন)
উত্তরঃ ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা
৬। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? (আনকমন)
উত্তরঃ সেলিম আল দীন
৭। ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? (কমন)
উত্তরঃ একযোগে
৮। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?(আনকমন)
উত্তরঃ প্রেমরস
৯। ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? (আনকমন??)
উত্তরঃ Buddhist Mystic Songs
১০। ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে? (কমন)
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
১১। ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী? (কমন)
উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১২। ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? (কমন)
উত্তরঃ নাথধর্ম
১৩। শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- (আনকমন)
উত্তরঃ রাম প্রসাদ সেন
১৪। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? (কমন)
হূমায়ুন আজাদ
১৫। ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ? (কমন)
উত্তরঃ শুল্ক
১৬। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন? (আনকমন)
১৭। “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? (আনকমন)
উত্তরঃ বিষাদ সিন্ধু
১৮। “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি? (আনকমন)
উত্তরঃ মীর মশাররফ হোসেন
১৯। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? (কমন)
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ
২০।‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? (আনকমন, সত্যি?)
উত্তরঃ দেশি উপসর্গ
২১। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? (আনকমন)
উত্তরঃ মাত্রাবৃত্ত
২২।নিচের কোনটি অশুদ্ধ? (কমন)
উত্তরঃ দোষী-নির্দোষী
২৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? (কমন)
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
২৪। “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে? (আনকমন তবে বুঝা যায়)
উত্তরঃ পূজা
২৫।“ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” কে বলেছেন?(আনকমন)
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
২৬। কোন বাক্যটি শুদ্ধ?(কমন)
উত্তরঃ তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
২৭। Ode কী? (আনকমন)
উত্তরঃ খন্ড কবিতা
২৮। মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?(আনকমন)
উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব
২৯। ‘জলে-স্থলে’ কী সমাস?(কমন)
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
৩০। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?(কমন)
উত্তরঃ যৌগিক স্বরধনি
৩১। “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?(কমন)
উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন
৩২। কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?(কমন)
উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ
৩৩। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?(আনকমন)
উত্তরঃ অলীক মানুষ
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?(কমন)
উত্তরঃ ১৯১০
৩৫। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?(কমন)
শামসুর রাহমান
এখানে "কমন" বলতে অতি পরিচিত প্রশ্নগুলোর কথা বলতে চেয়েছি, যা আপনি একটি সাধারণ মানের ডাইজেস্ট কিংবা বিগত বিসিএস প্রিলির বাংলা অংশটা দুএকবার দেখে নিলে পেয়ে যাবেন।
ধরে নিলাম আপনি ৩৫টি প্রশ্নের মধ্যে ১৫টি জীবনে দেখেনও নি... বাকি ২০টি দেখেছেন... এই ২০টি ভুল হওয়া জ্ঞানপাপের সমতুল্য!! একটু মনযোগী হলে এই ৫৭% পাওয়া কোন ব্যাপার না..... আরেকটু মনযোগী হলে ৩৫ এ ২৫ পাওয়া (৭১%) কোন ব্যাপার না... মনে রাখবেন জীবনে দেখেনি শুনেননি এমন জিনিস দাগাবেন না....!!!!!

No comments:

Post a Comment